ETV Bharat / sports

Jasprit Bumrah: ওভাল টেস্টের দুরন্ত পারফরম্যান্সে প্রথম দশে বুমরা - Ind vs Eng

কেনিংটন ওভালে চতুর্থ টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে ভারত ৷ টিম ইন্ডিয়ার এই জয়ের অন্যতম কারিগর ছিলেন জসপ্রীত বুমরা ৷ পঞ্চম দিনে তাঁর দ্বিতীয় স্পেল এখনও আলোচনার কেন্দ্রে।

Jasprit Bumrah
Jasprit Bumrah
author img

By

Published : Sep 8, 2021, 3:29 PM IST

Updated : Sep 8, 2021, 3:59 PM IST

দুবাই, 8 সেপ্টেম্বর : ওভাল টেস্টে দুই ইনিংসে 8 উইকেট নিয়ে ভারতের জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ সিরিজে এখনও পর্যন্ত তাঁর দখলে রয়েছে মোট 18টি উইকেট ৷ ওভাল টেস্টের শেষ দিন লাঞ্চের পর তাঁর আগুন বোলিংয়ে ছারখার হয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ 6 ওভারে তিনটি মেডেন-সহ মাত্র 6 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের পথ দেখান বুমরা ৷

দুরন্ত এই পারফরম্যান্সের ফলে আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিয়ে 9 নম্বরে উঠে এলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার ৷ তাঁর রেটিং পয়েন্ট 771 ৷ তবে ভারতীয় বোলারদের মধ্যে বুমরা ছাড়া প্রথম দশে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 831 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতীয় দলের এই অফ-স্পিনার ৷ তবে 908 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন অজি পেসার প্যাট কামিন্স ৷

আরও পড়ুন: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ

ইংল্যান্ডের আবহাওয়ায় বুমরার রিভার্স সুইং নজর কেড়েছে বিশেষজ্ঞদের ৷ রিভার্স সুইংয়ের আবিষ্কর্তা প্রাক্তন পাক পেসার সরফরাজ নওয়াজও বুমরার বোলিংয়ে মুগ্ধ ৷ সরফরাজের হাত ধরে রিভার্স সুইং শিখেছিলেন ইমরান খান ৷ রিভার্স সুইংয়ের জনক ওভালের বুমরার ওই স্পেলে মুগ্ধ ৷ ওভালের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়ে সিরিজে এখনও পর্যন্ত 18টি উইকেটে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা ৷ আর 21টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ইংরেজ পেসার ওলি রবিনসন ৷

আরও পড়ুন: নাইটদের প্লে-অফে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিকে

ওভালের পারফরম্যান্সে বুমরা এগোলেও দু'ধাপ পিছিয়ে গেলেন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন ৷ 794 রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন কিংবদন্তি ইংল্যান্ড বোলার ৷ তবে ওভাল টেস্টে দলে ফিরে 7 উইকেট নিয়ে অল-রাউন্ডার ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়েন ক্রিস ওকস ৷

দুবাই, 8 সেপ্টেম্বর : ওভাল টেস্টে দুই ইনিংসে 8 উইকেট নিয়ে ভারতের জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ সিরিজে এখনও পর্যন্ত তাঁর দখলে রয়েছে মোট 18টি উইকেট ৷ ওভাল টেস্টের শেষ দিন লাঞ্চের পর তাঁর আগুন বোলিংয়ে ছারখার হয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ 6 ওভারে তিনটি মেডেন-সহ মাত্র 6 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে ভারতকে জয়ের পথ দেখান বুমরা ৷

দুরন্ত এই পারফরম্যান্সের ফলে আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিয়ে 9 নম্বরে উঠে এলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার ৷ তাঁর রেটিং পয়েন্ট 771 ৷ তবে ভারতীয় বোলারদের মধ্যে বুমরা ছাড়া প্রথম দশে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 831 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতীয় দলের এই অফ-স্পিনার ৷ তবে 908 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন অজি পেসার প্যাট কামিন্স ৷

আরও পড়ুন: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ

ইংল্যান্ডের আবহাওয়ায় বুমরার রিভার্স সুইং নজর কেড়েছে বিশেষজ্ঞদের ৷ রিভার্স সুইংয়ের আবিষ্কর্তা প্রাক্তন পাক পেসার সরফরাজ নওয়াজও বুমরার বোলিংয়ে মুগ্ধ ৷ সরফরাজের হাত ধরে রিভার্স সুইং শিখেছিলেন ইমরান খান ৷ রিভার্স সুইংয়ের জনক ওভালের বুমরার ওই স্পেলে মুগ্ধ ৷ ওভালের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়ে সিরিজে এখনও পর্যন্ত 18টি উইকেটে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা ৷ আর 21টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ইংরেজ পেসার ওলি রবিনসন ৷

আরও পড়ুন: নাইটদের প্লে-অফে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিকে

ওভালের পারফরম্যান্সে বুমরা এগোলেও দু'ধাপ পিছিয়ে গেলেন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন ৷ 794 রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন কিংবদন্তি ইংল্যান্ড বোলার ৷ তবে ওভাল টেস্টে দলে ফিরে 7 উইকেট নিয়ে অল-রাউন্ডার ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়েন ক্রিস ওকস ৷

Last Updated : Sep 8, 2021, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.