ETV Bharat / sports

WTC 2021-23: টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রকারী ব্যাটার রুট, উইকেটের তালিকায় 1 নম্বরে লায়ন - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC 2021-23) সর্বোচ্চ রানের তালিকায় এক নম্বরে ইংল্যান্ডের জো রুট ৷ আর বোলারদের তালিকায় সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার নাথন লায়ন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 6, 2023, 1:47 PM IST

কলকাতা, 6 মার্চ: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 সিজন তার শেষ পর্যায়ে চলে এসেছে ৷ এই মুহূর্তে দ্বিতীয় সিজনের শেষ 4 টি ম্যাচ খেলা বাকি ৷ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন ইংল্যান্ডে জো রুট (Joe Root) ৷ এই 2 বছরে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মোট 1915 রান করেছেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথন লায়ন (Nathan Lyon Most Wicket Taker in WTC 2021-23) ৷ তাঁর মোট উইকেট সংখ্যা 80 ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া ৷ ইন্দোরে ভারতকে তৃতীয় টেস্টে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে অজিরা ৷ এই মুহূর্তে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাইংয়ের দৌড়ে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা ৷ যে লড়াই কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত ৷ অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট জিতলেই কোয়ালিফাই করে যাবে রোহিত শর্মার দল ৷ তবে, শ্রীলঙ্কাকে 2 টেস্টের সিরিজ অন্তত 1-0 জিততে হবে বা সিরিজ ড্র করতে হবে ৷ সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের ফলাফলের দিকে নজর রাখতে হবে ৷

একমাত্র ভারত হারলে বা ড্র করলে শ্রীলঙ্কার সুযোগ থাকবে ফাইনালে কোয়ালিফাই করার ৷ কিন্তু, শ্রীলঙ্কার সবচেয়ে বড় বাধা প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ তাও আবার কিউয়িদের ঘরের মাঠে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে হবে শ্রীলঙ্কাকে ৷ ফলে বর্তমান অনভিজ্ঞ শ্রীলঙ্কা দলের পক্ষে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা খুবই কঠিন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: ‘মাস্ট উইন’ আমেদাবাদ টেস্টে দলে ফিরছেন শামি

এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জো রুট ৷ তিনি 1915 রান করেছেন ৷ ইংল্যান্ডের এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ শেষ হয়ে গিয়েছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ তাঁর মোট রান 1527 ৷ 1443 রান করে 3 নম্বরে রয়েছেন মার্নস লাবুশেন ৷ উসমান খোয়াজা 1428 রান করে 4 নম্বর এবং জনি বেয়ার্স্টো 1285 রানে পাঁচ নম্বরে আছেন ৷ বোলারদের তালিকায় 80 উইকেট নিয়ে 1 নম্বরে রয়েছে নাথন লায়ন ৷ দ্বিতীয়স্থানে আছেন কাগিসো রাবাদা ৷ তাঁর উইকেট সংখ্যা 63 ৷ জেমস অ্যান্ডারসন 58 উইকেট নিয়ে 3 নম্বরে, রবিচন্দ্রন অশ্বিন 54 উইকেট নিয়ে 4 নম্বরে রয়েছেন ৷ 5 নম্বরে রয়েছেন ওলি রবিনসন । তাঁর সংগ্রহে আছে 53টি উইকেট ৷

কলকাতা, 6 মার্চ: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 সিজন তার শেষ পর্যায়ে চলে এসেছে ৷ এই মুহূর্তে দ্বিতীয় সিজনের শেষ 4 টি ম্যাচ খেলা বাকি ৷ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন ইংল্যান্ডে জো রুট (Joe Root) ৷ এই 2 বছরে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মোট 1915 রান করেছেন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথন লায়ন (Nathan Lyon Most Wicket Taker in WTC 2021-23) ৷ তাঁর মোট উইকেট সংখ্যা 80 ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া ৷ ইন্দোরে ভারতকে তৃতীয় টেস্টে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে অজিরা ৷ এই মুহূর্তে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাইংয়ের দৌড়ে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা ৷ যে লড়াই কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত ৷ অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট জিতলেই কোয়ালিফাই করে যাবে রোহিত শর্মার দল ৷ তবে, শ্রীলঙ্কাকে 2 টেস্টের সিরিজ অন্তত 1-0 জিততে হবে বা সিরিজ ড্র করতে হবে ৷ সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের ফলাফলের দিকে নজর রাখতে হবে ৷

একমাত্র ভারত হারলে বা ড্র করলে শ্রীলঙ্কার সুযোগ থাকবে ফাইনালে কোয়ালিফাই করার ৷ কিন্তু, শ্রীলঙ্কার সবচেয়ে বড় বাধা প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ তাও আবার কিউয়িদের ঘরের মাঠে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে হবে শ্রীলঙ্কাকে ৷ ফলে বর্তমান অনভিজ্ঞ শ্রীলঙ্কা দলের পক্ষে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা খুবই কঠিন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: ‘মাস্ট উইন’ আমেদাবাদ টেস্টে দলে ফিরছেন শামি

এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জো রুট ৷ তিনি 1915 রান করেছেন ৷ ইংল্যান্ডের এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ শেষ হয়ে গিয়েছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ তাঁর মোট রান 1527 ৷ 1443 রান করে 3 নম্বরে রয়েছেন মার্নস লাবুশেন ৷ উসমান খোয়াজা 1428 রান করে 4 নম্বর এবং জনি বেয়ার্স্টো 1285 রানে পাঁচ নম্বরে আছেন ৷ বোলারদের তালিকায় 80 উইকেট নিয়ে 1 নম্বরে রয়েছে নাথন লায়ন ৷ দ্বিতীয়স্থানে আছেন কাগিসো রাবাদা ৷ তাঁর উইকেট সংখ্যা 63 ৷ জেমস অ্যান্ডারসন 58 উইকেট নিয়ে 3 নম্বরে, রবিচন্দ্রন অশ্বিন 54 উইকেট নিয়ে 4 নম্বরে রয়েছেন ৷ 5 নম্বরে রয়েছেন ওলি রবিনসন । তাঁর সংগ্রহে আছে 53টি উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.