ETV Bharat / sports

Body Shaming at SCG : ফের কাঠগড়ায় অজি দর্শকরা, এবার স্টোকস এবং বেয়ারস্টোকে কটূক্তি - Body Shaming at SCG

বর্ডার-গাভসকার ট্রফির পর, এ বার অ্যাসেজ (The Ashes 4th Test) ৷ ফের বিপক্ষ দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে কটূক্তি অস্ট্রেলিয়ান দর্শকদের ৷ অভিযোগ তৃতীয়দিনের চা বিরতিতে ড্রেসিং রুমে ফেরার সময় জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে তাঁদের শরীর নিয়ে কটূক্তি করেন একদল অজি সমর্থক (Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd) ৷

Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd
Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd
author img

By

Published : Jan 8, 2022, 4:25 PM IST

সিডনি, 8 জানুয়ারি : বডি শেমিংয়ের শিকার হলেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস ৷ অভিযোগ, সিডনি টেস্টের তৃতীয়দিন চা বিরতিতে ড্রেসিং রুমে ফেরার সময় একদল অস্ট্রেলিয়ান সমর্থক তাঁদের চেহারা নিয়ে কটাক্ষ করেন (Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd) ৷ যার প্রতিবাদও করতে দেখা যায় বেয়ারস্টো এবং স্টোকসকে ৷

ইউটিউবে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ দেখা গিয়েছে, জনি এবং বেন যখন তৃতীয়দিনে ইংল্যান্ডে সম্মানজনক জায়গা নিয়ে গিয়ে চা বিরতিতে ড্রেসিং রুমে ফিরছেন ৷ সেই সময় গ্যালারির কাছে একদল সমর্থক তাঁদের উদ্দেশ্যে কিছু বলছে ৷ তাও সেটা সিডনির মেম্বার্স প্যাভিলিয়ন থেকে ঘটেছে বলে অভিযোগ ৷ যা নিয়ে ম্যাচ শেষে জনি বেয়ারস্টো জানান, তাঁকে এবং বেন স্টোকসকে মোটা বলে কটাক্ষ করা হচ্ছিল ৷

সিডনি টেস্টে সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো জানান, প্রথমে স্টোকসকে নিয়ে মন্তব্য করা হয় ৷ বলা হয়, ‘‘স্টোকস আপনি মোটা ৷’’ এমনকি বেয়ারস্টোকে তাঁর জাম্পার খুলে রাখতে বলেন এক অজি সমর্থক (Body Shaming at SCG) ৷ যার জবাবও দিয়েছিলেন জনি বেয়ারস্টো ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসসিজি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে গোটা বিষয়টিতে ৷ তারা 3 সমর্থককে মাঠ থেকে বের করে দেয় ৷

তবে, ওই অজি সমর্থকদের জবাব দেওয়া জরুরি ছিল বলে জানান বেয়ারস্টো ৷ তিনি বলেন, ‘‘সেখানে খুব বাজে কথা বলা হয়েছিল ৷ যেটা হওয়ার কোনও দরকার ছিল না ৷ আমরা মাঠে নেমে আমাদের কাজটা করি ৷ সেখানে উপস্থিত মানুষ ক্রিকেট উপভোগ করছিল ৷ কিন্তু, দুর্ভাগ্যবশত কয়েকজন তা থেকে বঞ্চিত হলেন ৷’’

আরও পড়ুন : KL Rahul on Virat Kohli : নেটে ফিরেছেন বিরাট, তৃতীয় টেস্টে মাঠেও ফিরছেন; জানালেন লোকেশ রাহুল

বেয়ারস্টোর মতে, সেখানে জবাব না দিলে নিজের প্রতি অন্যায় হত ৷ তিনি বলেন, ‘‘নিজের সমর্থনে দাঁড়ানোটা খুব জরুরি ৷ কারণ আমরা যদি নিজেদের সমর্থনে কথা না বলি, অন্য সেই সুযোগটা নেবে ৷ মানুষ যখন নিজের সীমা অতিক্রম করে, তখন তাঁকে বুঝিয়ে দেওয়া দরকার ৷ তাঁরা শুধু ক্রিকেটের একটা সুন্দর দিনের শেষ দেখা থেকে বঞ্চিত থেকে গেলেন ৷’’

আরও পড়ুন : Richa Ghosh in Women CWC Squad : রিচা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস শিলিগুড়িতে

প্রসঙ্গত, সিডনি টেস্টে জনি বেয়ারস্টোর (158 বলে 113 রান) সেঞ্চুরি এবং বেন স্টোকসের 66 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে 294 রান তোলে ৷ সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে 388 রানের টার্গেট দিয়েছে (The Ashes 4th Test) ৷ তারা দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 265 রান করে ডিক্লেয়ার করে ৷ প্রথম ইনিংসে 137 রান করার পর, দ্বিতীয় ইনিংসেও উসমান খাওয়াজা 101 রানের ইনিংস খেলেন ৷ অ্যাসেজে চতুর্থ অজি ব্যাটার হিসেবে সিডনির মাঠে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন খাওয়াজা ৷ আজ চতুর্থদিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে 30 রান তুলেছে ৷ পঞ্চমদিনে আরও 358 রান করতে হবে ইংল্যান্ডকে ৷ অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখতে হলে ব্রিটিশদের 10 উইকেট তুলতে হবে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের ৷

সিডনি, 8 জানুয়ারি : বডি শেমিংয়ের শিকার হলেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস ৷ অভিযোগ, সিডনি টেস্টের তৃতীয়দিন চা বিরতিতে ড্রেসিং রুমে ফেরার সময় একদল অস্ট্রেলিয়ান সমর্থক তাঁদের চেহারা নিয়ে কটাক্ষ করেন (Jonny Bairstow and Ben Stokes Abused by Section of Crowd) ৷ যার প্রতিবাদও করতে দেখা যায় বেয়ারস্টো এবং স্টোকসকে ৷

ইউটিউবে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ দেখা গিয়েছে, জনি এবং বেন যখন তৃতীয়দিনে ইংল্যান্ডে সম্মানজনক জায়গা নিয়ে গিয়ে চা বিরতিতে ড্রেসিং রুমে ফিরছেন ৷ সেই সময় গ্যালারির কাছে একদল সমর্থক তাঁদের উদ্দেশ্যে কিছু বলছে ৷ তাও সেটা সিডনির মেম্বার্স প্যাভিলিয়ন থেকে ঘটেছে বলে অভিযোগ ৷ যা নিয়ে ম্যাচ শেষে জনি বেয়ারস্টো জানান, তাঁকে এবং বেন স্টোকসকে মোটা বলে কটাক্ষ করা হচ্ছিল ৷

সিডনি টেস্টে সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো জানান, প্রথমে স্টোকসকে নিয়ে মন্তব্য করা হয় ৷ বলা হয়, ‘‘স্টোকস আপনি মোটা ৷’’ এমনকি বেয়ারস্টোকে তাঁর জাম্পার খুলে রাখতে বলেন এক অজি সমর্থক (Body Shaming at SCG) ৷ যার জবাবও দিয়েছিলেন জনি বেয়ারস্টো ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসসিজি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে গোটা বিষয়টিতে ৷ তারা 3 সমর্থককে মাঠ থেকে বের করে দেয় ৷

তবে, ওই অজি সমর্থকদের জবাব দেওয়া জরুরি ছিল বলে জানান বেয়ারস্টো ৷ তিনি বলেন, ‘‘সেখানে খুব বাজে কথা বলা হয়েছিল ৷ যেটা হওয়ার কোনও দরকার ছিল না ৷ আমরা মাঠে নেমে আমাদের কাজটা করি ৷ সেখানে উপস্থিত মানুষ ক্রিকেট উপভোগ করছিল ৷ কিন্তু, দুর্ভাগ্যবশত কয়েকজন তা থেকে বঞ্চিত হলেন ৷’’

আরও পড়ুন : KL Rahul on Virat Kohli : নেটে ফিরেছেন বিরাট, তৃতীয় টেস্টে মাঠেও ফিরছেন; জানালেন লোকেশ রাহুল

বেয়ারস্টোর মতে, সেখানে জবাব না দিলে নিজের প্রতি অন্যায় হত ৷ তিনি বলেন, ‘‘নিজের সমর্থনে দাঁড়ানোটা খুব জরুরি ৷ কারণ আমরা যদি নিজেদের সমর্থনে কথা না বলি, অন্য সেই সুযোগটা নেবে ৷ মানুষ যখন নিজের সীমা অতিক্রম করে, তখন তাঁকে বুঝিয়ে দেওয়া দরকার ৷ তাঁরা শুধু ক্রিকেটের একটা সুন্দর দিনের শেষ দেখা থেকে বঞ্চিত থেকে গেলেন ৷’’

আরও পড়ুন : Richa Ghosh in Women CWC Squad : রিচা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস শিলিগুড়িতে

প্রসঙ্গত, সিডনি টেস্টে জনি বেয়ারস্টোর (158 বলে 113 রান) সেঞ্চুরি এবং বেন স্টোকসের 66 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে 294 রান তোলে ৷ সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে 388 রানের টার্গেট দিয়েছে (The Ashes 4th Test) ৷ তারা দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 265 রান করে ডিক্লেয়ার করে ৷ প্রথম ইনিংসে 137 রান করার পর, দ্বিতীয় ইনিংসেও উসমান খাওয়াজা 101 রানের ইনিংস খেলেন ৷ অ্যাসেজে চতুর্থ অজি ব্যাটার হিসেবে সিডনির মাঠে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন খাওয়াজা ৷ আজ চতুর্থদিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে 30 রান তুলেছে ৷ পঞ্চমদিনে আরও 358 রান করতে হবে ইংল্যান্ডকে ৷ অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখতে হলে ব্রিটিশদের 10 উইকেট তুলতে হবে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.