ETV Bharat / sports

IPL 2023: ব্যর্থ দাদার দাওয়াই, টানা পঞ্চম ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও তথৈবচ পন্টিংয়ের ছেলেরা । দিল্লিকে 23 রানে হারাল আরসিবি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 15, 2023, 7:13 PM IST

Updated : Apr 15, 2023, 8:03 PM IST

বেঙ্গালুরু, 15 এপ্রিল: টানা চার ম্যাচ হারের পর হাল ধরার চেষ্টা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । দিল্লি ক্যাপিটালসের রোগ খুঁজে পেয়ে ওষুধও দিয়েছিলেন । পঞ্চম ম্যাচে দেখা গেল, এখনও কাজে আসেনি দাদার দাওয়াই । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও তথৈবচ ওয়ার্নার অ্যান্ড কোং । 23 রানে পন্টিংয়ের ছেলেদের হারিয়ে দিল ব্যাঙ্গালোর ।

বিরাট ব্যাটে ভর করে দিল্লিকে 174 রানের লক্ষ্য দিয়েছিল আরসিবি । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন পৃথ্বী শ, মিচেল মার্শ । দু'জনের কেউই এদিন খাতা খুলতে পারেননি । রান আউট হয়ে ক্রিজ ছাড়েন ইমপ্যাক্ট প্লেয়ার পৃথ্বী । মার্শকে ফেরান ওয়েন পার্নেল । শুরুতেই দুই ব্যাটার ফিরতেই চাপে পড়ে যায় দিল্লি ।

রান করতে পারেননি যশ ধুলও । 4 বলে 1 রান করে মহম্মদ সিরাজের বলে ডাগ আউটে ফেরেন ক্যাপিটালসের তরুণ তুর্কি । বড় রান আসেনি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটেও । অজি ব্যাটারের এদিনের অবদান 13 বলে 19 । ভিশাক বিজয় কুমারের বলে তাঁকে তালুবন্দি করেন বিরাট কোহলি ।

দিল্লির কাঁপতে থাকা ব্যাটিং লাইন আপে একমাত্র উজ্জল মণীশ পাণ্ডে । কর্ণাটকী ক্রিকেটারের ব্যাটে এসেছে 38 বলে 50 রান । যদিও বাকিদের সঙ্গত না-পাওয়ায় তাঁর ব্যাট দিল্লিকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না । এদিনও ব্যাট হাতে ব্যর্থ অভিষেক পোড়েল । চলতি আইপিএলে এখনও কথা বলেনি বঙ্গতনয়ের ব্যাট । পোড়েল ব্রাদার্সের ছোট ভাইয়ের এদিনের অবদান 8 বলে 5 । বাংলার স্টাম্পার-ব্যাটারকে ফেরান হর্ষল প্যাটেল । শেষ দিকে অক্ষর পটেল (14 বলে 21), আমন হাকিম খান (10 বলে 18) করলেও ম্যাচ বের করতে পারেনি ক্যাপিটালস । ফলে এই মুহূর্তে পাঁচ ম্যাচের সবটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সৌরভ-রিকির ছেলেরা ।

আরও পড়ুন: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

বেঙ্গালুরু, 15 এপ্রিল: টানা চার ম্যাচ হারের পর হাল ধরার চেষ্টা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । দিল্লি ক্যাপিটালসের রোগ খুঁজে পেয়ে ওষুধও দিয়েছিলেন । পঞ্চম ম্যাচে দেখা গেল, এখনও কাজে আসেনি দাদার দাওয়াই । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও তথৈবচ ওয়ার্নার অ্যান্ড কোং । 23 রানে পন্টিংয়ের ছেলেদের হারিয়ে দিল ব্যাঙ্গালোর ।

বিরাট ব্যাটে ভর করে দিল্লিকে 174 রানের লক্ষ্য দিয়েছিল আরসিবি । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন পৃথ্বী শ, মিচেল মার্শ । দু'জনের কেউই এদিন খাতা খুলতে পারেননি । রান আউট হয়ে ক্রিজ ছাড়েন ইমপ্যাক্ট প্লেয়ার পৃথ্বী । মার্শকে ফেরান ওয়েন পার্নেল । শুরুতেই দুই ব্যাটার ফিরতেই চাপে পড়ে যায় দিল্লি ।

রান করতে পারেননি যশ ধুলও । 4 বলে 1 রান করে মহম্মদ সিরাজের বলে ডাগ আউটে ফেরেন ক্যাপিটালসের তরুণ তুর্কি । বড় রান আসেনি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটেও । অজি ব্যাটারের এদিনের অবদান 13 বলে 19 । ভিশাক বিজয় কুমারের বলে তাঁকে তালুবন্দি করেন বিরাট কোহলি ।

দিল্লির কাঁপতে থাকা ব্যাটিং লাইন আপে একমাত্র উজ্জল মণীশ পাণ্ডে । কর্ণাটকী ক্রিকেটারের ব্যাটে এসেছে 38 বলে 50 রান । যদিও বাকিদের সঙ্গত না-পাওয়ায় তাঁর ব্যাট দিল্লিকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না । এদিনও ব্যাট হাতে ব্যর্থ অভিষেক পোড়েল । চলতি আইপিএলে এখনও কথা বলেনি বঙ্গতনয়ের ব্যাট । পোড়েল ব্রাদার্সের ছোট ভাইয়ের এদিনের অবদান 8 বলে 5 । বাংলার স্টাম্পার-ব্যাটারকে ফেরান হর্ষল প্যাটেল । শেষ দিকে অক্ষর পটেল (14 বলে 21), আমন হাকিম খান (10 বলে 18) করলেও ম্যাচ বের করতে পারেনি ক্যাপিটালস । ফলে এই মুহূর্তে পাঁচ ম্যাচের সবটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সৌরভ-রিকির ছেলেরা ।

আরও পড়ুন: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

Last Updated : Apr 15, 2023, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.