ETV Bharat / sports

Wriddhiman Saha: রাহুলের চোট কি ভারতীয় দলে আবার সুপারম্যান হওয়ার সুযোগ দেবে ঋদ্ধিকে ! - ঋদ্ধিমান সাহা

সম্প্রতি আইপিএলের ম্যাচে চোট পেয়েছেন কে এল রাহুল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে ৷ সেই জায়গায় সুযোগ পেতে পারেন ঋদ্ধিমান সাহা ৷

Wriddhiman Saha
Wriddhiman Saha
author img

By

Published : May 4, 2023, 5:23 PM IST

Updated : May 4, 2023, 5:30 PM IST

কলকাতা, 4 মে: আইপিএলের আলোয় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে বাড়ছে চোটের অন্ধকার । জশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন । এবার আশঙ্কা তৈরি হয়েছে কে এল রাহুলকে নিয়েও ৷ তিনি যদি জুন মাসের প্রথম সপ্তাহে ওভালের ফাইনালের দল থেকে ছিটকে যান, সেই জায়গা কে পূরণ করবেন, তা নিয়েই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে ৷

রাহুলকে যেহেতু দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই তিনি না থাকলে আঠারো মাস পর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে ঋদ্ধিমান সাহার ৷ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ঋদ্ধিকে আবার ভারতীয় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন ৷ তাঁর মতে, ঋদ্ধিমান অন্যতম সেরা উইকেটরক্ষক । এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আসার দাবিদার ।

কিন্তু আদৌ কি তা হবে ? সুপারম্যান সাহা কি আবার ফিরবেন ভারতীয় দলে ? ক্রিকেট মহল মনে করছে, এমনটা হওয়া অস্বাভাবিক নয় ৷ কারণ, 2021 এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে বিরাট কোহলির ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ৷ এবার রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ তাঁদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত ৷ এই পরিস্থিতিতে তাই দল গঠনে বিশেষ নজর গোড়া থেকেই রয়েছে বোর্ডের ৷

মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার নেই ৷ সেই জায়গায় খেলবেন অজিঙ্কে রাহানে ৷ কে এল রাহুলকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তিনি যদি যেতে না পারেন, সেক্ষেত্রে উইকেটকিপার কাউকে নিয়ে যেতে হবে ৷ তাই প্রাসঙ্গিক হয়ে উঠছেন বাঙালি উইকেট রক্ষক ৷ কেন প্রাসঙ্গিক হয়ে উঠছেন ঋদ্ধি ? সেই ব্যাখ্যাই করেছেন আরেক বাঙালি কিপার (প্রাক্তন) সম্বরণ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, টেস্ট ম্যাচে উইকেটরক্ষার জন্য দক্ষতা প্রয়োজন । যা এখন ঋদ্ধিমানের রয়েছে । তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একজন উইকেটরক্ষকের ওপর ভরসা করে মাঠে নামা ঝুঁকির ।

কিন্তু ঋদ্ধি নিজে কী ভাবছেন ? দিন কয়েক আগে গুজরাত টাইটান্সের হয়ে কলকাতায় আইপিএলের ম্যাচ খেলতে এসেছিলেন এই বাঙালি উইকেটরক্ষক ব্যাটার ৷ তখন ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেছিলেন, “আমি প্রথমে একজন উইকেটরক্ষক ৷ তারপরে ব্যাটার । এই মুহূর্তে আমি আইপিএল খেলছি । সেখানেই মনসংযোগ করতে চাই ।” আর চলতি আইপিএলে তাঁর পারফরম্যান্স কিন্তু এখনও পর্যন্ত মন্দ নয় ৷ 9 ম্যাচে করেছেন 151 রান ৷ 6টি ক্যাচ নিয়েছেন ৷ স্ট্যাম্পিং করেছেন একটি ৷ বিশেষ করে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে মহম্মদ শামির বলে মণীশ পাণ্ডের ক্যাচ প্রথম স্লিপে উড়ে গিয়ে ধরেছেন । যে ক্যাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ।

2021 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান । পরে তিনি বাদ পড়ে যান ৷ তাঁর বাদ পড়ার পেছনে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের অনিচ্ছা কাজ করেছিল । কোচ রাহুল দ্রাবিড় ভবিষ্যতের কথা ভেবে ঋদ্ধিমানকে বাইরে রাখার কথা জানিয়েছিলেন । যদিও সেই সময় নির্বাচকরা বলেছিলেন ঋদ্ধিমানের দরজা বন্ধ নয় । ভালো পারফরম্যান্স করলে প্রত্যাবর্তন সম্ভব, সেটাও জানানো হয়েছিল । এখন পরিস্থিতি বদল হয়েছে । উইকেটের পিছনে ঋদ্ধি আজও একইরকম দক্ষ । সেই বিচারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেটের পিছনে কি আবার দেখা যাবে সুপারম্যান সাহাকে ? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

কলকাতা, 4 মে: আইপিএলের আলোয় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে বাড়ছে চোটের অন্ধকার । জশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন । এবার আশঙ্কা তৈরি হয়েছে কে এল রাহুলকে নিয়েও ৷ তিনি যদি জুন মাসের প্রথম সপ্তাহে ওভালের ফাইনালের দল থেকে ছিটকে যান, সেই জায়গা কে পূরণ করবেন, তা নিয়েই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে ৷

রাহুলকে যেহেতু দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই তিনি না থাকলে আঠারো মাস পর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে ঋদ্ধিমান সাহার ৷ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও ঋদ্ধিকে আবার ভারতীয় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন ৷ তাঁর মতে, ঋদ্ধিমান অন্যতম সেরা উইকেটরক্ষক । এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আসার দাবিদার ।

কিন্তু আদৌ কি তা হবে ? সুপারম্যান সাহা কি আবার ফিরবেন ভারতীয় দলে ? ক্রিকেট মহল মনে করছে, এমনটা হওয়া অস্বাভাবিক নয় ৷ কারণ, 2021 এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে বিরাট কোহলির ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ৷ এবার রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ তাঁদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত ৷ এই পরিস্থিতিতে তাই দল গঠনে বিশেষ নজর গোড়া থেকেই রয়েছে বোর্ডের ৷

মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার নেই ৷ সেই জায়গায় খেলবেন অজিঙ্কে রাহানে ৷ কে এল রাহুলকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তিনি যদি যেতে না পারেন, সেক্ষেত্রে উইকেটকিপার কাউকে নিয়ে যেতে হবে ৷ তাই প্রাসঙ্গিক হয়ে উঠছেন বাঙালি উইকেট রক্ষক ৷ কেন প্রাসঙ্গিক হয়ে উঠছেন ঋদ্ধি ? সেই ব্যাখ্যাই করেছেন আরেক বাঙালি কিপার (প্রাক্তন) সম্বরণ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, টেস্ট ম্যাচে উইকেটরক্ষার জন্য দক্ষতা প্রয়োজন । যা এখন ঋদ্ধিমানের রয়েছে । তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একজন উইকেটরক্ষকের ওপর ভরসা করে মাঠে নামা ঝুঁকির ।

কিন্তু ঋদ্ধি নিজে কী ভাবছেন ? দিন কয়েক আগে গুজরাত টাইটান্সের হয়ে কলকাতায় আইপিএলের ম্যাচ খেলতে এসেছিলেন এই বাঙালি উইকেটরক্ষক ব্যাটার ৷ তখন ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেছিলেন, “আমি প্রথমে একজন উইকেটরক্ষক ৷ তারপরে ব্যাটার । এই মুহূর্তে আমি আইপিএল খেলছি । সেখানেই মনসংযোগ করতে চাই ।” আর চলতি আইপিএলে তাঁর পারফরম্যান্স কিন্তু এখনও পর্যন্ত মন্দ নয় ৷ 9 ম্যাচে করেছেন 151 রান ৷ 6টি ক্যাচ নিয়েছেন ৷ স্ট্যাম্পিং করেছেন একটি ৷ বিশেষ করে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে মহম্মদ শামির বলে মণীশ পাণ্ডের ক্যাচ প্রথম স্লিপে উড়ে গিয়ে ধরেছেন । যে ক্যাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ।

2021 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান । পরে তিনি বাদ পড়ে যান ৷ তাঁর বাদ পড়ার পেছনে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের অনিচ্ছা কাজ করেছিল । কোচ রাহুল দ্রাবিড় ভবিষ্যতের কথা ভেবে ঋদ্ধিমানকে বাইরে রাখার কথা জানিয়েছিলেন । যদিও সেই সময় নির্বাচকরা বলেছিলেন ঋদ্ধিমানের দরজা বন্ধ নয় । ভালো পারফরম্যান্স করলে প্রত্যাবর্তন সম্ভব, সেটাও জানানো হয়েছিল । এখন পরিস্থিতি বদল হয়েছে । উইকেটের পিছনে ঋদ্ধি আজও একইরকম দক্ষ । সেই বিচারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেটের পিছনে কি আবার দেখা যাবে সুপারম্যান সাহাকে ? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

Last Updated : May 4, 2023, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.