ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: জেমিসনকে নেটে খেলার ফন্দি বিরাটের, না বললেন কিউয়ি পেসার - আরসিবি অলরাউন্ডার ড্যান ক্রিস্টান

আরসিবি অলরাউন্ডার ড্যান ক্রিস্টান উল্লেখ করলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুশীলনের জন্য দুটি ডিউক বল এনেছেন কাইল জেমিসন ৷ ইংল্যান্ডের সাউদাম্পটনে 18 জুন এই ডিউক বলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হবে ৷

কাইল জেমিসন
কাইল জেমিসন
author img

By

Published : Apr 29, 2021, 4:11 PM IST

আমেদাবাদ, 29 এপ্রিল : হাতে মাত্র কয়েক মাস ৷ তারপর টেস্ট ক্রিকেটের মেগা শো ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ আর কিউয়ি দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন আইপিএলে ৷ তেমনই কাইল জেমিসন ৷ খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৷ আর সেই দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের কাইল জেমিসনের বিরুদ্ধে খেলার আগে, নেটে তাঁর বিরুদ্ধে অনুশীলন করতে চান বিরাট ৷ তাই বারবার করে মিনতি করলেন কাইলের কাছে ৷ তবে এতে অবশ্য চিড়ে ভেজেনি ৷ বিরাটের বিরুদ্ধে বল করলেন না কাইল ৷

আরসিবি অলরাউন্ডার ড্যান ক্রিস্টান উল্লেখ করলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুশীলনের জন্য দুটি ডিউক বল এনেছেন কাইল জেমিসন ৷ ইংল্যান্ডের সাউদাম্পটনে 18 জুন এই ডিউক বলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হবে ৷

ক্রিস্টান বলেন, বিরাট ডিউক বলে জেমিসনকে খেলতে চেয়েছিল ৷ তবে সে ফাঁদে পা দেননি জেমিসন ৷

ক্রিস্টান বলেন, ‘‘ প্রথম সপ্তাহে আমরা তিনজন এখানে বসেছিলাম ৷ তখন বিরাট বলেন-

বিরাট : জেমি ( কাইল জেমিসন ) তুমি ডিউক বলে অনুশীলন করেছো ? স্টাফরা এই কথাগুলি বলছিল ৷

জেমি বলে : হ্যাঁ, আমি দুটি বল এখানে এনেছি ৷ আমি ইংল্যান্ড যাওয়ার আগে প্রস্তুত হয়ে যেতে চাই ৷

বিরাট : ওহ ! তুমি চাইলে আমার বিপক্ষে নেটে বল করতেই পারো ৷ আমি তোমার বিরুদ্ধে খেললে আরও খুশি হব ৷

তাৎক্ষণিক জেমি বলে ওঠে, কখনই না ৷ আমি তোমাকে বোলিং করব না ৷

আরও পড়ুন : চলতি আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন

ভারতের শেষ নিউজ়িল্যান্ড সফরে বিরাট কোহলি সহ ভারতীয় ব্য়াটসম্য়ানদের সমস্যায় ফেলেছিলেন জেমিসন ৷ তারপরই আইপিএলে বিপুল পরিমাণ অর্থে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেন তিনি ৷

আমেদাবাদ, 29 এপ্রিল : হাতে মাত্র কয়েক মাস ৷ তারপর টেস্ট ক্রিকেটের মেগা শো ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ আর কিউয়ি দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন আইপিএলে ৷ তেমনই কাইল জেমিসন ৷ খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৷ আর সেই দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের কাইল জেমিসনের বিরুদ্ধে খেলার আগে, নেটে তাঁর বিরুদ্ধে অনুশীলন করতে চান বিরাট ৷ তাই বারবার করে মিনতি করলেন কাইলের কাছে ৷ তবে এতে অবশ্য চিড়ে ভেজেনি ৷ বিরাটের বিরুদ্ধে বল করলেন না কাইল ৷

আরসিবি অলরাউন্ডার ড্যান ক্রিস্টান উল্লেখ করলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুশীলনের জন্য দুটি ডিউক বল এনেছেন কাইল জেমিসন ৷ ইংল্যান্ডের সাউদাম্পটনে 18 জুন এই ডিউক বলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হবে ৷

ক্রিস্টান বলেন, বিরাট ডিউক বলে জেমিসনকে খেলতে চেয়েছিল ৷ তবে সে ফাঁদে পা দেননি জেমিসন ৷

ক্রিস্টান বলেন, ‘‘ প্রথম সপ্তাহে আমরা তিনজন এখানে বসেছিলাম ৷ তখন বিরাট বলেন-

বিরাট : জেমি ( কাইল জেমিসন ) তুমি ডিউক বলে অনুশীলন করেছো ? স্টাফরা এই কথাগুলি বলছিল ৷

জেমি বলে : হ্যাঁ, আমি দুটি বল এখানে এনেছি ৷ আমি ইংল্যান্ড যাওয়ার আগে প্রস্তুত হয়ে যেতে চাই ৷

বিরাট : ওহ ! তুমি চাইলে আমার বিপক্ষে নেটে বল করতেই পারো ৷ আমি তোমার বিরুদ্ধে খেললে আরও খুশি হব ৷

তাৎক্ষণিক জেমি বলে ওঠে, কখনই না ৷ আমি তোমাকে বোলিং করব না ৷

আরও পড়ুন : চলতি আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন

ভারতের শেষ নিউজ়িল্যান্ড সফরে বিরাট কোহলি সহ ভারতীয় ব্য়াটসম্য়ানদের সমস্যায় ফেলেছিলেন জেমিসন ৷ তারপরই আইপিএলে বিপুল পরিমাণ অর্থে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.