ETV Bharat / sports

KKR vs RR : লিগের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং নাইটদের - Kolkata Knight Riders

নাইটরা এদিন জিতলে প্লে-অফের আশা বাড়বে কিং খানের দলের ৷ মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ লিগ ম্যাচ হারলে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে যাবে কেকেআর ৷ তবে রাজস্থানের কাছে হারলেও শেষ চারে ওঠার সুযোগ থাকবে নাইটদের সামনে ৷ সেক্ষেত্রে রোহিত শর্মাদের হারের পাশাপাশি বড় ব্যবধানে হারা চলবে না মরগ্যানদের ৷

KKR vs RR
লিগের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং নাইটদের
author img

By

Published : Oct 7, 2021, 7:11 PM IST

Updated : Oct 7, 2021, 7:42 PM IST

শারজা, 7 অক্টোবর : প্লে-অফে ওঠার জন্য নাইটদের কাছে লিগের শেষ ম্যাচ 'ডু অর ডাই' ৷ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি কিং খানের দল ৷ শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলে প্লে-অফ খেলার সম্ভাবনা জোরাল হবে নাইটদের ৷ শারজায় এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস ৷

টস জিতে রয়্যালস অধিনায়ক স্যামসন বলেন, "এখান বল করা সহজ ৷ এখানকার পিচ আবু ধাবি ও দুবাইয়ের থেকে আলাদা ৷" কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগ্যান বলেন, "প্লে-অফ নিয়ে আমরা ভাবছি না ৷ এটা লিগের শেষ ম্যাচ হিসেবে দেখছি ৷" নাইটরা এদিন দলে একটি পরিবর্তন করেছে৷ টিম সাউদির পরিবর্তে দলে এসেছেন লকি ফার্গুসন ৷ তবে চোট না-সারায় গুরুত্বপূর্ণ ম্যাচে নেই নাইট অল-রাউন্ডার আন্দ্রে রাসেল ৷

নাইটরা এদিন জিতলে প্লে-অফের আশা বাড়বে কিং খানের দলের ৷ মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ লিগ ম্যাচ হারলে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে যাবে কেকেআর ৷ তবে রাজস্থানের কাছে হারলেও শেষ চারে ওঠার সুযোগ থাকবে নাইটদের সামনে ৷ সেক্ষেত্রে রোহিত শর্মাদের হারের পাশাপাশি বড় ব্যবধানে হারা চলবে না মরগ্যানদের ৷ আর রাজস্থান রয়্যালস এদিন নাইটদের হারালেও তাদের প্লে-অফের ওঠার আশা নেই বললেই চলে ৷ প্রথম তিন দল হিসেবে আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আরও পড়ুন : ধোনিদের হারের হ্যাটট্রিক, প্রীতির দলকে জেতালেন ক্যাপ্টেন রাহুল

কলকাতা নাইট রাইডার্স : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন ), দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী ৷

রাজস্থান রয়্যালস : লিয়াম লিভিংস্টোন, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ), শিভম দুবে, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেওটিয়া, জয়দেব উনাদকট, মুস্তাফিজুর ও চেতন সাকারিয়া ৷

শারজা, 7 অক্টোবর : প্লে-অফে ওঠার জন্য নাইটদের কাছে লিগের শেষ ম্যাচ 'ডু অর ডাই' ৷ 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি কিং খানের দল ৷ শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতলে প্লে-অফ খেলার সম্ভাবনা জোরাল হবে নাইটদের ৷ শারজায় এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস ৷

টস জিতে রয়্যালস অধিনায়ক স্যামসন বলেন, "এখান বল করা সহজ ৷ এখানকার পিচ আবু ধাবি ও দুবাইয়ের থেকে আলাদা ৷" কেকেআর ক্যাপ্টেন ইয়ন মরগ্যান বলেন, "প্লে-অফ নিয়ে আমরা ভাবছি না ৷ এটা লিগের শেষ ম্যাচ হিসেবে দেখছি ৷" নাইটরা এদিন দলে একটি পরিবর্তন করেছে৷ টিম সাউদির পরিবর্তে দলে এসেছেন লকি ফার্গুসন ৷ তবে চোট না-সারায় গুরুত্বপূর্ণ ম্যাচে নেই নাইট অল-রাউন্ডার আন্দ্রে রাসেল ৷

নাইটরা এদিন জিতলে প্লে-অফের আশা বাড়বে কিং খানের দলের ৷ মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ লিগ ম্যাচ হারলে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে যাবে কেকেআর ৷ তবে রাজস্থানের কাছে হারলেও শেষ চারে ওঠার সুযোগ থাকবে নাইটদের সামনে ৷ সেক্ষেত্রে রোহিত শর্মাদের হারের পাশাপাশি বড় ব্যবধানে হারা চলবে না মরগ্যানদের ৷ আর রাজস্থান রয়্যালস এদিন নাইটদের হারালেও তাদের প্লে-অফের ওঠার আশা নেই বললেই চলে ৷ প্রথম তিন দল হিসেবে আগেই প্লে-অফে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

আরও পড়ুন : ধোনিদের হারের হ্যাটট্রিক, প্রীতির দলকে জেতালেন ক্যাপ্টেন রাহুল

কলকাতা নাইট রাইডার্স : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন ), দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী ৷

রাজস্থান রয়্যালস : লিয়াম লিভিংস্টোন, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ), শিভম দুবে, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেওটিয়া, জয়দেব উনাদকট, মুস্তাফিজুর ও চেতন সাকারিয়া ৷

Last Updated : Oct 7, 2021, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.