আমেদাবাদ, 14 অক্টোবর: পাকিস্তানের ইনফর্ম মিডল-অর্ডার ব্যাটার সাউদ শাকিলকে লেগ-বিফর করেন কুলদীপ যাদব ৷ কিন্তু, এই উইকেট হঠাৎ করে আসেনি ৷ বিশ্বকাপে গত কয়েক ম্যাচে সাউদ শাকিলের খেলা মনোযোগ দিয়ে দেখেছিলেন ভারতের 'চায়নাম্যান' ৷ সেই মতো লাগাতার সাউদ শাকিলকে আউট করার প্লট তৈরি করেছেন তিনি ৷ আর তারই ফল এ দিন ম্যাচে পেয়েছেন কুলদীপ ৷ বাঁ-হাতি ব্যাটারকে লেগ-স্টাম্প লাইন থেকে লেগ-মিডল স্টাম্পে লেগ বিফর করেন ভারতীয় স্পিনার ৷
ম্যাচ শেষে কুলদীপ সম্প্রচারকারী চ্যানেলে শাকিলের উইকেট নিয়ে জানান, পাকিস্তান ব্যাটারের সুইপ খেলার প্রবণতা রয়েছে ৷ আর তাই পাক-ব্যাটারকে লেগস্পিনের জালে ফাঁসান তিনি ৷ তবে, কুলদীপকে শাকিলের উইকেট নিজের নামে করতে থার্ড আম্পায়ারের সহায় হতে হয় ৷ শাকিলের প্যাডে বল লাগার পর কুলদীপ, রাহুল এবং দলের অন্যান্য ক্রিকেটাররা আবেদন করলেও, আউট দেননি ফিল্ড আম্পায়ার এরাসমাস ৷ রোহিত শর্মা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিআরএস নেন ৷ সেখানেই ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন ৷
পাকিস্তানের ইনিংসের মাঝে বিরতিতে কুলদীপ বলেন, ‘‘আমি গত কয়ের ম্যাচে সাউদ শাকিলের ব্যাটিং দেখেছি ৷ সেখানে ওকে একাধিকবার সুইপ শট খেলতে দেখা যায় ৷ শাকিল ভেবেছিল ওটা স্লোয়ার ছিল ৷ কিন্তু, বল পিচে পড়ার পর স্কিড করে যায় ৷ সেখানেই বিট হন তিনি ৷’’ এ দিন কুলদীপ ইফতিখার আহমেদের উইকেটও নেন ৷ লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে বোল্ড হন পাকিস্তানের লোয়ার মিডল-অর্ডার ব্যাটার ৷ এখানেও কুলদীপ লেগস্পিন করেন ৷ যে বলটি বাউন্সহীন উইকেটে স্কিড হয়ে যায় ৷ ফলে গ্লাভসে লেগে উইকেটে বল লাগে ৷
আরও পড়ুন: আটে আট! হিটম্যানের হুংকারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাক ‘বধ’ ভারতের
কুলদীপের এই অসাধারণ বোলিংয়ের দৌলতে পাকিস্তানের স্কোর 155 রানে 2 উইকেট থেকে 166 রানে 5 উইকেট হয়ে যায় ৷ এ দিন কুলদীপ 10 ওভারে মাত্র 35 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ কুলদীপ ছাড়া ভারতের বাকি চার বোলার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নিয়েছেন ৷