দুবাই, 26 সেপ্টেম্বর : চেন্নাই সুপার কিংসের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি এল বিরাট কোহলির ব্যাট থেকে ৷ রবিবার দুবাইয়ে ক্যাপ্টেন কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিংয়ের ফলে রোহিত শর্মাদের সামনে 166 রানের লক্ষ্যমাত্রা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সেই সঙ্গে এদিন প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে 10 হাজার রান পূর্ণ করলেন বিরাট ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বিরাটদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত ৷ শুরুটা অবশ্য ভাল হয়নি আরসিবির ৷ দ্বিতীয় ওভারে ফর্মে থাকা দেবদূত পারিক্কলকে ডাগ-আউটে ফেরত পাঠান জসপ্রীত বুমরা ৷ কোনও রান না-করেই ফিরে যান কোহলির ওপেনিং পার্টনার ৷ তবে এস ভরত ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং করে বিরাটকে চাপমুক্ত রাখেন ৷ 24 বলে 2টি ছয় ও 2টি চার-সহ 32 রান করে যুবেন্দ্র চাহালের শিকার হন তিনি ৷
তারপর ক্যাপ্টেন কোহলির সঙ্গে আরসিবি ইনিংসের হাল ধরেন ম্যাক্সওয়েল ৷ তৃতীয় উইকেট 51 রান যোগ করে দলকে 126 রানে পৌঁছে দেন দু'জনে ৷ কিন্তু 16তম ওভারের পঞ্চম ডেলিভারিতে বিরাটকে ফিরিয়ে মুম্বইকে ম্যাচে ফেরান অ্যাডাম মিলনে ৷ তবে এর আগে 42 বলে তিনটি ছয় ও তিনটি বাউন্ডারির সাহায্যে 51 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রয়্যাল ক্যাপ্টেন ৷ সেই সঙ্গে বিশ্বের পঞ্চম ও ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 ফরম্যাটে 10 হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট ৷
আরও পড়ুন : রুদ্ধশ্বাস ম্যাচে নাইটদের হারিয়ে এক নম্বরে সুপার কিংস
বিরাট আউট হওয়ার পর ক্রিজে আসেন এবি ডি'ভিলিয়ার্স ৷ কিন্তু এদিন ব্যাটে ঝড় তুলতে ব্যর্থ এবিডি ৷ 6 বলে একটি ছয় ও একটি চার-সহ 11 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ তবে ম্যাক্সওয়েল ঝড় অব্যাহত থাকে ৷ অজি ব্যাটারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে দেড়শোর রানের গণ্ডি টপকায় আরসিবি ৷ তবে 19তম ওভারে বুমরাকে মারতে গিয়ে আউট হন ম্যাক্সি ৷ 37 বলে 6টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে 56 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ বুমরা পরপর দু'বলে ম্যাক্সওয়েল ও এবিডি-কে ফিরিয়ে ডেথ ওভারে আরসিবির রান আটকে দেন ৷ শেষ পর্যন্ত 6 উইকেটে 165 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ বুমরা 36 রান দিয়ে তিনটি উইকেট নেন ৷ আর 4 ওভারে মাত্র 17 রান দিয়ে একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ৷