ETV Bharat / sports

IPL 2023: আইপিএলের তৃতীয় সর্বনিম্ন রানের নজির রয়্যালসের, 112 রান জয় আরসিবি’র

172 রান তাড়া করতে নেমে, টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল বোলিংয়ের সামনে ধরাশায়ী রাজস্থান রয়্যালস ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র 59 রানে গুটিয়ে গেল রজওয়াররা ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 14, 2023, 7:55 PM IST

জয়পুর, 14 মে: আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানের নজির গড়ল রাজস্থান রয়্যালস ৷ রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রয়্যাল দ্বৈরথে আরসিবি-র বিরুদ্ধে মাত্র 59 রানে গুটিয়ে গেল সঞ্জু স্যামসনের দল ৷ সেই সঙ্গে 112 রানের বিশাল ব্যবধানে জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আরসিবি ৷ লো-বাউন্সের পিচে রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেটে 171 রান তোলে আরসিবি ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বাঁ-হাতি মিডিয়াম পেসার ওয়েন পার্নেল ৷

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে একেবার সঠিক ছিল, তা প্রমাণ করল বোলাররা ৷ সিরাজ, পার্নেল, মাইকেল ব্রেসওয়েল, করণ শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল সকলের খাতায় উইকেট রয়েছে ৷ তারই সুবাদে রাজস্থানের দিগ্গজ টি-20 ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করে আরসিবি ৷ 10.3 ওভারে মাত্র 59 রানে পুরো দলকে ডাগ-আউটে ফেরৎ পাঠায় তারা ৷ পার্নেল 3 উইকেট, ব্রেসওয়েল ও করণ শর্মা 2টি এবং সিরাজ ও ম্যাক্সওয়েল 1টি করে উইকেট নিয়েছেন ৷

রাজস্থানের হয়ে দু’সংখ্যার স্কোর করেন জো রুট (10) এবং সিমরন হেটমায়ার (35) ৷ ক্যারিবিয়ান বাঁ-হাতি ব্যাটার হেটমায়ার একমাত্র ইতিবাচক ভঙ্গিতে 19 বলে 35 রান করেছেন ৷ বাকি যস্বশী এবং বাটলার কেউই রানের খাতা খুলতে পারেননি ৷ অধিনায়ক সঞ্জু ফেরেন মাত্র 4 রানে ৷ এই ম্যাচে দেবদূত পারিক্কলকে খেলিয়েছিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট ৷ তিনিও মাত্র 4 রানে ব্রেসওয়েলের শিকার হন ৷ রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-তেই 5 উইকেট হারায় ৷ এরপর আর তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিলও না, হয়নি ৷

আরও পড়ুন: আইপিএল-এ ‘সূর্যাস্ত’ হায়দরাবাদের, দর্শকদের বিশৃঙ্খল আচরণে বন্ধ থাকল ম্যাচ

ব্যাঙ্গালোর ব্যাটিংয়ের শুরুটা ধীরে হলেও, অধিনায়ক ডু'প্লেসি (44 বলে 55 রান) এবং ম্যাক্সওয়েল (33 বলে 54 রান) আরসিবি-কে 171 রানের সম্মানজনক স্কোরে নিয়ে যান ৷ এদিন বিরাট 19 বলে 18 রান করে কেএম আসিফের বলে ক্যাচ আউট হন ৷ তবে, সাত নম্বরে ব্যাট করতে নামা অনুজ রাওয়াত 11 বলে 29 রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন ৷ মূলত, তাঁর ইনিংসেই আরসিবি বড় রান তুলতে সক্ষম হয় ৷ আজকের জয়ের পর আরসিবি 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে উঠে এসেছে ৷ সেই সঙ্গে তাদের নেট রানরেট ইতিবাচক রয়েছে বিরাটদের ৷

জয়পুর, 14 মে: আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানের নজির গড়ল রাজস্থান রয়্যালস ৷ রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রয়্যাল দ্বৈরথে আরসিবি-র বিরুদ্ধে মাত্র 59 রানে গুটিয়ে গেল সঞ্জু স্যামসনের দল ৷ সেই সঙ্গে 112 রানের বিশাল ব্যবধানে জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আরসিবি ৷ লো-বাউন্সের পিচে রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেটে 171 রান তোলে আরসিবি ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বাঁ-হাতি মিডিয়াম পেসার ওয়েন পার্নেল ৷

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে একেবার সঠিক ছিল, তা প্রমাণ করল বোলাররা ৷ সিরাজ, পার্নেল, মাইকেল ব্রেসওয়েল, করণ শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল সকলের খাতায় উইকেট রয়েছে ৷ তারই সুবাদে রাজস্থানের দিগ্গজ টি-20 ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করে আরসিবি ৷ 10.3 ওভারে মাত্র 59 রানে পুরো দলকে ডাগ-আউটে ফেরৎ পাঠায় তারা ৷ পার্নেল 3 উইকেট, ব্রেসওয়েল ও করণ শর্মা 2টি এবং সিরাজ ও ম্যাক্সওয়েল 1টি করে উইকেট নিয়েছেন ৷

রাজস্থানের হয়ে দু’সংখ্যার স্কোর করেন জো রুট (10) এবং সিমরন হেটমায়ার (35) ৷ ক্যারিবিয়ান বাঁ-হাতি ব্যাটার হেটমায়ার একমাত্র ইতিবাচক ভঙ্গিতে 19 বলে 35 রান করেছেন ৷ বাকি যস্বশী এবং বাটলার কেউই রানের খাতা খুলতে পারেননি ৷ অধিনায়ক সঞ্জু ফেরেন মাত্র 4 রানে ৷ এই ম্যাচে দেবদূত পারিক্কলকে খেলিয়েছিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট ৷ তিনিও মাত্র 4 রানে ব্রেসওয়েলের শিকার হন ৷ রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-তেই 5 উইকেট হারায় ৷ এরপর আর তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিলও না, হয়নি ৷

আরও পড়ুন: আইপিএল-এ ‘সূর্যাস্ত’ হায়দরাবাদের, দর্শকদের বিশৃঙ্খল আচরণে বন্ধ থাকল ম্যাচ

ব্যাঙ্গালোর ব্যাটিংয়ের শুরুটা ধীরে হলেও, অধিনায়ক ডু'প্লেসি (44 বলে 55 রান) এবং ম্যাক্সওয়েল (33 বলে 54 রান) আরসিবি-কে 171 রানের সম্মানজনক স্কোরে নিয়ে যান ৷ এদিন বিরাট 19 বলে 18 রান করে কেএম আসিফের বলে ক্যাচ আউট হন ৷ তবে, সাত নম্বরে ব্যাট করতে নামা অনুজ রাওয়াত 11 বলে 29 রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেন ৷ মূলত, তাঁর ইনিংসেই আরসিবি বড় রান তুলতে সক্ষম হয় ৷ আজকের জয়ের পর আরসিবি 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে উঠে এসেছে ৷ সেই সঙ্গে তাদের নেট রানরেট ইতিবাচক রয়েছে বিরাটদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.