ETV Bharat / sports

IPL Auction 2022 : কেমন দল গড়লেন আরিয়ান-সুহানারা, নিলাম শেষে একনজরে নাইট স্কোয়াড - KKR squad at a glance after mega auction

12.65 কোটিতে দ্বিতীয়দিন শুরু করা কেকেআরের ভাঁড়ারে দিনের শেষে স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, উমেশ যাদব, টিম সাউদির মতো নাম ৷ একনজরে দেখে নেওয়া যাক কেমন হল বাদশার দলের স্কোয়াড (KKR squad at a glance after mega auction) ৷

IPL Auction News
কেমন দল গড়লেন আরিয়ান-সুহানারা, নিলাম শেষে একনজরে নাইট স্কোয়াড
author img

By

Published : Feb 13, 2022, 11:10 PM IST

বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : দু'দিনের রোমাঞ্চের পরিসমাপ্তি (KKR squad at a glance after mega auction) ৷ 2022 আইপিএলে নিলামের হাটে-বাজারে বিকোলেন 204জন ক্রিকেটার ৷ সাড়ে 500 কোটিরও কিছু বেশি অর্থে 107 জন ভারতীয় ক্রিকেটার এবং 67 জন বিদেশি ক্রিকেটার গেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ৷ সুরেশ রায়না, স্টিভ স্মিথ, ইশান্ত শর্মারা যেমন দল না পেয়ে হতাশ করলেন, তেমনই কোনও কোনও ক্রিকেটার বিকোলেন অপ্রত্যাশিত দামে ৷

গতকাল প্রথম ঘণ্টায় প্যাট কামিন্স (7.25 কোটি), শ্রেয়স আইয়ারকে (12.25 কোটি) তুলে চমকে দেওয়া নাইট শিবির হতাশ করেছিল দিনের বাকি সময়টা ৷ শেলডন জ্যাকসন, শিবম মাভিদের শেষবেলায় তুলে নিলেও বোলিং বিভাগ এবং উইকেটরক্ষক বিভাগে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি রয়েই গিয়েছিল ৷ দ্বিতীয়দিনের শুরুটা অজিঙ্ক রাহানে নিয়ে শুরু করে পার্পল ব্রিগেড ৷ এরপর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পার্সে থাকা অর্থের সঙ্গতি রক্ষা করেই ধীরে-ধীরে গুছিয়ে নেয় নাইট শিবির ৷

12.65 কোটিতে দ্বিতীয়দিন শুরু করা কেকেআরের ভাঁড়ারে দিনের শেষে স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, উমেশ যাদব, টিম সাউদির মতো নাম ৷ এমনকি চেন্নাই, পঞ্জাব, মুম্বইয়ের সঙ্গে 25জন ক্রিকেটার কেনার সর্বাধিক কোটা পূর্ণ করেছে শাহরুখ খানের দল ৷ সবমিলিয়ে নিলাম শেষে নাইট অনুরাগীরা মেগা নিলাম শেষে দাবি করতেই পারেন 'করব লড়ব জিতব রে...' ৷

আরও পড়ুন : Buttler's message to Ashwin : ক্রিজেই আছি, মানকড় বিতর্ক মনে করিয়ে অশ্বিনকে স্বাগত বাটলারের

একনজরে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড : আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী (রিটেইন) ৷

প্যাট কামিন্স, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শিবম মাভি, শেলডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমার, প্রথম সিং, অশোক সিং, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব, আমন খান ৷

বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি : দু'দিনের রোমাঞ্চের পরিসমাপ্তি (KKR squad at a glance after mega auction) ৷ 2022 আইপিএলে নিলামের হাটে-বাজারে বিকোলেন 204জন ক্রিকেটার ৷ সাড়ে 500 কোটিরও কিছু বেশি অর্থে 107 জন ভারতীয় ক্রিকেটার এবং 67 জন বিদেশি ক্রিকেটার গেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ৷ সুরেশ রায়না, স্টিভ স্মিথ, ইশান্ত শর্মারা যেমন দল না পেয়ে হতাশ করলেন, তেমনই কোনও কোনও ক্রিকেটার বিকোলেন অপ্রত্যাশিত দামে ৷

গতকাল প্রথম ঘণ্টায় প্যাট কামিন্স (7.25 কোটি), শ্রেয়স আইয়ারকে (12.25 কোটি) তুলে চমকে দেওয়া নাইট শিবির হতাশ করেছিল দিনের বাকি সময়টা ৷ শেলডন জ্যাকসন, শিবম মাভিদের শেষবেলায় তুলে নিলেও বোলিং বিভাগ এবং উইকেটরক্ষক বিভাগে অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি রয়েই গিয়েছিল ৷ দ্বিতীয়দিনের শুরুটা অজিঙ্ক রাহানে নিয়ে শুরু করে পার্পল ব্রিগেড ৷ এরপর বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পার্সে থাকা অর্থের সঙ্গতি রক্ষা করেই ধীরে-ধীরে গুছিয়ে নেয় নাইট শিবির ৷

12.65 কোটিতে দ্বিতীয়দিন শুরু করা কেকেআরের ভাঁড়ারে দিনের শেষে স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, উমেশ যাদব, টিম সাউদির মতো নাম ৷ এমনকি চেন্নাই, পঞ্জাব, মুম্বইয়ের সঙ্গে 25জন ক্রিকেটার কেনার সর্বাধিক কোটা পূর্ণ করেছে শাহরুখ খানের দল ৷ সবমিলিয়ে নিলাম শেষে নাইট অনুরাগীরা মেগা নিলাম শেষে দাবি করতেই পারেন 'করব লড়ব জিতব রে...' ৷

আরও পড়ুন : Buttler's message to Ashwin : ক্রিজেই আছি, মানকড় বিতর্ক মনে করিয়ে অশ্বিনকে স্বাগত বাটলারের

একনজরে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড : আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী (রিটেইন) ৷

প্যাট কামিন্স, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শিবম মাভি, শেলডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমার, প্রথম সিং, অশোক সিং, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব, আমন খান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.