ETV Bharat / sports

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার ঈশানের, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের

Ishan Kishan Withdraws from Test Series: গোড়ালির চোটে শনিবার ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি ৷ পরদিন ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সফরে আসন্ন লাল বলের সিরিজ থেকে নাম তুলে নিলেন স্টাম্পার-ব্যাটার ঈশান কিষাণ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:09 PM IST

মুম্বই, 17 ডিসেম্বর: স্পিডস্টার মহম্মদ শামিকে যে পাওয়া যাবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবার ৷ পরদিন অর্থাৎ, রবিবার নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টাম্পার-ব্যাটার ঈশান কিষাণ ৷ পরিবর্ত হিসেবে শ্রীকর ভরতের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এক বিজ্ঞপ্তিতে রবিবার একথা জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷

ঝাড়খণ্ড ক্রিকেটার নিজেই বোর্ডের থেকে বিরতি চেয়ে নিয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই ৷ বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, "ব্যক্তিগত কারণে ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে বিরতি চেয়ে নিয়েছেন ৷ ফলত উইকেটরক্ষকের নাম টেস্ট স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ পরিবর্ত হিসেবে নির্বাচক কমিটি কেএস ভরতকে বেছে নিয়েছে ৷"

চলতি বছরের গোড়ার দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্টে আত্মপ্রকাশ করা ভরত এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ যদিও ব্যাটিং কিংবা কিপিং, কোনও বিভাগেই সেই অর্থে নির্বাচকদের নজর কাড়তে পারেননি অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার ৷ তুলনায় 2টি টেস্ট খেলা ঈশান অনেক বেশি আস্থা অর্জন করতে পেরেছেন ৷ আর সেই কারণে প্রাথমিকভাবে রেনবো নেশনে টেস্ট স্কোয়াডে সুযোগ করে নিয়েছিলেন ধোনির রাজ্যের ক্রিকেটার ৷ কিন্তু ব্যক্তিগত কারণে ঈশান নাম প্রত্যাহার করে নেওয়ায় কেএল রাহুলই যে উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন, সে ব্যাপারে নিশ্চিত ৷

দক্ষিণ আফ্রিকার মাটিতে দু'ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে'তে ৷ সেঞ্চুরিয়নের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপটাউনে শুরু হবে আগামী 3 জানুয়ারি ৷

একনজরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমন, যশস্বী, বিরাট, শ্রেয়স, রুতুরাজ, রাহুল (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, শার্দূল, সিরাজ, মুকেশ, বুমরা (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ এবং ভরত (উইকেটরক্ষক) ৷

আরও পড়ুন:

  1. জো'বার্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়, আর্শ-আবেশ জোড়া ফলায় 116 রানে শেষ প্রোটিয়ারা
  2. দীপ্তির ঘূর্ণিতে পর্যুদস্ত ব্রিটিশ প্রমিলা বাহিনী, ঘরের মাটিতে বড় রানে জয়ী হরমনপ্রীতরা
  3. টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার

মুম্বই, 17 ডিসেম্বর: স্পিডস্টার মহম্মদ শামিকে যে পাওয়া যাবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবার ৷ পরদিন অর্থাৎ, রবিবার নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টাম্পার-ব্যাটার ঈশান কিষাণ ৷ পরিবর্ত হিসেবে শ্রীকর ভরতের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এক বিজ্ঞপ্তিতে রবিবার একথা জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷

ঝাড়খণ্ড ক্রিকেটার নিজেই বোর্ডের থেকে বিরতি চেয়ে নিয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই ৷ বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, "ব্যক্তিগত কারণে ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে বিরতি চেয়ে নিয়েছেন ৷ ফলত উইকেটরক্ষকের নাম টেস্ট স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ পরিবর্ত হিসেবে নির্বাচক কমিটি কেএস ভরতকে বেছে নিয়েছে ৷"

চলতি বছরের গোড়ার দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্টে আত্মপ্রকাশ করা ভরত এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ যদিও ব্যাটিং কিংবা কিপিং, কোনও বিভাগেই সেই অর্থে নির্বাচকদের নজর কাড়তে পারেননি অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার ৷ তুলনায় 2টি টেস্ট খেলা ঈশান অনেক বেশি আস্থা অর্জন করতে পেরেছেন ৷ আর সেই কারণে প্রাথমিকভাবে রেনবো নেশনে টেস্ট স্কোয়াডে সুযোগ করে নিয়েছিলেন ধোনির রাজ্যের ক্রিকেটার ৷ কিন্তু ব্যক্তিগত কারণে ঈশান নাম প্রত্যাহার করে নেওয়ায় কেএল রাহুলই যে উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন, সে ব্যাপারে নিশ্চিত ৷

দক্ষিণ আফ্রিকার মাটিতে দু'ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে'তে ৷ সেঞ্চুরিয়নের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপটাউনে শুরু হবে আগামী 3 জানুয়ারি ৷

একনজরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমন, যশস্বী, বিরাট, শ্রেয়স, রুতুরাজ, রাহুল (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, শার্দূল, সিরাজ, মুকেশ, বুমরা (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ এবং ভরত (উইকেটরক্ষক) ৷

আরও পড়ুন:

  1. জো'বার্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়, আর্শ-আবেশ জোড়া ফলায় 116 রানে শেষ প্রোটিয়ারা
  2. দীপ্তির ঘূর্ণিতে পর্যুদস্ত ব্রিটিশ প্রমিলা বাহিনী, ঘরের মাটিতে বড় রানে জয়ী হরমনপ্রীতরা
  3. টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.