ETV Bharat / sports

Yashasvi Jaiswal: শৃঙ্খলা বজায় রেখে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য যস্বশী জয়সওয়ালের

10 বছর আগে একটা স্বপ্ন নিয়ে মায়ানগরীতে এসেছিলেন ৷ সেই স্বপ্নের কিছুটা আজ পূরণ হয়েছে ৷ টেস্ট দলে ডাক পেয়েছেন যস্বশী জয়সওয়াল ৷ এবার পরের স্বপ্নটা পূরণ হওয়ার অপেক্ষায় মুম্বইয়ের এই ওপেনারের ৷

author img

By

Published : Jun 24, 2023, 7:53 PM IST

Yashasvi Jaiswal ETV BHARAT
Yashasvi Jaiswal

মুম্বই, 24 জুন: 10 বছর আগে উত্তরপ্রদেশে ভাদোই গ্রাম থেকে মুম্বই আজাদ ময়দানের টেন্টে নিজের ঠিকানা তৈরি করেছিলেন 11 বছরের ছোট্ট যশস্বী জয়সওয়াল ৷ মায়ানগরীতে একটাই স্বপ্ন নিয়ে এসেছিলেন, বড় ক্রিকেটার হবেন ৷ ওয়াংখেড়ের সামনে বাবার সঙ্গে ফুচকা বিক্রি করতেন অবসর সময়ে ৷ বাকি সময়টা খেলা আর পড়াশোনা ৷ আজ 10 বছর পর মায়ানগরী তাঁকে পরিশ্রমের প্রাপ্য ফিরিয়ে দিচ্ছে ৷ 21 বছরের যশস্বী জাতীয় দলের ডাক পেয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে দলে সুযোগ পেয়েছেন, এবার অপেক্ষা ভারতী টেস্ট ক্যাপ অর্জন করা ৷

স্বপ্নপূরণের মুহূর্তে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানালেন, ‘‘আমার বাবা খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলেন ৷’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি ৷ এবার 16 জনের প্রাথমিক দলে রয়েছেন তিনি ৷ হয়তো প্রথম ম্যাচেই সুযোগ আসবে ভারতীয় দলের টেস্ট ক্যাপ পরার ৷ যদি না সিনিয়রিটির দিক থেকে রুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয় ৷ কারণ, চেতেশ্বর পূজারা বাদ পড়ায় প্রথম একাদশের ব্যাটিংয়ে তিন নম্বর জায়গাটাই একমাত্র ফাঁকা ৷

আরও পড়ুন: 'বলির পাঁঠা' পূজারা, সরফরাজকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকদের মুণ্ডপাত সানির

আগামী কয়েকদিনের মধ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্দেশ্যে রওনা দেবেন যশস্বী ৷ সেখানে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ৷ তবে, শুক্রবার সারাদিন তাঁর ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে ৷ সকালে উঠে ট্রেনিং ও অনুশীলন করেছেন ৷ তারপর শ্যুটিং ছিল বাঁ-হাতি এই ওপেনারের ৷ সেই শ্যুটের ফাঁকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরটা পান যশস্বী জয়সওয়াল ৷ জানালেন ভারতীয় দলে সুযোগ পেয়ে তিনি খুশি ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি ৷

আরও পড়ুন: আমি স্বপ্নপূরণের দোড়গোড়ায় দাঁড়িয়ে: মুকেশ কুমার

যস্বশী জয়সওয়াল বলেন, ‘‘আমি দলে সুযোগ পাওয়া নিয়ে খুব আগ্রহী ৷ তবে, আমি মাঠে নেমে নিজের সেরাটা দিতে চাই ৷ তার জন্য স্বাভাবিক খেলাটাই খেলব ৷’’ তবে, প্রাথমিক দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি খুবই চিন্তায় ছিলেন ৷ বললেন, ‘‘আমি কিছুটা নার্ভাস ছিলাম ৷ যতক্ষণ না আমি জানতে পারছিলাম যে দলে নাম আছে কিনা, পেটের মধ্যে প্রজাপতি উড়ছিল ৷’’ তবে, টেস্ট দলে সুযোগ পাওয়ার অনুভূতিটাই আলাদা বলে জানালেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বাধিক রানস্কোরার ৷

মুম্বই, 24 জুন: 10 বছর আগে উত্তরপ্রদেশে ভাদোই গ্রাম থেকে মুম্বই আজাদ ময়দানের টেন্টে নিজের ঠিকানা তৈরি করেছিলেন 11 বছরের ছোট্ট যশস্বী জয়সওয়াল ৷ মায়ানগরীতে একটাই স্বপ্ন নিয়ে এসেছিলেন, বড় ক্রিকেটার হবেন ৷ ওয়াংখেড়ের সামনে বাবার সঙ্গে ফুচকা বিক্রি করতেন অবসর সময়ে ৷ বাকি সময়টা খেলা আর পড়াশোনা ৷ আজ 10 বছর পর মায়ানগরী তাঁকে পরিশ্রমের প্রাপ্য ফিরিয়ে দিচ্ছে ৷ 21 বছরের যশস্বী জাতীয় দলের ডাক পেয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে দলে সুযোগ পেয়েছেন, এবার অপেক্ষা ভারতী টেস্ট ক্যাপ অর্জন করা ৷

স্বপ্নপূরণের মুহূর্তে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানালেন, ‘‘আমার বাবা খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলেন ৷’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি ৷ এবার 16 জনের প্রাথমিক দলে রয়েছেন তিনি ৷ হয়তো প্রথম ম্যাচেই সুযোগ আসবে ভারতীয় দলের টেস্ট ক্যাপ পরার ৷ যদি না সিনিয়রিটির দিক থেকে রুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয় ৷ কারণ, চেতেশ্বর পূজারা বাদ পড়ায় প্রথম একাদশের ব্যাটিংয়ে তিন নম্বর জায়গাটাই একমাত্র ফাঁকা ৷

আরও পড়ুন: 'বলির পাঁঠা' পূজারা, সরফরাজকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকদের মুণ্ডপাত সানির

আগামী কয়েকদিনের মধ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্দেশ্যে রওনা দেবেন যশস্বী ৷ সেখানে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ৷ তবে, শুক্রবার সারাদিন তাঁর ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে ৷ সকালে উঠে ট্রেনিং ও অনুশীলন করেছেন ৷ তারপর শ্যুটিং ছিল বাঁ-হাতি এই ওপেনারের ৷ সেই শ্যুটের ফাঁকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরটা পান যশস্বী জয়সওয়াল ৷ জানালেন ভারতীয় দলে সুযোগ পেয়ে তিনি খুশি ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি ৷

আরও পড়ুন: আমি স্বপ্নপূরণের দোড়গোড়ায় দাঁড়িয়ে: মুকেশ কুমার

যস্বশী জয়সওয়াল বলেন, ‘‘আমি দলে সুযোগ পাওয়া নিয়ে খুব আগ্রহী ৷ তবে, আমি মাঠে নেমে নিজের সেরাটা দিতে চাই ৷ তার জন্য স্বাভাবিক খেলাটাই খেলব ৷’’ তবে, প্রাথমিক দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি খুবই চিন্তায় ছিলেন ৷ বললেন, ‘‘আমি কিছুটা নার্ভাস ছিলাম ৷ যতক্ষণ না আমি জানতে পারছিলাম যে দলে নাম আছে কিনা, পেটের মধ্যে প্রজাপতি উড়ছিল ৷’’ তবে, টেস্ট দলে সুযোগ পাওয়ার অনুভূতিটাই আলাদা বলে জানালেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বাধিক রানস্কোরার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.