মুম্বই, 25 মে : মঙ্গলবার সকালে আভাসটা দিয়েছিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ রাতের দিকে আইপিএল ফাইনাল নিয়ে চমক প্রকাশ্যে এল আমির খান প্রোডাকশনের হাত ধরে ৷ নিজের প্রোডাকশনের তরফে পোস্ট করা একটি ভিডিয়োয় আমির খান জানালেন, আগামী 29 মে আইপিএল ফাইনাল সঞ্চালনা করবেন তিনি ৷ শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের মাঝেই মুক্তি পেতে চলেছে 'মিস্টার পারফেকশনিস্ট'-এর বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র ট্রেলার ৷ জানালেন আমির নিজেই ৷ কখন মুক্তি পাবে ট্রেলার, প্রোডাকশনের তরফে পোস্ট করা ভিডিয়োতে আমির তাও জানিয়েছেন (Laal Singh Chaddha trailor to release during IPL final) ৷
মঙ্গলবার রাতের দিকে আমির খান প্রোডাকশনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৷ যেখানে আমির তাঁর অনুরাগীদের বলছেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ক্রিকেট খেলব ৷ তবে মাঠে নেমে নয় ৷ আইপিএল ফাইনালে ক্রিকেট লাইভ হোস্ট করছি আমি ৷" সে সময়ই এক অনুরাগীর প্রশ্নে আমির জানান, ওইদিনই 'লাল সিং চাড্ডা'-র' ট্রেলার প্রকাশ্যে আনছেন তিনি ৷ প্রথম ইনিংসের দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম-আউটে মুক্তি পাচ্ছে তাঁর ছবির ট্রেলার ৷ জানান 'মিস্টার পারফেরশনিস্ট' ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : আইপিএল ফাইনালের দিনেই লাল সিং চাড্ডার ট্রেলার সামনে আনছেন আমির
প্রাথমিকভাবে 14 এপ্রিল মুক্তির কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থেকে যাওয়ায় 'লাল সিং চাড্ডা' মুক্তির দিন পিছিয়ে যায় 11 অগস্ট ৷ 1994 টম হ্যাংক্সের একাধিক অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এর অনুকরণে তৈরি এই ছবির একাধিক গান ইতিমধ্যেই সামনে এসেছে ৷ 'কাহানি' হোক বা 'ম্যায় কি করা' প্রতিটি গানই মন ছুঁয়েছে দর্শকদের ৷ অপেক্ষা চলছিল ছবির ট্রেলার কবে সামনে আসবে তার জন্য ৷ দিনকয়েক আগে সিনে-সমালোচক তরণ আদর্শ জানিয়েছিলেন, আইপিএল ফাইনালের দিন সামনে আসবে ট্রেলার ৷ আর মঙ্গলবার রাতে স্বয়ং ছবির অভিনেতা খোলসা করলেন পুরো ব্যাপারটা ৷
-
The #LaalSinghChaddha trailer will be launched on 29th of May in the most awaited T20 cricket final to be hosted by none other than #AamirKhan. The trailer will play in the first innings during the second time out, on @StarSportsIndia & @DisneyPlusHS pic.twitter.com/V9h9qjpE5N
— Aamir Khan Productions (@AKPPL_Official) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The #LaalSinghChaddha trailer will be launched on 29th of May in the most awaited T20 cricket final to be hosted by none other than #AamirKhan. The trailer will play in the first innings during the second time out, on @StarSportsIndia & @DisneyPlusHS pic.twitter.com/V9h9qjpE5N
— Aamir Khan Productions (@AKPPL_Official) May 24, 2022The #LaalSinghChaddha trailer will be launched on 29th of May in the most awaited T20 cricket final to be hosted by none other than #AamirKhan. The trailer will play in the first innings during the second time out, on @StarSportsIndia & @DisneyPlusHS pic.twitter.com/V9h9qjpE5N
— Aamir Khan Productions (@AKPPL_Official) May 24, 2022