ETV Bharat / sports

RCB vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং বিরাটদের

author img

By

Published : Oct 6, 2021, 7:14 PM IST

Updated : Oct 6, 2021, 8:02 PM IST

প্লে-অফ নিশ্চিত করে বিরাটদের চোখ এবার লিগ টেবিলে প্রথম দুইয়ে শেষ করা ৷ সেই লক্ষ্যে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আরসিবি-র সামনে সানরাইজার্স হায়দরাবাদ

RCB vs SRH
সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং বিরাটদের

আবু ধাবি, 6 অক্টোবর: গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে বিরাটদের চোখ এবার লিগ টেবিলে প্রথম দুইয়ে শেষ করা ৷ সেই লক্ষ্যে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার আরসিবির সামনে সানরাইজার্স হায়দরাবাদ ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷

লিগ টেবিলে প্রথম দুইয়ে ফিনিশ করলে প্লে-অফে যে বাড়তি সুবিধা পাওয়া যাবে সেকথা কারও অজানা নয় ৷ সেই সম্ভাবনায় সিলমোহর দিতে লিগের 13তম ম্যাচে সানরাইজার্সের মত সহজ প্রতিপক্ষ বিরাটদেের বাড়তি উদ্দীপনা জোগাবে ৷ কারণ চলতি আইপিএলে 12 ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে জয় পেয়ে ধুঁকছে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন সানরাইজার্স ৷ সেই দলের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামছেন বিরাটরা ৷

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিরাট এদিন জানান, দ্বিতীয়ার্ধে পিচ অনেক ভাল আচরণ করবে বলেই মনে হচ্ছে ৷ টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দলও ভাল জায়গায় রয়েছে ৷ প্রথম দুইয়ে শেষ করতে তারা ব্যাপকভাবে বদ্ধপরিকর ৷ প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় শেয দু'ম্যাচে তারা সেই কাজটা ভালভাবে করতে পারবেন বলেই মনে করেন আরসিবি ক্যাপ্টেন৷ অন্যদিকে উইলিয়ামসন জানান, টস জিতলে প্রথমে ফিল্ডিং নিতেন তিনিও ৷ হারানোর কিছু নেই তবু তরুণ ব্রিগেডকে নিয়ে তারা ম্যাচ জয়ের জন্য ফোকাসড বলে দাবি করেন কিউই তারকা ৷

একনজরে আরসিবি একাদশ: বিরাট (অধিনায়ক), পারিক্কল, ভরত (উইকেটরক্ষক), ম্যাক্সওয়েল, ডি'ভিলিয়ার্স, ক্রিশ্চিয়ান, শাহবাজ, গ্যার্টন, হর্ষল, চাহাল, সিরাজ ৷

একনজরে সানরাইজার্স একাদশ: রয়, ঋদ্ধিমান (উইকেটরক্ষক), উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম, অভিযেক, আব্দুল, হোল্ডার, রশিদ, ভুবনেশ্বর, কৌল, উমরান ৷

আবু ধাবি, 6 অক্টোবর: গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে বিরাটদের চোখ এবার লিগ টেবিলে প্রথম দুইয়ে শেষ করা ৷ সেই লক্ষ্যে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার আরসিবির সামনে সানরাইজার্স হায়দরাবাদ ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷

লিগ টেবিলে প্রথম দুইয়ে ফিনিশ করলে প্লে-অফে যে বাড়তি সুবিধা পাওয়া যাবে সেকথা কারও অজানা নয় ৷ সেই সম্ভাবনায় সিলমোহর দিতে লিগের 13তম ম্যাচে সানরাইজার্সের মত সহজ প্রতিপক্ষ বিরাটদেের বাড়তি উদ্দীপনা জোগাবে ৷ কারণ চলতি আইপিএলে 12 ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে জয় পেয়ে ধুঁকছে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন সানরাইজার্স ৷ সেই দলের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামছেন বিরাটরা ৷

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিরাট এদিন জানান, দ্বিতীয়ার্ধে পিচ অনেক ভাল আচরণ করবে বলেই মনে হচ্ছে ৷ টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দলও ভাল জায়গায় রয়েছে ৷ প্রথম দুইয়ে শেষ করতে তারা ব্যাপকভাবে বদ্ধপরিকর ৷ প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় শেয দু'ম্যাচে তারা সেই কাজটা ভালভাবে করতে পারবেন বলেই মনে করেন আরসিবি ক্যাপ্টেন৷ অন্যদিকে উইলিয়ামসন জানান, টস জিতলে প্রথমে ফিল্ডিং নিতেন তিনিও ৷ হারানোর কিছু নেই তবু তরুণ ব্রিগেডকে নিয়ে তারা ম্যাচ জয়ের জন্য ফোকাসড বলে দাবি করেন কিউই তারকা ৷

একনজরে আরসিবি একাদশ: বিরাট (অধিনায়ক), পারিক্কল, ভরত (উইকেটরক্ষক), ম্যাক্সওয়েল, ডি'ভিলিয়ার্স, ক্রিশ্চিয়ান, শাহবাজ, গ্যার্টন, হর্ষল, চাহাল, সিরাজ ৷

একনজরে সানরাইজার্স একাদশ: রয়, ঋদ্ধিমান (উইকেটরক্ষক), উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম, অভিযেক, আব্দুল, হোল্ডার, রশিদ, ভুবনেশ্বর, কৌল, উমরান ৷

Last Updated : Oct 6, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.