ETV Bharat / sports

KL Rahul: এনসিএ-তে অতিরিক্ত সময় ব্যাটিং বিশ্বকাপে দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হল রাহুলের - এনসিএ

KL Rahul Bats and Keeps at NCA in Bengaluru: বাড়তি সময় ব্যাটিং এবং কিপিং করলেন কেএল রাহুল ৷ এনসিএ থেকে পাওয়া এই খবরে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তাঁর ফেরা নিয়ে আশার আলো ভারতীয় শিবিরে ৷

Image Courtesy: KL Rahul Twitter
Image Courtesy: KL Rahul Twitter
author img

By

Published : Aug 18, 2023, 8:11 PM IST

Updated : Aug 18, 2023, 11:01 PM IST

বেঙ্গালুরু, 18 অগস্ট: ভারতীয় দলের জন্য সুখবর ৷ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ৷ এনসিএ থেকে তেমনই তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে, সংবাদ সংস্থা পিটিআই ৷ আজ এনসিএ-তে ম্যাচে সিমিউলেশনে অতিরিক্ত সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷ যা এশিয়া কাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর মতো খবর ৷ আর তেমনটা হলে, শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে কেএল রাহুলের নাম প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকবে বলে মনে করা হচ্ছে ৷

21 অগস্ট এশিয়া কাপের দল বাছাই হবে ৷ যে দলে জসপ্রীত বুমরা ইতিমধ্যে ঢুকে পড়েছেন ৷ এবার সেই তালিকায় কেএল রাহুলের নাম জুড়তে পারে ৷ সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ এনসিএ-র একটি সূত্রকে উল্লেখ করে পিটিআই এমনটাই জানিয়েছে ৷ ওই সূত্রের দাবি, ‘‘এনসিএ-তে ম্যাচ সিমিউলেশনের সময় কেএল রাহুলের ফিটনেসের দারুণ উন্নতির লক্ষ্য করা গিয়েছে ৷ আজকে অতিরিক্তি সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷’’

ওই সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, ‘‘কেএল এই সপ্তাহের শুরু থেকে ব্যাটিং শুরু করেছেন এবং সপ্তাহ শেষ হতে হতে সেখানে উইকেটকিপিং তালিকায় জুড়ে গিয়েছে ৷ তবে, কেএল রাহুলের কামব্যাকের সম্ভাবনা যেমন আশার আলো জাগাচ্ছে ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ারের ফিটনেস ভারতের জন্য চিন্তার ৷ কারণ, পিঠের নিচের অংশে অস্ত্রোপচারের পর রি-হ্যাবে শ্রেয়সকে আরও বেশ কিছুদিন থাকতে হবে ৷ তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন ৷ তাই তাঁর ভারতীয় দলে ফেরা আর দীর্ঘ হচ্ছে বলে ওই সূত্র দাবি করেছে ৷

আরও পড়ুন: 'বিরাট অধ্যায়'! ভারতীয় ক্রিকেটে 15 বছর পূরণ করলেন কোহলি

তবে, কেএল রাহুল ফিরে এলে টিম ম্যানেজমেন্টের মিডল-অর্ডারে একটা স্লট নিয়ে জায়গা নিশ্চিত হয়ে যাবে ৷ সেক্ষেত্রে কেএল চার অথবা পাঁচ নম্বরে নামবেন ৷ রোহিত, শুভমন এবং বিরাটের জায়গা প্রথম তিনে রয়েছে ৷ চার নম্বরে সূর্যকুমার যাদবকে নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট ৷

বেঙ্গালুরু, 18 অগস্ট: ভারতীয় দলের জন্য সুখবর ৷ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ৷ এনসিএ থেকে তেমনই তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে, সংবাদ সংস্থা পিটিআই ৷ আজ এনসিএ-তে ম্যাচে সিমিউলেশনে অতিরিক্ত সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷ যা এশিয়া কাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর মতো খবর ৷ আর তেমনটা হলে, শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে কেএল রাহুলের নাম প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকবে বলে মনে করা হচ্ছে ৷

21 অগস্ট এশিয়া কাপের দল বাছাই হবে ৷ যে দলে জসপ্রীত বুমরা ইতিমধ্যে ঢুকে পড়েছেন ৷ এবার সেই তালিকায় কেএল রাহুলের নাম জুড়তে পারে ৷ সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ এনসিএ-র একটি সূত্রকে উল্লেখ করে পিটিআই এমনটাই জানিয়েছে ৷ ওই সূত্রের দাবি, ‘‘এনসিএ-তে ম্যাচ সিমিউলেশনের সময় কেএল রাহুলের ফিটনেসের দারুণ উন্নতির লক্ষ্য করা গিয়েছে ৷ আজকে অতিরিক্তি সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷’’

ওই সূত্রকে উল্লেখ করে সংবাদ সংস্থা জানিয়েছে, ‘‘কেএল এই সপ্তাহের শুরু থেকে ব্যাটিং শুরু করেছেন এবং সপ্তাহ শেষ হতে হতে সেখানে উইকেটকিপিং তালিকায় জুড়ে গিয়েছে ৷ তবে, কেএল রাহুলের কামব্যাকের সম্ভাবনা যেমন আশার আলো জাগাচ্ছে ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ারের ফিটনেস ভারতের জন্য চিন্তার ৷ কারণ, পিঠের নিচের অংশে অস্ত্রোপচারের পর রি-হ্যাবে শ্রেয়সকে আরও বেশ কিছুদিন থাকতে হবে ৷ তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন ৷ তাই তাঁর ভারতীয় দলে ফেরা আর দীর্ঘ হচ্ছে বলে ওই সূত্র দাবি করেছে ৷

আরও পড়ুন: 'বিরাট অধ্যায়'! ভারতীয় ক্রিকেটে 15 বছর পূরণ করলেন কোহলি

তবে, কেএল রাহুল ফিরে এলে টিম ম্যানেজমেন্টের মিডল-অর্ডারে একটা স্লট নিয়ে জায়গা নিশ্চিত হয়ে যাবে ৷ সেক্ষেত্রে কেএল চার অথবা পাঁচ নম্বরে নামবেন ৷ রোহিত, শুভমন এবং বিরাটের জায়গা প্রথম তিনে রয়েছে ৷ চার নম্বরে সূর্যকুমার যাদবকে নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট ৷

Last Updated : Aug 18, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.