ETV Bharat / sports

Shreyas Iyer: চোটের জেরে কেরিয়ার শেষ হওয়ার ভয় প্রতিনিয়ত তাড়া করত, দলে ফিরে প্রতিক্রিয়া শ্রেয়সের - Shreyas Iyer Shares His Days Befor Surgery

Shreyas Iyer Talks to BCCI TV: কতটা ভয়াবহ ছিল অস্ত্রোপচারের আগের দিনগুলি ? সেই অভিজ্ঞতাই এবার বিসিসিআই টিভির মাধ্যমে অনুরাগীদের জানালেন শ্রেয়স আইয়ার ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 6:33 AM IST

Updated : Aug 28, 2023, 9:23 AM IST

বেঙ্গালুরু, 27 অগস্ট: কেরিয়ার শেষ হয়ে যেতে পারে ৷ সেই ভয় সবসময় তাড়া করে বেড়াত শ্রেয়স আইয়ারকে ৷ অস্ত্রোপচারের পরেও একটা সময় পিঠের ব্যথা তাঁর সঙ্গ ছাড়েনি ৷ সবসময় কষ্ট পেতে হত ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন এই ভারতীয় ক্রিকেটার ৷ এই পিঠের চোটের কারণেই অস্ট্রেলিয়া সিরিজের পর ক্রিকেট থেকেই দূরে রয়েছেন তিনি ৷ তবে, চোট সারিয়ে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে কামব্যাক করছেন ৷

  • A journey of excruciating pain, patience and recovery 👏👏@ShreyasIyer15 highlights the contributions of trainer Rajini and Nitin Patel at the NCA in his inspirational comeback from injury 👌👌 - By @RajalArora #TeamIndia | @VVSLaxman281

    Full interview 🎥🔽

    — BCCI (@BCCI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রেয়স জানালেন, অস্ত্রোপচারের আগে পিঠের চোট তাঁকে খুবই কষ্ট দিত ৷ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন, তা ভাষায় বোঝাতে পারবেন না ৷ তবে, সেই চোট পর্ব কাটিয়ে এবার ক্রিকেটে তথা ভারতীয় দলে ফেরার পালা 28 বছরের শ্রেয়সের ৷ এই ফিরে আসার ক্ষেত্রেও খুবই সতর্ক ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ জানালেন, খুব বুঝে শুনে ধাপে ধাপে এগোচ্ছেন ৷

সেই যন্ত্রণার অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "নির্দিষ্টভাবে বলতে গেলে, আমার স্নায়ু আটকে যেত ৷ মূলত স্লিপ ডিস্কের সমস্যা দেখা দিয়েছিল ৷ যা স্নায়ুকে সংকুচিত করে দিত এবং সেই যন্ত্রণা আমার শরীর থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যেত ৷ আর সেই মুহূর্তটা খুবই ভয়াবহ ছিল আমার জন্য ৷ আমি ব্যথায় গুটিয়ে যেতাম ৷ আমি সেই মুহূর্তটিকে ঠিক করে বোঝাতেও পারব না, ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি ৷ আর সেই সময় আমার মনে হত, বাকিদের সঙ্গে আমি কীভাবে যোগাযোগ করব, কথা বলব ৷"

শ্রেয়স জানান, একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যখন তিনি বুঝতে পারেন, অস্ত্রোপচার ছাড়া তাঁর পক্ষে সুস্থ হওয়া কখনই সম্ভব নয় ৷ তাঁর কথায়, "আমি বুঝতে পেরেছিলাম অস্ত্রোপচার ছাড়া আর গতি নেই ৷ আর সেই সময় ফিজিও এবং বিশেষজ্ঞরাও অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷"

আরও পড়ুন: দেশে ফিরে বাবা-মা’কে জাতীয় দলের জার্সি উপহার রিঙ্কুর

অস্ত্রোপচারের পর শ্রেয়স দু’দিন লন্ডনের হাসপাতালে ভরতি ছিলেন ৷ সেখান থেকে ছাড়া পেয়ে ব্যথা কমা পর্যন্ত বাড়িতেই বিশ্রামে ছিলেন ৷ প্রায় 10 দিন প্রয়োজন ছাড়া বিছানা থেকে পর্যন্ত ওঠেননি ৷ এই দীর্ঘ কঠিন সময়ে ভারতীয় দলের সতীর্থরা পাশেই ছিলেন ৷ এখন তিনি পুরোপুরি সুস্থ ৷ তাই এশিয়া কাপে নিজেকে উজার করে দিতে চান ৷ বিশেষত, বিশ্বকাপের আগে যতগুলি ম্যাচ রয়েছে, সেখানে নিজেকে তৈরি করতে চান শ্রেয়স ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

বেঙ্গালুরু, 27 অগস্ট: কেরিয়ার শেষ হয়ে যেতে পারে ৷ সেই ভয় সবসময় তাড়া করে বেড়াত শ্রেয়স আইয়ারকে ৷ অস্ত্রোপচারের পরেও একটা সময় পিঠের ব্যথা তাঁর সঙ্গ ছাড়েনি ৷ সবসময় কষ্ট পেতে হত ৷ বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন এই ভারতীয় ক্রিকেটার ৷ এই পিঠের চোটের কারণেই অস্ট্রেলিয়া সিরিজের পর ক্রিকেট থেকেই দূরে রয়েছেন তিনি ৷ তবে, চোট সারিয়ে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে কামব্যাক করছেন ৷

  • A journey of excruciating pain, patience and recovery 👏👏@ShreyasIyer15 highlights the contributions of trainer Rajini and Nitin Patel at the NCA in his inspirational comeback from injury 👌👌 - By @RajalArora #TeamIndia | @VVSLaxman281

    Full interview 🎥🔽

    — BCCI (@BCCI) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রেয়স জানালেন, অস্ত্রোপচারের আগে পিঠের চোট তাঁকে খুবই কষ্ট দিত ৷ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন, তা ভাষায় বোঝাতে পারবেন না ৷ তবে, সেই চোট পর্ব কাটিয়ে এবার ক্রিকেটে তথা ভারতীয় দলে ফেরার পালা 28 বছরের শ্রেয়সের ৷ এই ফিরে আসার ক্ষেত্রেও খুবই সতর্ক ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ জানালেন, খুব বুঝে শুনে ধাপে ধাপে এগোচ্ছেন ৷

সেই যন্ত্রণার অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "নির্দিষ্টভাবে বলতে গেলে, আমার স্নায়ু আটকে যেত ৷ মূলত স্লিপ ডিস্কের সমস্যা দেখা দিয়েছিল ৷ যা স্নায়ুকে সংকুচিত করে দিত এবং সেই যন্ত্রণা আমার শরীর থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যেত ৷ আর সেই মুহূর্তটা খুবই ভয়াবহ ছিল আমার জন্য ৷ আমি ব্যথায় গুটিয়ে যেতাম ৷ আমি সেই মুহূর্তটিকে ঠিক করে বোঝাতেও পারব না, ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি ৷ আর সেই সময় আমার মনে হত, বাকিদের সঙ্গে আমি কীভাবে যোগাযোগ করব, কথা বলব ৷"

শ্রেয়স জানান, একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যখন তিনি বুঝতে পারেন, অস্ত্রোপচার ছাড়া তাঁর পক্ষে সুস্থ হওয়া কখনই সম্ভব নয় ৷ তাঁর কথায়, "আমি বুঝতে পেরেছিলাম অস্ত্রোপচার ছাড়া আর গতি নেই ৷ আর সেই সময় ফিজিও এবং বিশেষজ্ঞরাও অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷"

আরও পড়ুন: দেশে ফিরে বাবা-মা’কে জাতীয় দলের জার্সি উপহার রিঙ্কুর

অস্ত্রোপচারের পর শ্রেয়স দু’দিন লন্ডনের হাসপাতালে ভরতি ছিলেন ৷ সেখান থেকে ছাড়া পেয়ে ব্যথা কমা পর্যন্ত বাড়িতেই বিশ্রামে ছিলেন ৷ প্রায় 10 দিন প্রয়োজন ছাড়া বিছানা থেকে পর্যন্ত ওঠেননি ৷ এই দীর্ঘ কঠিন সময়ে ভারতীয় দলের সতীর্থরা পাশেই ছিলেন ৷ এখন তিনি পুরোপুরি সুস্থ ৷ তাই এশিয়া কাপে নিজেকে উজার করে দিতে চান ৷ বিশেষত, বিশ্বকাপের আগে যতগুলি ম্যাচ রয়েছে, সেখানে নিজেকে তৈরি করতে চান শ্রেয়স ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Aug 28, 2023, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.