ETV Bharat / sports

IND vs SL DN Test : বুমরার পাঁচ উইকেট, একশো পেরিয়েই গুটিয়ে গেল শ্রীলঙ্কা - Shreyas Iyer scores highest 92 runs for India

পাঁচ উইকেট নিলেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা (Jasprit Bumrah takes first five-wicket haul on home soil) ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক 43 রান অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৷ এছাড়া বুমরা-শামি-অশ্বিনদের সামনে দু'অঙ্কের ঘরে পৌঁছলেন মাত্র দুই সিংহলী ব্যাটার ৷

IND vs SL DN Test
বুমরার পাঁচ উইকেট, একশো পেরিয়েই গুটিয়ে গেল শ্রীলঙ্কা
author img

By

Published : Mar 13, 2022, 3:05 PM IST

Updated : Mar 13, 2022, 3:37 PM IST

বেঙ্গালুরু, 13 মার্চ : তারকাখোচিত ভারতের ব্যাটিং লাইন-আপকে 252 রানে গুটিয়ে দিলেও বেঙ্গালুরু টেস্টে তার ফায়দা তুলতে ব্যর্থ শ্রীলঙ্কা ৷ দিমুথ করুণারত্নের দল প্রথম ইনিংসে যে খুব বেশি দূর এগোতে পারবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই ৷ 86 রানে 6 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল দ্বীপরাষ্ট্র ৷ ভারতীয় পেসারদের দাপটে গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি চার উইকেট খোয়াল তারা ৷ 109 রানে শেষ হল সফরকারী দলের প্রথম ইনিংস (Sri Lanka all out for 109 runs in the first innings) ৷ দ্বিতীয় দিন আর মাত্র 23 রান যোগ করতে সক্ষম হল শ্রীলঙ্কা ৷

পাঁচ উইকেট সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah takes first five-wicket haul on home soil) ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক 43 রান অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৷ এছাড়া বুমরা-শামি-অশ্বিনদের সামনে দু'অঙ্কের ঘরে পৌঁছলেন মাত্র দুই সিংহলী ব্যাটার ৷ দেশের মাটিতে বুমরার প্রথম পাঁচ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ৷ একাদশে প্রত্যাবর্তন করা অক্ষর প্যাটেল নিলেন একটি উইকেট ৷

আরও পড়ুন : ভারত-শ্রীলঙ্কা গোলাপি টেস্টের প্রথম দিন পড়ল 16 উইকেট

শ্রেয়স আইয়ারের 92 রানের সৌজন্যে শনিবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোনওক্রমে আড়াইশো পেরোয় ভারতীয় দল (Shreyas Iyer scores highest 92 runs for India) ৷ তবে স্কোরবোর্ডে কম রান তুলেও বোলারদের ডানায় ভর করে প্রথমদিনই চালকের আসনে বসে যায় রোহিতের ভারত ৷ শনিবার সারাদিনে চিন্নাস্বামীতে 16টি উইকেটের পতন হয় ৷ 143 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ঘাড়ে যত বেশি সম্ভব রানের বোঝা চাপানোই লক্ষ্য ভারতীয় ব্যাটারদের ৷

বেঙ্গালুরু, 13 মার্চ : তারকাখোচিত ভারতের ব্যাটিং লাইন-আপকে 252 রানে গুটিয়ে দিলেও বেঙ্গালুরু টেস্টে তার ফায়দা তুলতে ব্যর্থ শ্রীলঙ্কা ৷ দিমুথ করুণারত্নের দল প্রথম ইনিংসে যে খুব বেশি দূর এগোতে পারবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই ৷ 86 রানে 6 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল দ্বীপরাষ্ট্র ৷ ভারতীয় পেসারদের দাপটে গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বাকি চার উইকেট খোয়াল তারা ৷ 109 রানে শেষ হল সফরকারী দলের প্রথম ইনিংস (Sri Lanka all out for 109 runs in the first innings) ৷ দ্বিতীয় দিন আর মাত্র 23 রান যোগ করতে সক্ষম হল শ্রীলঙ্কা ৷

পাঁচ উইকেট সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah takes first five-wicket haul on home soil) ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক 43 রান অ্যাঞ্জেলো ম্যাথিউজের ৷ এছাড়া বুমরা-শামি-অশ্বিনদের সামনে দু'অঙ্কের ঘরে পৌঁছলেন মাত্র দুই সিংহলী ব্যাটার ৷ দেশের মাটিতে বুমরার প্রথম পাঁচ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ৷ একাদশে প্রত্যাবর্তন করা অক্ষর প্যাটেল নিলেন একটি উইকেট ৷

আরও পড়ুন : ভারত-শ্রীলঙ্কা গোলাপি টেস্টের প্রথম দিন পড়ল 16 উইকেট

শ্রেয়স আইয়ারের 92 রানের সৌজন্যে শনিবার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোনওক্রমে আড়াইশো পেরোয় ভারতীয় দল (Shreyas Iyer scores highest 92 runs for India) ৷ তবে স্কোরবোর্ডে কম রান তুলেও বোলারদের ডানায় ভর করে প্রথমদিনই চালকের আসনে বসে যায় রোহিতের ভারত ৷ শনিবার সারাদিনে চিন্নাস্বামীতে 16টি উইকেটের পতন হয় ৷ 143 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ঘাড়ে যত বেশি সম্ভব রানের বোঝা চাপানোই লক্ষ্য ভারতীয় ব্যাটারদের ৷

Last Updated : Mar 13, 2022, 3:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.