মুম্বই, 1 এপ্রিল : রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে টস হেরে ম্যাচও হারতে হয়েছিল ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে নাইটদের সঙ্গ দিল টসভাগ্য ৷ শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখে স্বভাবতই রান তাড়া করার পথে হাঁটল কলকাতা নাইট রাইডার্স ৷ টস জিতে ময়াঙ্ক আগরওয়ালের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন শ্রেয়স আইয়ার (KKR win the toss and elect to field first aginst PBKS) ৷ একাদশে একটি পরিবর্তন নিয়ে পঞ্জাবের বিরুদ্ধে নামল নাইটরা ৷ শেলডেন জ্যাকসনের পরিবর্তে দলে এলেন শিবম মাভি ৷
অর্থাৎ, জ্যাকসন না-থাকায় পঞ্জাবের বিরুদ্ধে উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস ৷ গত ম্যাচে চোট পাওয়া রাসেলকে ময়াঙ্কদের বিরুদ্ধে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হলেও খেলছেন জামাইকান অলরাউন্ডার ৷ তবে রাসেলকে সম্ভবত স্পেশালিষ্ট ব্যাটার হিসেবেই এই ম্যাচে ব্যবহার করতে চাইছে নাইট থিঙ্ক-ট্যাঙ্ক ৷ সে কারণেই বোলিংয়ে শক্তি বাড়াতে একাদশে মাভির সংযোজন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷
আরও পড়ুন : শিখরে ব্র্যাভো, তাজ খুইয়েও ক্যারিবিয়ান ক্রিকেটারকে অভিনন্দন মালিঙ্গার
শ্রেয়স টস জিতে জানান, সন্ধের পর স্টেডিয়াম সুইমিং পুল হয়ে যাচ্ছে ৷ তাই রান তাড়া ছাড়া গতি নেই ৷ তবে নাইটদের চিন্তা বাড়িয়ে পঞ্জাব একাদশে শুরু করলেন প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাদা ৷
একনজরে কেকেআর একাদশ : ভেঙ্কটেশ, রাহানে, শ্রেয়স (অধিনায়ক), রানা, বিলিংস (উইকেটরক্ষক), রাসেল, নারিন, সাউদি, উমেশ, মাভি, চক্রবর্তী ৷