ETV Bharat / sports

Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি, বিরাট-রাহুল ভাঙলেন 27 বছর আগের রেকর্ড - ভারত পাকিস্তান

IND vs PAK in Asia Cup 2023: কোহলি ও রাহুলের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া ৷ একদিনের ক্রিকেটে 47টি শতরানের মালিক হয়েছেন কিং কোহলি ৷ কয়েক মাস পর চোট কাটিয়ে দলে ফিরে কেএল রাহুল ও হাঁকিয়েছেন শতরান ৷ তাঁদের 233 রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে করা রেকর্ড ৷

সৌঃ টুইটার
Asia Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 8:41 AM IST

Updated : Sep 12, 2023, 9:05 AM IST

কলম্বো, 12 সেপ্টেম্বর: আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে রবিবার ফের মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। তাতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে টিম মেন ইন ব্লু, যার কৃতিত্ব গিয়েছে বিরাট-রাহুলের ওপর ৷ স্বাভাবিকভাবেই ফের ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এখন উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। কোহলি-রাহুলের 233 রানের রেকর্ড পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে 356 রানের বিশাল স্কোর গড়েছিল ভারতীয় দল। কোহলি ও রাহুলের 233 রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে করা রেকর্ড ৷ 1996 সালে পাকিস্তানের বিরুদ্ধে 231 রানের পার্টনারশিপ গড়েছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু ৷

সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 47তম শতরানের মালিক হয়েছেন বিরাট ৷ 94 বলে 122 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। 9টি চার ও 3টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরদিকে, কেএল রাহুল অপরাজিত থাকেন 106 বলে 111 রানের ইনিংস খেলে। 12টি চার ও 2টি ছয় মারেন তিনি। এদিন ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বিরাট কোহলি একাধিক রেকর্ড গড়ছেন। যারমধ্যে অন্যতম হল দ্রুততম 13 হাজার রান করা। তিনি হলেন বিশ্বের দ্রুততম প্লেয়ার যিনি ওডিআই ক্রিকেটে 13 হাজার রান করলেন। তাই ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে।

খেলা শেষে বিরাট বলেন, "আমি সবসময় আমার খেলাকে এমনভাবে প্রস্তুত করি যেভাবে আমি দলকে সাহায্য করতে পারি। আজকে আমি শুরুটা ভালো করতে পারিনি ৷ রাহুল আরও ভালো শুরু করেছিল, আমি ওকে স্ট্রাইকে রাখতে চাইছিলাম ৷ তারপর আমি পা বাড়িয়েছি ৷ আশা করি এইভাবে চালিয়ে যাব ৷" রাহুলের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কোহলি বলেছেন, "আমরা পার্টনারশিপ নিয়ে খুব একটা ভাবিনি, ভাবনা ছিল ব্যাটিং চালিয়ে যাওয়া। এটি আমাদের এবং ভারতীয় ক্রিকেটের জন্যও স্মরণীয় যুগলবন্দি ।"

উল্লেখ্য, আজ রোহিত অ্যান্ড কোং নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ গতকালের পর আজ মাঠে নামা নিয়ে কোহলি বলেন, "আমার 15 বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনওরকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কীভাবে পরের দিন ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।"

আরও পড়ুন: বিরাট-রাহুলের জোড়া সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

কলম্বো, 12 সেপ্টেম্বর: আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের মঞ্চে রবিবার ফের মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। তাতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে টিম মেন ইন ব্লু, যার কৃতিত্ব গিয়েছে বিরাট-রাহুলের ওপর ৷ স্বাভাবিকভাবেই ফের ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এখন উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। কোহলি-রাহুলের 233 রানের রেকর্ড পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে 356 রানের বিশাল স্কোর গড়েছিল ভারতীয় দল। কোহলি ও রাহুলের 233 রানের পার্টনারশিপ ভেঙে দিয়েছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে করা রেকর্ড ৷ 1996 সালে পাকিস্তানের বিরুদ্ধে 231 রানের পার্টনারশিপ গড়েছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু ৷

সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে 47তম শতরানের মালিক হয়েছেন বিরাট ৷ 94 বলে 122 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি। 9টি চার ও 3টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরদিকে, কেএল রাহুল অপরাজিত থাকেন 106 বলে 111 রানের ইনিংস খেলে। 12টি চার ও 2টি ছয় মারেন তিনি। এদিন ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বিরাট কোহলি একাধিক রেকর্ড গড়ছেন। যারমধ্যে অন্যতম হল দ্রুততম 13 হাজার রান করা। তিনি হলেন বিশ্বের দ্রুততম প্লেয়ার যিনি ওডিআই ক্রিকেটে 13 হাজার রান করলেন। তাই ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে।

খেলা শেষে বিরাট বলেন, "আমি সবসময় আমার খেলাকে এমনভাবে প্রস্তুত করি যেভাবে আমি দলকে সাহায্য করতে পারি। আজকে আমি শুরুটা ভালো করতে পারিনি ৷ রাহুল আরও ভালো শুরু করেছিল, আমি ওকে স্ট্রাইকে রাখতে চাইছিলাম ৷ তারপর আমি পা বাড়িয়েছি ৷ আশা করি এইভাবে চালিয়ে যাব ৷" রাহুলের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কোহলি বলেছেন, "আমরা পার্টনারশিপ নিয়ে খুব একটা ভাবিনি, ভাবনা ছিল ব্যাটিং চালিয়ে যাওয়া। এটি আমাদের এবং ভারতীয় ক্রিকেটের জন্যও স্মরণীয় যুগলবন্দি ।"

উল্লেখ্য, আজ রোহিত অ্যান্ড কোং নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ গতকালের পর আজ মাঠে নামা নিয়ে কোহলি বলেন, "আমার 15 বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনওরকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কীভাবে পরের দিন ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।"

আরও পড়ুন: বিরাট-রাহুলের জোড়া সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

Last Updated : Sep 12, 2023, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.