ETV Bharat / sports

IPL 2023: চোটে কাবু শ্রেয়সের বিকল্পের খোঁজে নাইট শিবির

কেকেআর শিবিরে এবার অধিনায়ক বাছাই নিয়ে চিন্তা ৷ চোটের কারণে আইপিএল (IPL 2023)-এ শ্রেয়স আইয়ার খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷ এই পরিস্থিতিতে কে হবেন পরিবর্ত ? সেই নিয়ে নাইট শিবিরে চলছে ভাবনাচিন্তা ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Mar 21, 2023, 1:52 PM IST

কলকাতা, 21 মার্চ: শ্রেয়স আইয়ার না-পারলে, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন ? প্রশ্নটা জোরালো হচ্ছে নাইট শিবিরে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেষ্টে পিঠের নিচের অংশে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শ্রেয়স আইয়ার ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাঁর সুস্থ হতে সময় লাগবে ৷ এমনকি জুন মাসের 7 তারিখ থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে (Who Can Replace Shreyas Iyer As KKR Captain) ৷

এই পরিস্থিতিতে আইপিএল-এর হয়ে প্রথমদিকে কেকেআর অধিনায়ক শ্রেয়সকে পাবে না, তা নিশ্চিত ৷ তিনি পুরো আইপিএল থেকে ছিটকে গেলে, তা হবে নাইটদের ক্ষেত্রে বড় চিন্তার বিষয় ৷ বিসিসিআই আগামী 7 দিনের মধ্যে শ্রেয়স আইয়ারের চোট নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে ৷ তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে নাইট ম্যানেজমেন্ট ৷ আপাতত শ্রেয়স আইয়ার এনসিএতে রয়েছেন ৷ সেখানে বিসিসিআই এর চিকিৎসক দলের নজরদারিতে রয়েছেন তিনি ৷ 31 মার্চ থেকে আইপিএল শুরু হবে ৷

তার আগে ইডেনের ইন্ডোরে প্র্যাকটিস শুরু করেছে কলকাতা নাইট শিবির ৷ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে কেকেআর-এর ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন ৷ ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা এবং রিঙ্কু সিংকে প্রথম দিনের অনুশীলনে দেখা গিয়েছে ৷ আজ বৃষ্টি না-হলে মাঠে অনুশীলন করবেন কেকেআর প্লেয়াররা ৷ তবে, আপাতত আলোচনায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন ?

আরও পড়ুন: আমেরিকার মেজর লিগে দল আইপিএল ফ্র্যাঞ্চাইজির, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য

নাইট শিবিরে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই ৷ নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি রয়েছেন ৷ তবে, ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তেমন কেউ নেই যাঁরা নেতৃত্ব দিতে পারেন ৷ অন্তত বিদেশি রাসেল, নারাইন, লকি ফার্গুসনদের মতো ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটার নাইট শিবিরে অভাব রয়েছে ৷ অন্যদিকে, সাকিব আল হাসানের নাম অধিনায়ক হিসেবে ভাবা হলেও, তিনি এবং লিটন দাস 10 মার্চের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ৷ অন্যদিকে, আন্দ্রে রাসেল আজ কেকেআর শিবিরে অনুশীলনে যোগ দিচ্ছেন ৷

কলকাতা, 21 মার্চ: শ্রেয়স আইয়ার না-পারলে, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন ? প্রশ্নটা জোরালো হচ্ছে নাইট শিবিরে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেষ্টে পিঠের নিচের অংশে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শ্রেয়স আইয়ার ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাঁর সুস্থ হতে সময় লাগবে ৷ এমনকি জুন মাসের 7 তারিখ থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে (Who Can Replace Shreyas Iyer As KKR Captain) ৷

এই পরিস্থিতিতে আইপিএল-এর হয়ে প্রথমদিকে কেকেআর অধিনায়ক শ্রেয়সকে পাবে না, তা নিশ্চিত ৷ তিনি পুরো আইপিএল থেকে ছিটকে গেলে, তা হবে নাইটদের ক্ষেত্রে বড় চিন্তার বিষয় ৷ বিসিসিআই আগামী 7 দিনের মধ্যে শ্রেয়স আইয়ারের চোট নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে ৷ তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে নাইট ম্যানেজমেন্ট ৷ আপাতত শ্রেয়স আইয়ার এনসিএতে রয়েছেন ৷ সেখানে বিসিসিআই এর চিকিৎসক দলের নজরদারিতে রয়েছেন তিনি ৷ 31 মার্চ থেকে আইপিএল শুরু হবে ৷

তার আগে ইডেনের ইন্ডোরে প্র্যাকটিস শুরু করেছে কলকাতা নাইট শিবির ৷ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে কেকেআর-এর ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন ৷ ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা এবং রিঙ্কু সিংকে প্রথম দিনের অনুশীলনে দেখা গিয়েছে ৷ আজ বৃষ্টি না-হলে মাঠে অনুশীলন করবেন কেকেআর প্লেয়াররা ৷ তবে, আপাতত আলোচনায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন ?

আরও পড়ুন: আমেরিকার মেজর লিগে দল আইপিএল ফ্র্যাঞ্চাইজির, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য

নাইট শিবিরে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই ৷ নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি রয়েছেন ৷ তবে, ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তেমন কেউ নেই যাঁরা নেতৃত্ব দিতে পারেন ৷ অন্তত বিদেশি রাসেল, নারাইন, লকি ফার্গুসনদের মতো ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটার নাইট শিবিরে অভাব রয়েছে ৷ অন্যদিকে, সাকিব আল হাসানের নাম অধিনায়ক হিসেবে ভাবা হলেও, তিনি এবং লিটন দাস 10 মার্চের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না ৷ অন্যদিকে, আন্দ্রে রাসেল আজ কেকেআর শিবিরে অনুশীলনে যোগ দিচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.