ETV Bharat / sports

Ishan Kishan Uses Rishabh Pant Bat: ঋষভের দেওয়া ব্যাটে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি, বন্ধুকে ধন্যবাদ ঈশানের - ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্ট

Ishan Kishan Uses Rishabh Pant Bat in 2nd Test Against West Indies: গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভের জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন ৷ রবিবার পোর্ট অফ স্পেনের মাঠে হাফ সেঞ্চুরির শটেও সেই ঋষভের ছায়া ঈশান কিষাণের মধ্যে ৷

Ishan Uses Rishabh Bat ETV BHARAT
Ishan Uses Rishabh Bat
author img

By

Published : Jul 24, 2023, 1:15 PM IST

পোর্ট অফ স্পেন, 24 জুলাই: টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ ৷ আর তাও আবার ছক্কা হাঁকিয়ে ৷ কিন্তু, এটা তেমন কোনও বড় ব্যাপার নয় মর্ডান ডে ক্রিকেটে ৷ আলোচনার কেন্দ্রে লং অনের উপর দিয়ে একহাতে মারা ঈশানের ছক্কা ৷ যা মনে করিয়ে দিল ঋষভ পন্তকে ৷ শুধু ঋষভের কায়দায় ছয় মেরে হাফ সেঞ্চুরি তাই শুধু নয় ৷ হাফ সেঞ্চুরি করলেন যে ব্যাট দিয়ে সেটিও ঋষভ পন্তের ৷ এসজি ব্যাটের স্টিকারের নিচে ইংরেজি অক্ষরে লেখা ‘আরপি17’ ৷ যা ঋষভ নিজের ব্যাটে লিখে রাখতেন ৷ চতুর্থ দিনের খেলা শেষে, সেই রহস্যও ভেদ করলেন ঈশান ৷

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ঈশান জানালেন, ওয়েস্ট ইন্ডিজে আসার আগে তিনি এনসিএ-তে গিয়েছিলেন ৷ সেখানে ঋষভের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ৷ তখন ঈশানের ব্যাটিং স্টান্সের কিছু সমস্যা ঠিক করতে সাহায্য করেছিলেন ঋষভ ৷ আর সেখানেই নিজের ব্যাট ঈশানকে দিয়েছিলেন ঋষভ পন্ত ৷ তবে, শুধু ব্যাট রহস্যভেদ করলেন না ঈশান ৷ জানালেন এনসিএ-তে রিহ্যাবে থাকা ঋষভ তাঁকে ব্যাটিং স্টান্স নিয়েও পরামর্শ দিয়েছিলেন ৷ সেই পরামর্শ মেনেই এদিন টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরিটা করলেন ঝাড়খণ্ডের এই তরুণ ৷

তাই অনুর্ধ্ব-19 এর সময় থেকে অভিন্ন হৃদয় বন্ধুর সঙ্গে নিজের সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিলেন ৷ ধন্যবাদ জানালেন ঋষভ পন্তকে ৷ ঈশান বলেন, ‘‘আমি এখানে আসার আগে এনসিএ-তে গিয়েছিলাম প্রস্তুতির জন্য ৷ ওখানে ঋষভও ছিল, ওর রিহ্যাবের জন্য ৷ সেখানেই ও আমার ব্যাট পজিশন নিয়ে কিছু পরামর্শ দেয় ৷ ওর মনে হয়েছিল আমার ব্যাটের পজিশন ঠিক থাকছে না ৷ আসলে আমরা অনুর্ধ্ব-19 এর সময় থেকে একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছিল ৷ আমরা একে অপরের খেলা সম্পর্কে জানি ৷ তাই ওর সেই মূল্য়বান উপদেশগুলি আমাকে সাহায্য করেছে ৷ এর জন্য ঋষভকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুন: মুকেশের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিংয়ে খুশি কোচ মামব্রে

চতুর্থদিনের সকালে প্রথম একঘণ্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি 5 উইকেট ফেলে দেন মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমার ৷ মাত্র 7.4 ওভারে 26 রানের মধ্যে বাকি 5 উইকেট ফেলে দেয় ভারত ৷ ওয়েস্ট ইন্ডিজ মাত্র 255 রানে অল-আউট হয়ে যায় ৷ কেরিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট নেন সিরাজ ৷ ভারত প্রথম ইনিংসে 183 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ৷ সেখানে অধিনায়ক রোহিত শর্মার 44 বলে 57 এবং ঈশান কিষাণের 34 বলে অপরাজিত 52 রানের ইনিংসের সুবাদে ভারত 2 উইকেট হারিয়ে 181 রান তোলে ৷

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

বৃষ্টিবিঘ্নিত চতুর্থদিনে ওয়েস্ট ইন্ডিজকে ভারত 365 রানের টার্গেট দিয়েছে ৷ যা তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা 2 উইকেট হারিয়ে 76 রান তুলেছে ৷ দু’টি উইকেটই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ শেষদিনে ভারতকে জয়ের জন্য বাকি 8 উইকেট তুলতে হবে ৷ হাতে রয়েছে 289 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের তেজনারায়ণ চন্দ্রপল (24) এবং জার্মেইন ব্ল্যাকউড (20) ক্রিজে রয়েছে ৷ পঞ্চমদিনে বৃষ্টি না-হলে 98 ওভার খেলা হওয়ার কথা ৷

পোর্ট অফ স্পেন, 24 জুলাই: টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করলেন ঈশান কিষাণ ৷ আর তাও আবার ছক্কা হাঁকিয়ে ৷ কিন্তু, এটা তেমন কোনও বড় ব্যাপার নয় মর্ডান ডে ক্রিকেটে ৷ আলোচনার কেন্দ্রে লং অনের উপর দিয়ে একহাতে মারা ঈশানের ছক্কা ৷ যা মনে করিয়ে দিল ঋষভ পন্তকে ৷ শুধু ঋষভের কায়দায় ছয় মেরে হাফ সেঞ্চুরি তাই শুধু নয় ৷ হাফ সেঞ্চুরি করলেন যে ব্যাট দিয়ে সেটিও ঋষভ পন্তের ৷ এসজি ব্যাটের স্টিকারের নিচে ইংরেজি অক্ষরে লেখা ‘আরপি17’ ৷ যা ঋষভ নিজের ব্যাটে লিখে রাখতেন ৷ চতুর্থ দিনের খেলা শেষে, সেই রহস্যও ভেদ করলেন ঈশান ৷

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ঈশান জানালেন, ওয়েস্ট ইন্ডিজে আসার আগে তিনি এনসিএ-তে গিয়েছিলেন ৷ সেখানে ঋষভের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ৷ তখন ঈশানের ব্যাটিং স্টান্সের কিছু সমস্যা ঠিক করতে সাহায্য করেছিলেন ঋষভ ৷ আর সেখানেই নিজের ব্যাট ঈশানকে দিয়েছিলেন ঋষভ পন্ত ৷ তবে, শুধু ব্যাট রহস্যভেদ করলেন না ঈশান ৷ জানালেন এনসিএ-তে রিহ্যাবে থাকা ঋষভ তাঁকে ব্যাটিং স্টান্স নিয়েও পরামর্শ দিয়েছিলেন ৷ সেই পরামর্শ মেনেই এদিন টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরিটা করলেন ঝাড়খণ্ডের এই তরুণ ৷

তাই অনুর্ধ্ব-19 এর সময় থেকে অভিন্ন হৃদয় বন্ধুর সঙ্গে নিজের সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিলেন ৷ ধন্যবাদ জানালেন ঋষভ পন্তকে ৷ ঈশান বলেন, ‘‘আমি এখানে আসার আগে এনসিএ-তে গিয়েছিলাম প্রস্তুতির জন্য ৷ ওখানে ঋষভও ছিল, ওর রিহ্যাবের জন্য ৷ সেখানেই ও আমার ব্যাট পজিশন নিয়ে কিছু পরামর্শ দেয় ৷ ওর মনে হয়েছিল আমার ব্যাটের পজিশন ঠিক থাকছে না ৷ আসলে আমরা অনুর্ধ্ব-19 এর সময় থেকে একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছিল ৷ আমরা একে অপরের খেলা সম্পর্কে জানি ৷ তাই ওর সেই মূল্য়বান উপদেশগুলি আমাকে সাহায্য করেছে ৷ এর জন্য ঋষভকে ধন্যবাদ ৷’’

আরও পড়ুন: মুকেশের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিংয়ে খুশি কোচ মামব্রে

চতুর্থদিনের সকালে প্রথম একঘণ্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি 5 উইকেট ফেলে দেন মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমার ৷ মাত্র 7.4 ওভারে 26 রানের মধ্যে বাকি 5 উইকেট ফেলে দেয় ভারত ৷ ওয়েস্ট ইন্ডিজ মাত্র 255 রানে অল-আউট হয়ে যায় ৷ কেরিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট নেন সিরাজ ৷ ভারত প্রথম ইনিংসে 183 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ৷ সেখানে অধিনায়ক রোহিত শর্মার 44 বলে 57 এবং ঈশান কিষাণের 34 বলে অপরাজিত 52 রানের ইনিংসের সুবাদে ভারত 2 উইকেট হারিয়ে 181 রান তোলে ৷

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

বৃষ্টিবিঘ্নিত চতুর্থদিনে ওয়েস্ট ইন্ডিজকে ভারত 365 রানের টার্গেট দিয়েছে ৷ যা তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা 2 উইকেট হারিয়ে 76 রান তুলেছে ৷ দু’টি উইকেটই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ শেষদিনে ভারতকে জয়ের জন্য বাকি 8 উইকেট তুলতে হবে ৷ হাতে রয়েছে 289 রান ৷ ওয়েস্ট ইন্ডিজের তেজনারায়ণ চন্দ্রপল (24) এবং জার্মেইন ব্ল্যাকউড (20) ক্রিজে রয়েছে ৷ পঞ্চমদিনে বৃষ্টি না-হলে 98 ওভার খেলা হওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.