দুবাই, 22 সেপ্টেম্বর : পয়েন্ট তালিকায় 'লাস্ট বয়' সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা মরু শহরেও ভাল হল না ৷ দিনের শুরুতেই দলের এক ক্রিকেটারে করোনা আকান্ত হওয়ার খবরে মুষড়ে পড়া সানরাইজার্স বাটাররা মাঠে নেমেও বিশেষ সুবিধা করতে পারেননি ৷ বুধবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে 135 রানের টার্গেট রাখল হায়দরাবাদ ৷
টস জিতে প্রথম ব্যাটিং নিলেও শুরুটা ভাল হয়নি সানরাইজার্সের ৷ হায়দরাবাদের ইনিংস শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা ৷ কিন্তু প্রথম ওভারেই বাঁ-হাতি অজি ব্যাটার ওয়ার্নারকে তুলে নিয়ে সানরাইজার্সকে বড় ধাক্কা দেন নর্টজে ৷ ইনিংসের তৃতীয় বলেই ওয়ার্নারকে ডাগ-আউটে ফেরত পাঠান তিনি ৷ স্কোর বোর্ড কোনও রান যোগ হওয়ার আগেই এক উইকেট হারায় হায়দরাবাদ ৷
ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকেও প্রথমে স্বছন্দ মনে হয়নি ৷ প্রথম ওভারে 1 উইকেট হারিয়ে 6 রান তোলে হায়দরাবাদ ৷ তবে পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে তুলে নিয়ে জোর ধাক্কা দেন কাগিসো রাবাদা ৷ পঞ্চম ওভারের প্রথম বলেই প্রোটিয়া পেসারকে গ্যালারিতে ফেলেন ঋদ্ধিমান। কিন্তু ওই ওভারেই শেষ বলে আউট হন তিনি। 2টি চার ও 1টি ছক্কা-সহ 17 বলে 18 রান করেন ঋদ্ধি ৷ পাওয়ার প্লে শেষে দুই ওপেনারকে হারিয়ে 32 রান তোলে সানরাইজার্স ৷
আরও পড়ুন : আইপিএলে করোনা হানা, কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার
তবে নিয়মিত উইকেট হারানোয় স্কোরবোর্ডকে বেগ দিতে পারেনি হায়দরবাদ ৷ মণিশ পাণ্ডে ও আব্দুল সামাদ ও রশিদ খান ঝোড়ো ইনিংস খেলায় একশো রানের গণ্ডি টপকায় সানরাইজার্স ৷ ইনিংসের সর্বোচ্চ 28 রান করেন সামাদ ৷ 21 বলের ইনিংসে একটি ছক্কা ও 2টি বাউন্ডারি মারেন তিনি ৷ লেগ-স্পিনার রশিদের অবদান 19 বলে 22 ৷ ক্য়াপ্টেন উইলিয়ামসন করেন 18 রান ৷ দিল্লির সফলতম বোলার রাবাদা ৷ 37 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ এছাড়া 2টি করে উইকেট নেন নর্টজে ও অক্ষর প্যাটেল ৷ নর্টজে চার ওভারে মাত্র 12 রান দেন ৷