ধরমশালা, 27 ফেব্রুয়ারি : মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটার ইশান কিষাণ (Ishan kishan head injury) ৷ হিমাচল প্রদেশের কাংড়ে জেলার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হয়েছে ৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ইশান ৷
শনিবার ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে মাথায় আঘাত পান ইশান ৷ লাহিরু কুমারের বল তাঁর হেলমেটে গিয়ে লাগে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি ৷ এরপর বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি ৷ প্রথম টি-20-তে 89 রানের বিধ্বংসী ইনিংস খেলা ইশান এদিন মাত্র 14 বলে 16 রান করে আউট হন ৷ তারপরই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ ফিল্ডিং করার সময় আঙুলের চোট লাগায় শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমলকেও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
যদিও ইশানের চোট নিয়ে এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ৷ তবে আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ স্ক্যানের রিপোর্ট হাতে আসার পরই হয়ত বোর্ডের তরফে বিবৃতি দেওয়া হবে ৷ ভারতীয় ওপেনারের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা ৷
আরও পড়ুন : IND vs SL 2nd T20I : শ্রেয়স-জাদেজার ব্যাটিং বিস্ফোরণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার
শনিবার শ্রেয়স আইয়ার-রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছে ভারত ৷ এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-20 সিরিজ পকেটে পুরেছে মেন ইন ব্লু ৷ ম্যাচে অপরাজিত 74 রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার ৷