কলকাতা, 29 মে: টাউন ক্লাবকে প্রথম ইনিংসের লিডের সুবাদে হারিয়ে সিএবি প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল কালীঘাট ক্লাব ৷ ইডেনে দ্বিতীয়বার গোলাপি বল ও নৈশালোকে লিগ ফাইনালে পাঁচদিনের ক্রিকেট ৷ প্রথমবার মোহনবাগান এবং ভবানীপুর লিগ ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল ৷ ফলে 5 দিনের ম্যাচে আগ্রহ ছিল তুঙ্গে ৷ তবে, এবারের লিগ ফাইনালে কালীঘাটের রানের পাহাড়ের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হল টাউন ক্লাব ৷ কালীঘাট এই ম্যাচে তিনজন সেঞ্চুরিয়ানকে পেয়েছে ৷ প্রথম ইনিংসে সুদীপ ঘরামি ও ঋতম পোড়েল এবং দ্বিতীয় ইনিংসে রণজ্যোৎ খারিয়ার ৷ ম্যাচের সেরা হয়েছেন সুদীপ ৷
টস হেরে ব্যাট করতে নেমে কালীঘাট প্রথম থেকে ম্যাচের রাশ তুলে নেয়। সুদীপ ঘরামির 185 এবং ঋতম পোড়েলের 105 রানের সুবাদে কালীঘাট 8 উইকেটে 480 রান তোলে ৷ জবাবে ব্যাট করতে নেমে টাউন ক্লাবের লড়াই 293 রানে শেষ হয়ে যায় ৷ সন্দীপ তোমর 118, নভেদ আহমেদ 57 এবং ওমপাল বোকেন 56 রান করলেও তা কালীঘাটের রানের পাহাড় টপকানোর পক্ষে যথেষ্ট ছিল না ৷ দ্বিতীয় ইনিংসে 187 রানের লিড নিয়ে খেলতে নামে কালীঘাট ৷
সেখানেও ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় তারা ৷ রনজ্যোৎ খারিয়ার 227 বলে 194 রান কালীঘাটকে 310 রানে পৌঁছে দেয় ৷ শ্রেয়াংশ ঘোষ প্রথম ইনিংসে 26 করলেও দ্বিতীয় ইনিংসে 97 রান করেন ৷ ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয় ৷ প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হয় কালীঘাট ক্লাব ৷ ম্যাচের সেরা হয়েছেন সুদীপ ঘরামি ৷ পাঁচ দিনের লিগ ফাইনাল গোলাপি বলে খেলা হয়েছে ৷ ইডেনে অনুষ্ঠিত ফাইনাল বৃষ্টি বিঘ্নিত হলেও কালীঘাট প্রথম থেকে চালকের আসনে ছিল ৷
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে 'গ্রিন কার্ড' যশস্বীর
সুদীপ ঘরামি টাউন বোলারদের সামলে 185 রান করেছিলেন প্রথম ইনিংসে ৷ তবে বেশ কয়েকটি সুযোগ দিয়েছিলেন তিনি ৷ যার সুযোগ নিতে ব্যর্থ হয় টাউন ক্লাবের ক্রিকেটাররা ৷ পুরো ম্যাচ জুড়েই একাধিক ক্যাচ হাতছাড়া করেছেন তাঁরা ৷ ক্যাচ ধরতে না পারার পাশাপাশি খারাপ ফিল্ডিং চাপ বাড়িয়েছে টাউন ক্লাবের ৷ লিগ খেতাব জয়ে ব্যাটারদের ভালো পারফরম্যান্সের পাশে কালীঘাটের বোলাররাও প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রেখেছিল ৷ প্রীতম চক্রবর্তী, বিকাশ সিং, বি অমিত 3 টি করে উইকেট নিয়েছেন ৷