নয়াদিল্লি, 21 মে: আইপিএল মানেই বিনোদন ৷ তা সে মাঠেই হোক বা মাঠের বাইরে ৷ শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেও সেরকমই একটি মুহূর্ত উঠে এল ৷ সৌজন্যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ দিল্লির ব্যাটিং চলাকালীন ওয়ার্নারকে জাদেজার তলোয়ারবাজির স্টাইল নকল করতে দেখা যায় ৷ আর সেই নিয়েই সোশাল মিডিয়ায় সমর্থকদের কাছে অজি ক্রিকেটারের প্রশ্ন, কারটা সেরা ? সেই মজার মুহূর্তের ভিডিয়োটি শেয়ারও করেছেন ডেভিড ওয়ার্নার ৷
আইপিএলের লিগ পর্যায় অনেক আগেই ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ শনিবার দুপুরে অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামে তারা ৷ সেখানেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এক মজার মুহূর্তে দর্শকদের উপহার দেন ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার ৷ ইনিংসের পঞ্চম ওভারে দীপক চাহারের স্লোয়ার মিস টাইম হয় তাঁর ব্যাটে ৷ কিন্তু, তার পরেও একটি ঝুঁকিপূর্ণ রান নেন তিনি এবং ফিল সল্ট ৷
এক্সট্রা কভার থেকে মইন আলি ঠিকঠাক থ্রো করলে, ওয়ার্নার নিশ্চিতভাবে আউট ছিলেন ৷ কিন্তু, বল উইকেট মিস করে উলটোদিকে থাকা অজিঙ্ক রাহানের হাতে যায় ৷ ওয়ার্নার আবারও ক্রিজ ছেড়ে বেরিয়ে রাহানে কী করেন ? তা দেখতে থাকেন ৷ রাহানেও উলটো দিক থেকে নন-স্ট্রাইকার এন্ডে বল থ্রো করেন ৷ ওয়ার্নার দৌড়ে ক্রিজে ঢুকে যান ৷ তবে, রাহানেও অনেক বাইরে থ্রো করেন ৷ এবার বল যায় রবীন্দ্র জাদেজার হাতে ৷ এবারেও ওয়ার্নার ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ৷ তবে, বেশি দূর এগোননি ৷ কারণ, বল তখন স্যর জাদেজার হাতে ৷ যিনি বাউন্ডারি লাইন থেকেও সিঙ্গল স্টাম্প ভাঙতে দক্ষ ৷
-
Butta Bomma ⚔️ Pushpa 😀pic.twitter.com/Ron09NWd1p
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Butta Bomma ⚔️ Pushpa 😀pic.twitter.com/Ron09NWd1p
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023Butta Bomma ⚔️ Pushpa 😀pic.twitter.com/Ron09NWd1p
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023
এখানেই শুরু হয়ে দুই ক্রিকেটারের মধ্যে রসিকতা ৷ জাদেজা বল থ্রো করার ভঙ্গিমায় ওয়ার্নারের দিকে তাকিয়ে থাকেন ৷ সেই মুহূর্তে ওয়ার্নারও মজার মুডে চলে এসেছিলেন ৷ তিনিও, জাড্ডু স্টাইলে হাতের ব্যাট নিয়ে তলোয়ারবাজি শুরু করেন ৷ সেই মুহূর্তে জাদেজাও হেসে ফেলেন ৷ দুই ক্রিকেটারের এই রসিকতা মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ ম্যাচ শেষে সেই মুহূর্তকে আরও একটূ উপভোগ করতে ডেভিড ওয়ার্না নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, ‘‘কে বেশি ভালো করেছে ?’’
আরও পড়ুন: কেবল আইপিএল হিরো হয়ে থাকতে নারাজ, বিদায়ে আগামীর প্রস্তুতি শুরু রিঙ্কুর
যদিও, অনুরাগীরা রবীন্দ্র জাদেজাকেই ফুল মার্কস দিয়েছেন ৷ জাদেজাকে নকল করলেও, তাঁর মতো দক্ষ তরোয়ালবাজি করা ওয়ার্নারের পক্ষে সম্ভব নয় ৷ শনিবার দিল্লি ক্যাপিটালসকে 224 রানের বিশাল টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস ৷ দিল্লিকে 9 উইকেটে 149 রানে আটকে 77 রানে ম্যাচ জিতেছে ধোনিরা ৷ সেইসঙ্গে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে ইয়েলো ব্রিগেড ৷