মুম্বই, 28 ফেব্রুয়ারি: আশংকাই সত্যি হল শেষমেশ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বাড়িয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন পিঠের চোটে কাহিল জসপ্রীত বুমরা ৷ মঙ্গলবার বিসিসিআই-এর এক সূত্র স্পিডস্টারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছে (Jasprit Bumrah ruled out of IPL 2023 due to back injury) ৷ এখানেই শেষ নয় ৷ উৎকণ্ঠা বাড়িয়ে সূত্রটি জানিয়েছে, বাইশ গজে ফিরতে আরও 6 মাস লেগে যেতে পারে গুজরাত পেসারের ৷
বোর্ডের সূত্রের দেওয়া খবর যদি সত্যি হয়, তাহলে তা দুঃসংবাদ টিম ইন্ডিয়ার জন্যও ৷ সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করলেও বুমরার সার্ভিস পাবে না ৷ তবে জাতীয় দলের পেসারের পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি সূত্রটি ৷ বোর্ডের সূত্র বলেছে, "বুমরার মাঠে ফিরতে আরও ছ'মাস লেগে যেতে পারে ৷ অর্থাৎ, আসন্ন আইপিএলে অংশ নেওয়া হচ্ছে না বুমরার ৷" অবস্থা যদি তার থেকেও খারাপ হয়, সেক্ষেত্রে চলতি বছরের শেষদিকে ঘরের মাঠে তাঁর বিশ্বকাপে অংশ নেওয়া ঘিরে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাবে ৷
গত টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নাম থাকলেও মাঠে নামতে পারেননি গুজরাত পেসার ৷ তার আগে পিঠের চোটে এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে হয়েছিল বুমরাকে ৷ যদিও গতবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ তবে জাতীয় দলের জার্সিতে 2022 সালে মাত্র পাঁচটি টেস্ট, পাঁচটি ওয়ান-ডে এবং সমসংখ্যক টি-20 খেলেছিলেন তিনি ৷
আরও পড়ুন: বাকি দু'টি টেস্টে গিলকে একাদশে দেখতে চান শাস্ত্রী
আগামী 31 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ষষ্ঠদশ সংস্করণ ৷ বছরের পর বছর ধরে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সাফল্য অনেকাংশে নির্ভর করেছে জসপ্রীত বুমরার পারফরম্যান্সের উপর ৷ তাই গুজরাত পেসারের ছিটকে যাওয়া রোহিত শর্মার দলের জন্য বড় ধাক্কা ৷ একইভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরার অভাব ভুগতে হতে পারে টিম ইন্ডিয়াকে ৷