কলকাতা, 11 অক্টোবর: ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকতে চলেছে তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই (BCCI President Election 2022) । সেই মহারণের আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে ইতিমধ্যে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে সঙ্গে নিয়ে সোমবার দিল্লি পৌছে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আরও একবার বোর্ডের ব্যাটন তাঁর হাতে থাকবে নাকি সভাপতি পদে অন্য কাউকে দেখা যাবে এটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রশ্ন ।
সূত্রের খবর, রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আজ মঙ্গলবার মুম্বই উড়ে যাবেন 'দাদা'। সেখানে যোগ দেবেন বোর্ডের শীর্ষ পদাধিকারীদের বৈঠকে । এই বৈঠকের সবিশেষ তাৎপর্য রয়েছে । 18 তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে এই বৈঠক কার্যত সেমিফাইনাল । বিসিসিআইয়ের মুখ কে হবেন ? তাঁর সঙ্গেই বা কে কে থাকবেন সেটা অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে আজকের বৈঠকে (Sourav to participate in a crucial BCCI meeting in Mumbai) ।
আরও পড়ুন: অতিরিক্ত ধকল এড়াতে বুমরাদের আইপিএল না-খেলার পরামর্শ কপিলের
জয় শাহ, অরুণ ধুমল,রাজীব শুক্ল,রোহন জেটলিরা মুম্বই পৌছে গিয়েছেন । পৌছে গিয়েছেন রজার বিনিও। সৌরভ কোনওভাবে সভাপতি না হলে বিনির কাছেই দায়িত্ব যেতে পারে বলে শোনা যাচ্ছে । বলা ভালো বোর্ডের যে অংশ সৌরভকে আর সভাপতি হিসেবে চাইছেন না বিনি তাঁদেরই বাজি ।
বৈঠকেের আলোচ্য কী কী ?
১) বোর্ডের নতুন পদাধিকারী নাম ঠিক করা ।
২)সৌরভ কি বোর্ড সভাপতি হিসেবে থাকবেন নাকি অন্য কেউ আসবেন তাঁর জায়গায় ?
৩) আইসিসিতে কে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন ?
৪) সৌরভ কি আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন,নাকি অন্য কাউকে দেখা যাবে সেই ভূমিকায় ?
সবমিলিয়ে এটা স্পষ্ট কোনওভাবেই নির্বাচনের পথে যেতে চায় না বিসিসিআই । এমতাবস্থায় সৌরভ দিল্লির বৈঠক থেকে কি বার্তা নিয়ে মুম্বইতে উপস্থিত হবেন সেটাও দেখার। পাশাপাশি এটাও ঠিক, ভারতের প্রাক্তন অধিনায়কের এবারের লড়াইটা দারুণ কঠিন। এই পরিস্থিতিতে সৌরভ কী করেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ।