ETV Bharat / sports

Sourav Visits Eden Gardens : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ

আগামী 24 ও 25 মে ইডেনে হবে আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ (IPL Playoffs at Eden Gardens) ৷ ইডেনের গ্যালারিতে একশো শতাংশ দর্শক থাকার অনুমতি মিলেছে ৷

ipl eden match
আইপিএল ম্যাচের আগে ইডেনে সৌরভ
author img

By

Published : May 12, 2022, 9:05 PM IST

কলকাতা, 12 মে : আগামী 24 এবং 25 মে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ (IPL Playoffs at Eden Gardens) ৷ তার আগে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । চলতি মাসের কুড়ি তারিখ থেকে ইডেনে অনুশীলন শুরু করে দেবে প্লে-অফের দলগুলি । ইডেনের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও হবে অনুশীলন ৷

এছাড়াও এই ম্যাচগুলিকে সামনে রেখে ইডেনে বায়ো-বাবলের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে । কিছু কর্পোরেট বক্স বায়ো-বাবলের মধ্যে থাকবে । খেলোয়াড়দের পরিবার, অফিসিয়ালরা কর্পোরেট বায়ো-বাবলে থাকবেন । ইতিমধ্যেই ইডেনে গ্যালারি সংস্কারের কাজ শুরু হয়েছে । প্লে-অফের আগেই শেষ হয়ে যাবে সেই কাজ । 24 এবং 25 মে ম্যাচ দু'টির জন্য, ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে । 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং 3000 টাকার টিকিট রয়েছে । তবে হসপিটালিটি বক্সের টিকিটের দাম এখনও চূড়ান্ত হয়নি । সময়ের আগেই সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ।

আরও পড়ুন : জার্মান ক্লাবকে হারিয়ে বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

কেকেআর-এর প্লে-অফে জায়গা পাওয়া নিয়ে অনেক পারমুটেশন কম্বিনেশন রয়েছে । তবে গত দু'বছর কোভিডের কারণে কলকাতায় আইপিএলের ম্যাচ হয়নি । ফলে কেকেআর প্লে অফে না-থাকলেও ক্রিকেটপ্রেমীরা আইপিএলের ম্যাচগুলি নিয়ে মুখিয়ে রয়েছেন । ফলে টিকিটের চাহিদাও বাড়তে শুরু করেছে । ইডেনের গ্যালারিতে একশো শতাংশ দর্শক থাকার অনুমতি মিলেছে ইতিমধ্যেই । ফলে ক্রিকেটের নন্দনকাননে আইপিএল প্লে-অফ ম্যাচ আয়োজনের কোনও ত্রুটি রাখতে চায় না সিএবি ।

কলকাতা, 12 মে : আগামী 24 এবং 25 মে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ (IPL Playoffs at Eden Gardens) ৷ তার আগে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । চলতি মাসের কুড়ি তারিখ থেকে ইডেনে অনুশীলন শুরু করে দেবে প্লে-অফের দলগুলি । ইডেনের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও হবে অনুশীলন ৷

এছাড়াও এই ম্যাচগুলিকে সামনে রেখে ইডেনে বায়ো-বাবলের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে । কিছু কর্পোরেট বক্স বায়ো-বাবলের মধ্যে থাকবে । খেলোয়াড়দের পরিবার, অফিসিয়ালরা কর্পোরেট বায়ো-বাবলে থাকবেন । ইতিমধ্যেই ইডেনে গ্যালারি সংস্কারের কাজ শুরু হয়েছে । প্লে-অফের আগেই শেষ হয়ে যাবে সেই কাজ । 24 এবং 25 মে ম্যাচ দু'টির জন্য, ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে । 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং 3000 টাকার টিকিট রয়েছে । তবে হসপিটালিটি বক্সের টিকিটের দাম এখনও চূড়ান্ত হয়নি । সময়ের আগেই সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ।

আরও পড়ুন : জার্মান ক্লাবকে হারিয়ে বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের

কেকেআর-এর প্লে-অফে জায়গা পাওয়া নিয়ে অনেক পারমুটেশন কম্বিনেশন রয়েছে । তবে গত দু'বছর কোভিডের কারণে কলকাতায় আইপিএলের ম্যাচ হয়নি । ফলে কেকেআর প্লে অফে না-থাকলেও ক্রিকেটপ্রেমীরা আইপিএলের ম্যাচগুলি নিয়ে মুখিয়ে রয়েছেন । ফলে টিকিটের চাহিদাও বাড়তে শুরু করেছে । ইডেনের গ্যালারিতে একশো শতাংশ দর্শক থাকার অনুমতি মিলেছে ইতিমধ্যেই । ফলে ক্রিকেটের নন্দনকাননে আইপিএল প্লে-অফ ম্যাচ আয়োজনের কোনও ত্রুটি রাখতে চায় না সিএবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.