ETV Bharat / sports

Ishan Kishan Ruled Out : হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান - হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় ম্যাচে নেই ইশান

সিরিজ জয় নিশ্চিত করার পর রবিবাসরীয় ধরমশালায় দ্বীপরাষ্ট্রকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া (India to paly the third T20 against SL today) ৷ তৃতীয় ম্যাচে দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে বলে আভাস দিয়েছেন দলনায়ক রোহিত শর্মা ৷

Ishan Kishan Ruled Out
হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান
author img

By

Published : Feb 27, 2022, 5:42 PM IST

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান কিষান (Ishan Kishan Ruled Out From Third T20 Against Sri Lanka) ৷ শনিবার লাহিরু কুমারার বাউন্সার সজোরে এসে আঘাত করে ভারতীয় ওপেনারের হেলমেটে ৷ এরপর ব্যাটিং চালিয়ে গেলেও ম্য়াচের পর বাঁ-হাতি ব্যাটারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ যদিও পুরোটাই আগাম সতর্কতা হিসেবে ৷ এরপর রবিবার সকালে হাসপাতাল থেকে ঝাড়খণ্ড ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হলেও ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় ম্যানেজমেন্ট ৷ নতুন করে ইশানের কোনও কনকাশন লক্ষণ পরিলক্ষিত হয় কি না, নজর রাখবে বিসিসিআই ৷

রবিবার বিকেলে এক বিবৃতিতে ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে ৷ বিবৃতিতে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছে, ইশান কিষানের সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক থাকলেও আপাতত দলের চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছে সে ৷ বিসিসিআই মেডিক্যাল টিম কড়া পর্যবেক্ষণে রেখেছে তাঁকে ৷ এই নিয়ে সিরিজ চলাকালীন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে গেলেন ইশান ৷ শনিবার সকালে হাতের চোটে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড় ৷

আরও পড়ুন : Ishan Kishan hospitalized : ম্যাচ চলাকালীন মাথায় চোট, হাসপাতালে ইশান

এদিকে সিরিজ জয় নিশ্চিত করার পর রবিবাসরীয় ধরমশালায় দ্বীপরাষ্ট্রকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া (India to paly the third T20 against SL today) ৷ তৃতীয় ম্যাচে দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে বলে আভাস দিয়েছেন দলনায়ক রোহিত শর্মা ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলে অধিনায়ক হিসেবে চারটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের নজির গড়বেন 'হিটম্যান' ৷ সেক্ষেত্রে সামনে থাকবেন কেবল প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ (5) ৷

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান কিষান (Ishan Kishan Ruled Out From Third T20 Against Sri Lanka) ৷ শনিবার লাহিরু কুমারার বাউন্সার সজোরে এসে আঘাত করে ভারতীয় ওপেনারের হেলমেটে ৷ এরপর ব্যাটিং চালিয়ে গেলেও ম্য়াচের পর বাঁ-হাতি ব্যাটারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ যদিও পুরোটাই আগাম সতর্কতা হিসেবে ৷ এরপর রবিবার সকালে হাসপাতাল থেকে ঝাড়খণ্ড ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হলেও ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় ম্যানেজমেন্ট ৷ নতুন করে ইশানের কোনও কনকাশন লক্ষণ পরিলক্ষিত হয় কি না, নজর রাখবে বিসিসিআই ৷

রবিবার বিকেলে এক বিবৃতিতে ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে ৷ বিবৃতিতে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছে, ইশান কিষানের সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক থাকলেও আপাতত দলের চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছে সে ৷ বিসিসিআই মেডিক্যাল টিম কড়া পর্যবেক্ষণে রেখেছে তাঁকে ৷ এই নিয়ে সিরিজ চলাকালীন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ছিটকে গেলেন ইশান ৷ শনিবার সকালে হাতের চোটে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড় ৷

আরও পড়ুন : Ishan Kishan hospitalized : ম্যাচ চলাকালীন মাথায় চোট, হাসপাতালে ইশান

এদিকে সিরিজ জয় নিশ্চিত করার পর রবিবাসরীয় ধরমশালায় দ্বীপরাষ্ট্রকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া (India to paly the third T20 against SL today) ৷ তৃতীয় ম্যাচে দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে বলে আভাস দিয়েছেন দলনায়ক রোহিত শর্মা ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলে অধিনায়ক হিসেবে চারটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের নজির গড়বেন 'হিটম্যান' ৷ সেক্ষেত্রে সামনে থাকবেন কেবল প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ (5) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.