হায়দরাবাদ, 3 অক্টোবর: এশিয়া কাপের মঞ্চে শতরান হাঁকিয়ে বিশ্বকাপের প্রাক্কালে যতই ফর্মে ফেরার বার্তা দিক কান্নুর লোকেশ রাহুল, কাপযুদ্ধের লড়াইয়ে উইকেটের পিছনে একজন নিয়মিত উইকেটরক্ষককেই চাইছেন নয়ন মোঙ্গিয়া ৷ সেক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ ঈশান কিষাণ ৷ আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্ট শুরুর কয়েকঘণ্টা আগে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার জার্সিতে প্রায় দেড়শো ওয়ান-ডে খেলা প্রাক্তন স্টাম্পার-ব্যাটার ৷
দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে হট ফেভারিট ভারত ৷ অনুরাগীরে চাইছেন ভারতের ক্যাবিনেটে আইসিসি ট্রফির খরা কেটে 2011 ফিরে আসুক ৷ স্বভাবতই টুর্নামেন্ট শুরুর আগে এখন চর্চার বিষয় দলের পারমুটেশন-কম্বিনেশন ৷ সেই বিষয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়েই নিয়মিত উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষাণকে একাদশে দেখার ইচ্ছেপ্রকাশ করলেন মোঙ্গিয়া ৷ একইসঙ্গে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে প্রত্যাশার চাপ নিতে বারণ করলেন তিনি ৷
মোঙ্গিয়া বলেন, "দলে অবশ্যই একজন নিয়মিত উইকেটরক্ষক থাকা দরকার ৷ সেক্ষেত্রে আমার পছন্দ ঈশান কিষাণ ৷ কারণ, বোবাররা এতে অনেক বেশি আত্মবিশ্বাস পাবে ৷ কিষাণ একজন ভালো বাঁ-হাতি ব্যাটারও বটে ৷ তবে আমার মনে হয় দু'জনেই (রাহুল এবং ঈশান) দলে থাকলে তা বিপদে সাহায্য করবে ৷" প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, "বিশ্বকাপ জিততে হলে সকলকেই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ৷ দলে আগ্রাসী ব্যাটার, অলরাউন্ডার এবং কোয়ালিটি বোলার রয়েছে ৷ ভারতকে ম্য়াচ ধরে ধরে ভাবতে হবে এবং আমি সকলকে প্রত্যাশার চাপ নিতে বারণ করব ৷"
আরও পড়ুন: বোলাররা সকলেই 'উইকেট-টেকার', বিশ্বকাপের আগে ভারতীয় দলের শক্তি-সন্ধানে মোরে
ভারতের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে ওয়ান ডে'তে 155টি শিকারের মালিক বলেন, "ভারত ঘরের মাটিতে তাদের জনসমর্থনের সামনে খেলবে ৷ এই বিষয়গুলো ভারতীয় দলের পক্ষে যাবে ৷ তাই 2011-র পর আবারও ট্রফি জয়ের শক্তিশালী দাবিদার তারা ৷" ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা নিয়ে প্রশ্ন করা হলে অনুরাগীদের প্রতি মোঙ্গিয়ার অনুরোধ, যুদ্ধ হিসেবে নয়; আর পাঁচটা খেলার চোখেই দেখুন এই ম্যাচকে ৷ পাশাপাশি রবি অশ্বিন, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা সমৃদ্ধ ভারতের স্পিন আক্রমণেরও বাড়তি প্রশংসা শোনা গিয়েছে মোঙ্গিয়ার গলায় ৷