ETV Bharat / sports

Tata IPL 2022 : উমরান-ভুবির দাপটে ‘পঞ্জাব বধ’ সানরাইজার্সের

দ্বিতীয় মরশুমে খেলতে নেমে আগুন ঝরাচ্ছেন কাশ্মীরের উমরান মালিক ৷ এদিন অবশ্য শুধু গতি নয়, বলেও বৈচিত্রেও হেরফের এনেছেন ভুস্বর্গের বোলার ৷ একইসঙ্গে গড়েছেন নতুন নজিরও ৷ শেষ ওভারে বল করতে এসে কোনও রান দেননি তিনি (Sunrisers Hyderabad beat Punjab Kings) ৷

Tata IPL
দ্বিতীয় মরশুমে খেলতে নেমে আগুন ঝরাচ্ছেন কাশ্মীরের উমরান মালিক
author img

By

Published : Apr 17, 2022, 8:46 PM IST

মুম্বই, 17 এপ্রিল : পরপর চার ম্যাচে জয় ৷ প্রতি ম্যাচেই পরে ব্য়াট করেছে নিজামের শহর ৷ প্রথমে ব্যাট করতে নেমে উমরান, ভুবিদের দাপটে আটকে গিয়েছে বিপক্ষ ৷ রান তাড়া করতে নেমে কয়েক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে ব্যাটাররা ৷ শেষ তিন ম্যাচে হায়দরাবাদ শিবিরে এটাই পরিচিত দৃশ্য ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ 7 বল বাকি থাকতেই 7 উইকেটে ‘পঞ্জাব বধ’ করল ট্রেভর বেলিসের ছেলেরা (Sunrisers Hyderabad beat Punjab Kings) ৷

দ্বিতীয় মরশুমে খেলতে নেমে আগুন ঝরাচ্ছেন কাশ্মীরের উমরান মালিক ৷ এদিন অবশ্য শুধু গতি নয়, বলেও বৈচিত্রেও হেরফের এনেছেন ভুস্বর্গের বোলার ৷ একইসঙ্গে গড়েছেন নতুন নজিরও ৷ শেষ ওভারে বল করতে এসে কোনও রান দেননি তিনি ৷ তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট ৷ পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার 28/4 ৷ আইপিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে শেষ ওভারে মেডেন দিলেন উমরান ৷ লাসিথ মালিঙ্গা, ইরফান পাঠান, জয়দেব উনাদকাটের সঙ্গে এক ক্লাবে ঢুকে পড়লেন তিনি ৷

এদিন শুধু উমরানই নয়, নজির গড়েছেন ভুবনেশ্বর কুমারও ৷ প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএলে 150 উইকেটের মালিক হয়েছেন তিনি ৷ তাঁদের দাপটেই 151 রানে গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস ৷ একা কুম্ভ হয়ে লড়াই চালালেন লিয়াম লিভিংস্টোন ৷ 33 বলে 60 রান করেছেন ইংরেজ ব্যাটার ৷ তাঁকে খানিক সঙ্গত দিয়েছেন শাহরুখ খান ৷ তাঁর সংগ্রহ 28 বলে 26 ৷

আরও পড়ুন : প্লে অফে আইপিএল ফিরছে ইডেনে, ফিরছে একশো শতাংশ দর্শক : সৌরভ

জবাবে ব্য়াট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন হায়দরাবাদ অধিনায়ক ৷ যদিও উইলিয়ামসনের ব্যর্থতার ধাক্কা সামলে নেন অভিষেক শর্মা-রাহুল ত্রিপাঠী জুটি ৷ 25 বলে 31 করেন অভিষেক, রাহুলের সংগ্রহ 22 বলে 34 ৷ তাঁরা ফেরার পর 7 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন এইডেন মার্করাম, নিকোলাস পুরানরা ৷ 27 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলেন মার্করাম, ক্যারিবিয়ান ব্যাটারের সংগ্রহ 35 ৷ পরপর চার ম্যাচ জিতে লিগ টেবিলের 4 নম্বরে উঠে এল নিজামের শহর ৷

মুম্বই, 17 এপ্রিল : পরপর চার ম্যাচে জয় ৷ প্রতি ম্যাচেই পরে ব্য়াট করেছে নিজামের শহর ৷ প্রথমে ব্যাট করতে নেমে উমরান, ভুবিদের দাপটে আটকে গিয়েছে বিপক্ষ ৷ রান তাড়া করতে নেমে কয়েক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে ব্যাটাররা ৷ শেষ তিন ম্যাচে হায়দরাবাদ শিবিরে এটাই পরিচিত দৃশ্য ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ 7 বল বাকি থাকতেই 7 উইকেটে ‘পঞ্জাব বধ’ করল ট্রেভর বেলিসের ছেলেরা (Sunrisers Hyderabad beat Punjab Kings) ৷

দ্বিতীয় মরশুমে খেলতে নেমে আগুন ঝরাচ্ছেন কাশ্মীরের উমরান মালিক ৷ এদিন অবশ্য শুধু গতি নয়, বলেও বৈচিত্রেও হেরফের এনেছেন ভুস্বর্গের বোলার ৷ একইসঙ্গে গড়েছেন নতুন নজিরও ৷ শেষ ওভারে বল করতে এসে কোনও রান দেননি তিনি ৷ তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট ৷ পঞ্জাবের বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার 28/4 ৷ আইপিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে শেষ ওভারে মেডেন দিলেন উমরান ৷ লাসিথ মালিঙ্গা, ইরফান পাঠান, জয়দেব উনাদকাটের সঙ্গে এক ক্লাবে ঢুকে পড়লেন তিনি ৷

এদিন শুধু উমরানই নয়, নজির গড়েছেন ভুবনেশ্বর কুমারও ৷ প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএলে 150 উইকেটের মালিক হয়েছেন তিনি ৷ তাঁদের দাপটেই 151 রানে গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস ৷ একা কুম্ভ হয়ে লড়াই চালালেন লিয়াম লিভিংস্টোন ৷ 33 বলে 60 রান করেছেন ইংরেজ ব্যাটার ৷ তাঁকে খানিক সঙ্গত দিয়েছেন শাহরুখ খান ৷ তাঁর সংগ্রহ 28 বলে 26 ৷

আরও পড়ুন : প্লে অফে আইপিএল ফিরছে ইডেনে, ফিরছে একশো শতাংশ দর্শক : সৌরভ

জবাবে ব্য়াট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন হায়দরাবাদ অধিনায়ক ৷ যদিও উইলিয়ামসনের ব্যর্থতার ধাক্কা সামলে নেন অভিষেক শর্মা-রাহুল ত্রিপাঠী জুটি ৷ 25 বলে 31 করেন অভিষেক, রাহুলের সংগ্রহ 22 বলে 34 ৷ তাঁরা ফেরার পর 7 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন এইডেন মার্করাম, নিকোলাস পুরানরা ৷ 27 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলেন মার্করাম, ক্যারিবিয়ান ব্যাটারের সংগ্রহ 35 ৷ পরপর চার ম্যাচ জিতে লিগ টেবিলের 4 নম্বরে উঠে এল নিজামের শহর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.