ETV Bharat / sports

Jasprit Bumrah Ruled Out: বড় ধাক্কা রোহিতদের, পিঠের চোটে বিশ্বকাপে নেই বুমরা - Jasprit Bumrah Ruled Out

নতুন করে পিঠের চোটে বিশ্বকাপ শেষ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah ruled out of T20 World Cup) ৷ গুজরাত পেসারকে ছাড়াই বিশ্বকাপগামী বিমানে উঠতে হবে রোহিত অ্যান্ড কোম্পানিকে ৷ সংবাদসংস্থা পিটিআই-কে (PTI) জানিয়েছে বোর্ডের এক বিশ্বস্ত সূত্র ৷

Etv Bharat
পিঠের চোটে বিশ্বকাপ শেষ বুমরার
author img

By

Published : Sep 29, 2022, 3:21 PM IST

Updated : Sep 29, 2022, 4:10 PM IST

মুম্বই, 29 সেপ্টেম্বর: পিঠের চোট সারিয়ে ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন ৷ আগামী মাসে অজিভূমে শুরু হতে চলা কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) বোলিং বিভাগের দায়িত্ব সামলানোর কথা ছিল তাঁরই ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ নতুন করে পিঠের চোটে বিশ্বকাপ শেষ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah ruled out of T20 World Cup) ৷ গুজরাত পেসারকে ছাড়াই বিশ্বকাপগামী বিমানে উঠতে হবে রোহিত অ্যান্ড কোম্পানিকে ৷ যা মেগা ইভেন্টের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য ৷

বিসিসিআই থেকে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা না-করা হলেও বোর্ডের বিশ্বস্ত সূত্রে এমনই দাবি করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই'কে (PTI) ওই সূত্র জানিয়েছে, পিঠে মারাত্মক চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা ৷ উল্লেখ্য, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে সরে যাওয়ার পরেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে ৷ সেই উদ্বেগ যেন সত্যি হয়ে দেখা দিল এদিন ৷

বুধবার ম্যাচ শুরুর আগে বিসিসিআই জানায়, মঙ্গলবার প্র্যাকটিস সেশনে পিঠে নতুন করে চোট পেয়েছেন বুমরা ৷ আপাতত দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ বিসিসিআই তাদের মেডিক্যাল টিম এবং এনসিও-র সঙ্গে কথা বলে বুমরার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল ৷ প্রয়োজনে অস্ত্রোপচারের কথাও ভাবা হচ্ছিল স্পিডস্টারের পিঠে ৷ সেই সম্ভাবনাই সম্ভবত বাস্তবায়িত হতে চলেছে ৷

  • Jasprit Bumrah out of T20 World Cup with back stress fracture: BCCI sources

    — Press Trust of India (@PTI_News) September 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টি-20 ব়্যাঙ্কিংয়ে সূর্যোদয়, ক্রমতালিকায় উঠলেন রোহিত-বিরাট

কারণ, বিসিসিআই সূত্র সংবাদসংস্থার কাছে দাবি করেছে যে, বুমরাকে ছ'মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৷ গুজরাত পেসারের পরিবর্তে বিশ্বকাপগামী দলে প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হল মহম্মদ শামির (Mohammed Shami) ৷ যাঁকে 'স্ট্যান্ডবাই' হিসেবে রাখা হয়েছিল ৷ সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে দীপক চাহারের (Deepak Chahar) অন্তর্ভুক্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ৷ যদিও সবটাই নির্ভর করছে বোর্ডের অফিসিয়াল ঘোষণার উপর ৷

মুম্বই, 29 সেপ্টেম্বর: পিঠের চোট সারিয়ে ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন ৷ আগামী মাসে অজিভূমে শুরু হতে চলা কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) বোলিং বিভাগের দায়িত্ব সামলানোর কথা ছিল তাঁরই ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ নতুন করে পিঠের চোটে বিশ্বকাপ শেষ জসপ্রীত বুমরার (Jasprit Bumrah ruled out of T20 World Cup) ৷ গুজরাত পেসারকে ছাড়াই বিশ্বকাপগামী বিমানে উঠতে হবে রোহিত অ্যান্ড কোম্পানিকে ৷ যা মেগা ইভেন্টের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য ৷

বিসিসিআই থেকে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা না-করা হলেও বোর্ডের বিশ্বস্ত সূত্রে এমনই দাবি করা হয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই'কে (PTI) ওই সূত্র জানিয়েছে, পিঠে মারাত্মক চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা ৷ উল্লেখ্য, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে সরে যাওয়ার পরেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে ৷ সেই উদ্বেগ যেন সত্যি হয়ে দেখা দিল এদিন ৷

বুধবার ম্যাচ শুরুর আগে বিসিসিআই জানায়, মঙ্গলবার প্র্যাকটিস সেশনে পিঠে নতুন করে চোট পেয়েছেন বুমরা ৷ আপাতত দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ বিসিসিআই তাদের মেডিক্যাল টিম এবং এনসিও-র সঙ্গে কথা বলে বুমরার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল ৷ প্রয়োজনে অস্ত্রোপচারের কথাও ভাবা হচ্ছিল স্পিডস্টারের পিঠে ৷ সেই সম্ভাবনাই সম্ভবত বাস্তবায়িত হতে চলেছে ৷

  • Jasprit Bumrah out of T20 World Cup with back stress fracture: BCCI sources

    — Press Trust of India (@PTI_News) September 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টি-20 ব়্যাঙ্কিংয়ে সূর্যোদয়, ক্রমতালিকায় উঠলেন রোহিত-বিরাট

কারণ, বিসিসিআই সূত্র সংবাদসংস্থার কাছে দাবি করেছে যে, বুমরাকে ছ'মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৷ গুজরাত পেসারের পরিবর্তে বিশ্বকাপগামী দলে প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হল মহম্মদ শামির (Mohammed Shami) ৷ যাঁকে 'স্ট্যান্ডবাই' হিসেবে রাখা হয়েছিল ৷ সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে দীপক চাহারের (Deepak Chahar) অন্তর্ভুক্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ৷ যদিও সবটাই নির্ভর করছে বোর্ডের অফিসিয়াল ঘোষণার উপর ৷

Last Updated : Sep 29, 2022, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.