ETV Bharat / sports

Border Gavaskar Trophy: চোটের জেরে নাগপুর টেস্ট নেই হ্যাজলউড, প্রত্যাবর্তনে এনসিএ'কে ধন্যবাদ জাদেজার

চোটের ধাক্কায় কাবু অস্ট্রেলিয়া শিবির ৷ স্টার্ক এবং ক্যামরন গ্রিনের পর এবার নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজলউড ৷ অন্যদিকে, নাগপুর টেস্টে (Border Gavaskar Trophy) ভারতীয় দলে কামব্যাক করছেন রবীন্দ্র জাদেজা ৷

author img

By

Published : Feb 5, 2023, 7:27 PM IST

Border Gavaskar Trophy ETV BHARAT
Border Gavaskar Trophy

নাগপুর, 5 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ বাঁ-পায়ের চোটের কারণে নাগপুরে প্রথম টেস্টে নেই অজি মিডিয়াম পেসার জস হ্যাজলউড (Josh Hazlewood to Miss First Test Against India in Nagpur) ৷ তবে, দিল্লি টেস্ট বা বাকি সিরিজে তিনি খেলবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না ৷ তাঁর বদলে প্রথমবার দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন স্কট বোল্যান্ড ৷ তবে এটাই প্রথম নয়, এর আগেই দু’টো ধাক্কা লেগেছে অজি শিবিরে ৷ আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে নেই বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক এবং বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷ ক্যামেরন সুস্থ হলেও এখনও বোলিং করার জায়গায় নেই ৷

একদিকে যখন সিরিজ শুরু আগের চোটে জর্জরিত ক্যাঙ্গারুরা, ঠিক উলটো ছবি ভারতীয় শিবিরে ৷ রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তনে লোয়ার মিডল অর্ডারে আরও পোক্ত হচ্ছে ভারতীয় ব্যাটিং ৷ বিশেষ করে ঘরের মাঠে জাদেজার বিগত দিনের পারফরম্যান্স তাই বলছে ৷ এশিয়া কাপ খেলতে গিয়ে দুবাইয়ে টিম বন্ডিং সেশনে চোট পেয়েছিলেন জাদেজা ৷ তারপর তারপর হাঁটুর অস্ত্রোপচার হয় বাঁ-হাতি এই অলরাউন্ডারের ৷ প্রায় 5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাড্ডু ৷

এদিন বিসিসিআই টিভি-তে রবীন্দ্র জাদেজার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় ৷ সেখানে তিনি এনসিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর এই দ্রুত সুস্থ হয়ে ওঠার পিছনে এনসিএ-র কোচ, সাপোর্ট স্টাফ, ট্রেনার, ফিজিও এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান জাদেজা ৷ দিনরাত তাঁকে সুস্থ করার জন্য কাজ করে গিয়েছেন সকলে ৷ আর এসবের পিছনে কড়া নজরদারি রেখেছিলেন এনসিএ চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ৷ জাদেজা জানিয়েছেন, রবিবার ছুটির দিনেও তাঁর জন্য এনসিএ-র ফিজিও এবং ট্রেনাররা কাজ করে গিয়েছেন ৷

আরও পড়ুন: স্ত্রী'কে ফ্রাই প্যান ছুঁড়লেন বিনোদ কাম্বলি, পুলিশে অভিযোগ দায়ের

রবীন্দ্র জাদেজা মাঠে ফিরছেন ৷ সেই সঙ্গে এই মরশুমে লাল বলের ক্রিকেটের প্রথম সিরিজ ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ অজিদের ঘরের মাঠে পরপর দু’টি বর্ডার-গাভাসকর ট্রফি জিতে এসেছে ভারত ৷ এবার ঘরের মাঠে চার ম্যাচের সিরিজ জেতার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা ৷ হিটম্যানের অধিনায়ক হিসেবে এটা সবচেয়ে বড় টেস্ট সিরিজ ৷ পাশাপাশি, এই সিরিজ জয়ের উপর নির্ভর করছে জুলাই মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ৷ সেখানেও কমপক্ষে 2 ম্যাচের ব্যবধানে জয় বাধ্যতামূলক ৷ তাই প্যাট কামিন্সদের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির পারদ আরও চড়বে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু ভারতের, ফিটনেস বাড়াতে দীর্ঘক্ষণ নেটে জাদেজা

নাগপুর, 5 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) শুরুর আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ বাঁ-পায়ের চোটের কারণে নাগপুরে প্রথম টেস্টে নেই অজি মিডিয়াম পেসার জস হ্যাজলউড (Josh Hazlewood to Miss First Test Against India in Nagpur) ৷ তবে, দিল্লি টেস্ট বা বাকি সিরিজে তিনি খেলবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না ৷ তাঁর বদলে প্রথমবার দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন স্কট বোল্যান্ড ৷ তবে এটাই প্রথম নয়, এর আগেই দু’টো ধাক্কা লেগেছে অজি শিবিরে ৷ আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে নেই বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক এবং বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷ ক্যামেরন সুস্থ হলেও এখনও বোলিং করার জায়গায় নেই ৷

একদিকে যখন সিরিজ শুরু আগের চোটে জর্জরিত ক্যাঙ্গারুরা, ঠিক উলটো ছবি ভারতীয় শিবিরে ৷ রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তনে লোয়ার মিডল অর্ডারে আরও পোক্ত হচ্ছে ভারতীয় ব্যাটিং ৷ বিশেষ করে ঘরের মাঠে জাদেজার বিগত দিনের পারফরম্যান্স তাই বলছে ৷ এশিয়া কাপ খেলতে গিয়ে দুবাইয়ে টিম বন্ডিং সেশনে চোট পেয়েছিলেন জাদেজা ৷ তারপর তারপর হাঁটুর অস্ত্রোপচার হয় বাঁ-হাতি এই অলরাউন্ডারের ৷ প্রায় 5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাড্ডু ৷

এদিন বিসিসিআই টিভি-তে রবীন্দ্র জাদেজার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় ৷ সেখানে তিনি এনসিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর এই দ্রুত সুস্থ হয়ে ওঠার পিছনে এনসিএ-র কোচ, সাপোর্ট স্টাফ, ট্রেনার, ফিজিও এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান জাদেজা ৷ দিনরাত তাঁকে সুস্থ করার জন্য কাজ করে গিয়েছেন সকলে ৷ আর এসবের পিছনে কড়া নজরদারি রেখেছিলেন এনসিএ চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ৷ জাদেজা জানিয়েছেন, রবিবার ছুটির দিনেও তাঁর জন্য এনসিএ-র ফিজিও এবং ট্রেনাররা কাজ করে গিয়েছেন ৷

আরও পড়ুন: স্ত্রী'কে ফ্রাই প্যান ছুঁড়লেন বিনোদ কাম্বলি, পুলিশে অভিযোগ দায়ের

রবীন্দ্র জাদেজা মাঠে ফিরছেন ৷ সেই সঙ্গে এই মরশুমে লাল বলের ক্রিকেটের প্রথম সিরিজ ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ অজিদের ঘরের মাঠে পরপর দু’টি বর্ডার-গাভাসকর ট্রফি জিতে এসেছে ভারত ৷ এবার ঘরের মাঠে চার ম্যাচের সিরিজ জেতার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা ৷ হিটম্যানের অধিনায়ক হিসেবে এটা সবচেয়ে বড় টেস্ট সিরিজ ৷ পাশাপাশি, এই সিরিজ জয়ের উপর নির্ভর করছে জুলাই মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ৷ সেখানেও কমপক্ষে 2 ম্যাচের ব্যবধানে জয় বাধ্যতামূলক ৷ তাই প্যাট কামিন্সদের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির পারদ আরও চড়বে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু ভারতের, ফিটনেস বাড়াতে দীর্ঘক্ষণ নেটে জাদেজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.