ETV Bharat / sports

IPL 2023: আইপিএলে 6 হাজার রানের এলিট ক্লাব থেকে 14 রান দূরে 'হিটম্যান' - IPL 2023

আইপিএল 6 রান করেছেন এমন ব্যাটার মোটে 2 জন ৷ প্রথম জন অবশ্যই বিরাট কোহলি এবং দ্বিতীয় জন শিখর ধাওয়ান ৷ এ বার সেই তালিকায় তৃতীয় ব্যাটার হিসেবে জায়গা করে নেওয়ার সুযোগ রোহিত শর্মার ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 18, 2023, 5:17 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: আইপিএলে 6 হাজার রানের দোরগোড়ায় রোহিত শর্মা ৷ মঙ্গলবার সানরাইজার্সের ঘরের মাঠে নতুন মাইলফলক ছোঁয়ার হাতছানি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সামনে ৷ মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে 'হিটম্যান'-এর ঝুলিতে 5 হাজার 986 রান করেছেন ৷ অর্থাৎ, মাত্র 14 রান করলে তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলের এলিট ক্লাবে প্রবেশ করবেন তিনি ৷ এই তালিকায় সবার আগে আছেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান ৷ বিরাটের মোট আইপিএল রান 6 হাজার 844 ৷ আর শিখরের ঝুলিতে রয়েছে 6 হাজার 476 রান ৷

প্রথম 2 ম্যাচে হারলেও, মুম্বই শেষ দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ৷ বিশেষত, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টের 5 নম্বর ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও, শেষ দুই ম্যাচে ছন্দে দেখিয়েছে মুম্বই অধিনায়ককে ৷ ফলে আজকের ম্যাচেই রোহিত এই কীর্তি ছুঁয়ে ফেলবেন বলে মনে করা হচ্ছে ৷

রোহিত এখনও পর্যন্ত 231টি ম্যাচ খেলেছেন আইপিএলে ৷ প্রথম দু’বছর তিনি ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন ৷ 2010 সালে রোহিতকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর 2013 সালে তাঁকে অধিনায়ক করা হয় মুম্বইয়ের ৷ প্রথম বছরেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন রোহিত ৷ এরপর আর পিছনে ফিরতে হয়নি ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে মোট পাঁচবার খেতাব জিতিয়েছেন রোহিত ৷ 231 ম্যাচে 226 ইনিংস খেলে 5 হাজার 986 রান করেছেন মুম্বইকর ৷ 129.93 স্ট্রাইকরেট ও 30.23 গড় রোহিতের ৷ একটি সেঞ্চুরি ও 41টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্নের কথা ‘বাজ’-কে জানিয়েছিলেন ভেঙ্কটেশ

আইপিএল সিজন 16-র পয়েন্ট তালিকায় 8 নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ 4 ম্যাচ খেলে দু’টিতে জয় ও দুই ম্যাচে হেরেছে পলটনরা ৷ মোট 4 পয়েন্ট তাদের দখলে ৷ আজকের ম্যাচ জিতলে অন্তত দু’ধাপ উঠে 4 নম্বরে ওঠার সুযোগ রয়েছে মুম্বইয়ের ৷ বড় ব্যবধানে জিততে পারলে নেট রানরেটে আরও উপরে ওঠার সুযোগ রয়েছে নীল জার্সিধারীদের ৷

অন্যদিকে, আজ আবারও দুই ভাইয়ের দ্বৈরথের সাক্ষী থাকতে পারে হায়দরাবাদ ৷ পাঠান, মার্শ, পান্ডিয়া এবং চাহার ভাইদের পর এবার পালা দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এবং ডুয়ান ইয়ানসেনের ৷ মার্কো ইয়ানসেন সানরাইজার্সের জার্সিতে নামবেন ৷ আর কেকেআর-এর বিরুদ্ধে আইপিএল অভিষেক করা ডুয়ান ইয়ানসেন নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷

হায়দরাবাদ, 18 এপ্রিল: আইপিএলে 6 হাজার রানের দোরগোড়ায় রোহিত শর্মা ৷ মঙ্গলবার সানরাইজার্সের ঘরের মাঠে নতুন মাইলফলক ছোঁয়ার হাতছানি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সামনে ৷ মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে 'হিটম্যান'-এর ঝুলিতে 5 হাজার 986 রান করেছেন ৷ অর্থাৎ, মাত্র 14 রান করলে তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলের এলিট ক্লাবে প্রবেশ করবেন তিনি ৷ এই তালিকায় সবার আগে আছেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান ৷ বিরাটের মোট আইপিএল রান 6 হাজার 844 ৷ আর শিখরের ঝুলিতে রয়েছে 6 হাজার 476 রান ৷

প্রথম 2 ম্যাচে হারলেও, মুম্বই শেষ দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ৷ বিশেষত, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টের 5 নম্বর ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও, শেষ দুই ম্যাচে ছন্দে দেখিয়েছে মুম্বই অধিনায়ককে ৷ ফলে আজকের ম্যাচেই রোহিত এই কীর্তি ছুঁয়ে ফেলবেন বলে মনে করা হচ্ছে ৷

রোহিত এখনও পর্যন্ত 231টি ম্যাচ খেলেছেন আইপিএলে ৷ প্রথম দু’বছর তিনি ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন ৷ 2010 সালে রোহিতকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর 2013 সালে তাঁকে অধিনায়ক করা হয় মুম্বইয়ের ৷ প্রথম বছরেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন রোহিত ৷ এরপর আর পিছনে ফিরতে হয়নি ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে মোট পাঁচবার খেতাব জিতিয়েছেন রোহিত ৷ 231 ম্যাচে 226 ইনিংস খেলে 5 হাজার 986 রান করেছেন মুম্বইকর ৷ 129.93 স্ট্রাইকরেট ও 30.23 গড় রোহিতের ৷ একটি সেঞ্চুরি ও 41টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: কেকেআর-এর দ্বিতীয় সেঞ্চুরিয়ন হওয়ার স্বপ্নের কথা ‘বাজ’-কে জানিয়েছিলেন ভেঙ্কটেশ

আইপিএল সিজন 16-র পয়েন্ট তালিকায় 8 নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ 4 ম্যাচ খেলে দু’টিতে জয় ও দুই ম্যাচে হেরেছে পলটনরা ৷ মোট 4 পয়েন্ট তাদের দখলে ৷ আজকের ম্যাচ জিতলে অন্তত দু’ধাপ উঠে 4 নম্বরে ওঠার সুযোগ রয়েছে মুম্বইয়ের ৷ বড় ব্যবধানে জিততে পারলে নেট রানরেটে আরও উপরে ওঠার সুযোগ রয়েছে নীল জার্সিধারীদের ৷

অন্যদিকে, আজ আবারও দুই ভাইয়ের দ্বৈরথের সাক্ষী থাকতে পারে হায়দরাবাদ ৷ পাঠান, মার্শ, পান্ডিয়া এবং চাহার ভাইদের পর এবার পালা দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এবং ডুয়ান ইয়ানসেনের ৷ মার্কো ইয়ানসেন সানরাইজার্সের জার্সিতে নামবেন ৷ আর কেকেআর-এর বিরুদ্ধে আইপিএল অভিষেক করা ডুয়ান ইয়ানসেন নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.