মুম্বই, 17 ডিসেম্বর: স্পিডস্টার মহম্মদ শামিকে যে পাওয়া যাবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবার ৷ পরদিন অর্থাৎ, রবিবার নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টাম্পার-ব্যাটার ঈশান কিষাণ ৷ পরিবর্ত হিসেবে শ্রীকর ভরতের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এক বিজ্ঞপ্তিতে রবিবার একথা জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে ৷
ঝাড়খণ্ড ক্রিকেটার নিজেই বোর্ডের থেকে বিরতি চেয়ে নিয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই ৷ বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, "ব্যক্তিগত কারণে ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে বিরতি চেয়ে নিয়েছেন ৷ ফলত উইকেটরক্ষকের নাম টেস্ট স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ পরিবর্ত হিসেবে নির্বাচক কমিটি কেএস ভরতকে বেছে নিয়েছে ৷"
চলতি বছরের গোড়ার দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্টে আত্মপ্রকাশ করা ভরত এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ যদিও ব্যাটিং কিংবা কিপিং, কোনও বিভাগেই সেই অর্থে নির্বাচকদের নজর কাড়তে পারেননি অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার ৷ তুলনায় 2টি টেস্ট খেলা ঈশান অনেক বেশি আস্থা অর্জন করতে পেরেছেন ৷ আর সেই কারণে প্রাথমিকভাবে রেনবো নেশনে টেস্ট স্কোয়াডে সুযোগ করে নিয়েছিলেন ধোনির রাজ্যের ক্রিকেটার ৷ কিন্তু ব্যক্তিগত কারণে ঈশান নাম প্রত্যাহার করে নেওয়ায় কেএল রাহুলই যে উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন, সে ব্যাপারে নিশ্চিত ৷
দক্ষিণ আফ্রিকার মাটিতে দু'ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে'তে ৷ সেঞ্চুরিয়নের পর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপটাউনে শুরু হবে আগামী 3 জানুয়ারি ৷
একনজরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমন, যশস্বী, বিরাট, শ্রেয়স, রুতুরাজ, রাহুল (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, শার্দূল, সিরাজ, মুকেশ, বুমরা (সহ-অধিনায়ক), প্রসিদ্ধ এবং ভরত (উইকেটরক্ষক) ৷
আরও পড়ুন: