শারজা, 3 অক্টোবর : আইপিএলের চতুর্দশ সংস্করণে অন্য ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৷ এপ্রিলে ঘরের মাঠে শুরুতে জয়ের হ্য়াটট্রিক করে অন্যদের চমকে দিয়েছিল কোহলি অ্যান্ড কোং ৷ মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে প্রথম দু'ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ে ফেরে আরসিবি ৷ রবিবার শারজায় পঞ্জাব কিংসকে হারালেই প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলেবে বিরাটবাহিনী ৷ লোকেশ রাহুলদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি ক্যাপ্টেন কোহলি ৷
রবিবাসরীয় সন্ধ্যায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে লড়াইটা পয়েন্ট তালিকায় তৃতীয় ও পঞ্চম স্থানের মধ্যে ৷ কিন্তু বিরাটদের সামনে প্লে-অফের হাতছানি থাকলেও রাহুলদের সামনে প্লে-অফের দৌড়ে থাকার লড়াই ৷ এদিন হারলেই চতুর্দশ আইপিএল থেকে কার্যত বিদায় নেবে প্রীতি জিন্টার দল ৷ সেই সঙ্গে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে আরসিবি ৷ 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামলেন কোহলিরা ৷ আর 12 ম্যাচে মাত্র 10 পয়েন্ট নিয়ে আরসিবির বিরুদ্ধে নামল পঞ্জাব কিংস ৷
মরু শহরে শুরুটা ভাল না-হলেও মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের ছন্দে ফিরেছে আরসিবি ৷ একই সঙ্গে রানে ফিরেছেন ক্যাপ্টেন কোহলিও ৷ দারুণ ফর্মে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও ৷ রাজস্থানের বিরুদ্ধে এই দু'জনের ব্যাটে ভর করেই বড় ব্যবধানে ম্যাচ জিতেছে ব্যাঙ্গালোর ৷ এদিন পঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখে কোহলি অ্যান্ড কোং ৷
আরও পড়ুন : ব্যর্থ রুতুরাজের শতরান, চেন্নাইকে হারের স্বাদ দিল রাজস্থান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পারিক্কল, এস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গারটন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ও যুবেন্দ্র চাহাল ৷
পঞ্জাব কিংস : লোকেশ রাহুল (ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, আইডেন মার্করাম, নিকোলাস পুরান, সরফররাজ খান, মোজেন হেনরিক্স, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণুই, মহম্মদ শামি ও অর্শদীপ সিং ৷