ETV Bharat / sports

Jhulan Goswami : অবসরের আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন - গোলাপি বল টেস্ট

আগের ম্যাচে শেষ ডেলিভারি নো করে 'ভিলেন' হয়েছিলেন ৷ কিন্ত তিনদিনের ব্য়বধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শেষ ওয়ান ডে ম্যাচে অনবদ্য নজির গড়েন ঝুলন গোস্বামী ৷ তবে ক্রিকেটকে গুডবাই জানানোর আগে ডে-নাইট টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান এই বঙ্গ তনয়া ৷

Jhulan Goswami
গোলাপি বল টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন
author img

By

Published : Sep 26, 2021, 5:08 PM IST

Updated : Sep 26, 2021, 5:30 PM IST

ম্যাকে, 26 সেপ্টেম্বর : রবিবার ম্য়াকেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারান মিতালি-ঝুলনরা ৷ সেই সঙ্গে 50 ওভারের ফরম্যাটে 4 বছর পর অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল ৷ বল হাতে দারুণ সফল ঝুলন গোস্বামী ৷ 10 ওভারে মাত্র 37 রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুনে নেন বঙ্গতনয়া ৷

30 সেপ্টেম্বর থেকে অজিদের বিরুদ্ধে একমাত্র ডে-নাইট টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে দিন-রাতের ৷ প্রথমবার ডে-নাইট টেস্ট খেলতে নামছে ভারত ৷ ক্রিকেটকে গুডবাই জানানোর আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন ৷ 38 বছর বয়সি এই বঙ্গতনয়া কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন ৷

এদিন ম্য়াচের পর ঝুলন বলেন, "পিঙ্ক বল টেস্টে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি ৷ ডে-নাইট টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ৷ কিন্তু অবসর নেওয়ার আগে আমি পিঙ্ক বল টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চাই ৷" বল হাতে তিন উইকেট এবং ব্যাট হাতে 8 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ম্য়াচের সেরা হন ঝুলন ৷ সিরিজ হারলেও শেষ ম্য়াচ জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে টেস্টে ম্যাচে নামবেন বলেও জানান প্রাক্তন 'উইমেন ইন ব্লু' ক্য়াপ্টেন ৷

আরও পড়ুন : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা

এদিন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিজয়রথ থামায় ভারত ৷ টানা 26টি ওয়ান ডে জয়ের পর মিতালিদের কাছে থেমে যায় অজি মহিলা ক্রিকেট দলের দৌড় ৷ যায় অন্যতম সাক্ষী দুই বঙ্গতনয়া ৷ দু'দশক আগে ক্রিকেটের নন্দনকাননে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার গর্বকে চূর্ণ করেছিল এক বঙ্গতনয় ৷ 2001 সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার টানা 16টি টেস্ট জয়ের রেকর্ড থামিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৷

ম্যাকে, 26 সেপ্টেম্বর : রবিবার ম্য়াকেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারান মিতালি-ঝুলনরা ৷ সেই সঙ্গে 50 ওভারের ফরম্যাটে 4 বছর পর অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল ৷ বল হাতে দারুণ সফল ঝুলন গোস্বামী ৷ 10 ওভারে মাত্র 37 রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুনে নেন বঙ্গতনয়া ৷

30 সেপ্টেম্বর থেকে অজিদের বিরুদ্ধে একমাত্র ডে-নাইট টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে দিন-রাতের ৷ প্রথমবার ডে-নাইট টেস্ট খেলতে নামছে ভারত ৷ ক্রিকেটকে গুডবাই জানানোর আগে গোলাপি বলে টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চান ঝুলন ৷ 38 বছর বয়সি এই বঙ্গতনয়া কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন ৷

এদিন ম্য়াচের পর ঝুলন বলেন, "পিঙ্ক বল টেস্টে মাঠে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি ৷ ডে-নাইট টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ৷ কিন্তু অবসর নেওয়ার আগে আমি পিঙ্ক বল টেস্টের অভিজ্ঞতা অর্জন করতে চাই ৷" বল হাতে তিন উইকেট এবং ব্যাট হাতে 8 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ম্য়াচের সেরা হন ঝুলন ৷ সিরিজ হারলেও শেষ ম্য়াচ জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে টেস্টে ম্যাচে নামবেন বলেও জানান প্রাক্তন 'উইমেন ইন ব্লু' ক্য়াপ্টেন ৷

আরও পড়ুন : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা

এদিন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিজয়রথ থামায় ভারত ৷ টানা 26টি ওয়ান ডে জয়ের পর মিতালিদের কাছে থেমে যায় অজি মহিলা ক্রিকেট দলের দৌড় ৷ যায় অন্যতম সাক্ষী দুই বঙ্গতনয়া ৷ দু'দশক আগে ক্রিকেটের নন্দনকাননে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার গর্বকে চূর্ণ করেছিল এক বঙ্গতনয় ৷ 2001 সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার টানা 16টি টেস্ট জয়ের রেকর্ড থামিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ৷

Last Updated : Sep 26, 2021, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.