ETV Bharat / sports

IPL 2023: সরে গিয়েছে রিস টপলের কাঁধের হাড়, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আরসিবি - IPL 2023

আইপিএল-এর শুরুতেই চোটের ধাক্কা আরসিবি শিবিরে ৷ ব্রিটিশ পেসার রিস টপলের কাঁধের হাড় সরে গিয়েছে ৷ তবে, সেই চোট কী অবস্থায় রয়েছে, তা স্ক্যান রিপোর্ট না-এলে বোঝা যাবে না বলে জানিয়েছেন আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 3, 2023, 6:53 PM IST

বেঙ্গালুরু, 3 এপ্রিল: আইপিএল-এর মঞ্চে আরও এক বিদেশি ক্রিকেটার চোটের শিকার হলেন ৷ গুজরাত টাইটান্সের কেন উইলিয়ামসনের পর, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিস টপলে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে ৷ তবে, স্ক্যান রিপোর্ট না-এলে এখনই কিছু বলা যাবে না ৷ এমনটাই জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ৷ আরসিবি-র ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে মাইক জানিয়েছেন, এই মুহূর্তে রিস টপলে ঠিক আছেন ৷ তাঁর কাঁধের হাড় আগের জায়গায় সেট করা হয়েছে ৷ তবে, চোট কতটা গুরুতর, তা স্ক্যান রিপোর্ট না-এলে বোঝা যাবে না ৷

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় তাঁর হাঁটু মাঠের ঘাসে আটকে যায় ৷ এর পরেই ডান কাঁধের উপরে পড়ে যান টরিস টপলে ৷ সঙ্গে সঙ্গে ডান কাঁধ ডিসলোকেট হয়ে যায় ৷ মাঠেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন তিনি ৷ টিম ফিজিও তাঁকে সাপোর্ট দিয়ে মাঠের বাইরে নিয়ে যায় ৷ পড়ে ড্রেসিং রুমে তাঁর কাঁধের হাড় সেট করা হয় ৷ সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্ট এখনও আসেনি ৷ মাইক হেসন জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট ভালো আসবে এমনটাই আশা করছেন তিনি ৷ সেই রিপোর্টের উপরেই নির্ভর করছে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিনা ৷ আর তা না হলে, বিকল্প ভাবনা শুরু করবে আরসিবি ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: চিন্নাস্বামীতে 'বিরাট' প্রত্যাবর্তন, চিপকে 'মসিহা' হয়ে উঠতে পারবেন মাহি ?

ইতিমধ্যেই গতবারের দুই স্টার পারফর্মার রজত পাতিদার এবং জস হেজলউড চোটের জন্য আইপিএল এর প্রথম পর্বে নেই ৷ অন্তত প্রথম 6-7 ম্যাচে খেলতে পারবেন না তাঁরা ৷ রজত পাতিদার গোড়ালির চোটের কারণে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ তিনি খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন ৷ কিন্তু, ম্যাচ ফিট হতে সময় লাগবে ৷ অন্যদিকে, জস হেজলউড হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ভারতের বিরদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি ৷ তিনি কবে আরসিবি শিবিরে যোগ দেবেন, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ৷

বেঙ্গালুরু, 3 এপ্রিল: আইপিএল-এর মঞ্চে আরও এক বিদেশি ক্রিকেটার চোটের শিকার হলেন ৷ গুজরাত টাইটান্সের কেন উইলিয়ামসনের পর, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রিস টপলে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে ৷ তবে, স্ক্যান রিপোর্ট না-এলে এখনই কিছু বলা যাবে না ৷ এমনটাই জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ৷ আরসিবি-র ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে মাইক জানিয়েছেন, এই মুহূর্তে রিস টপলে ঠিক আছেন ৷ তাঁর কাঁধের হাড় আগের জায়গায় সেট করা হয়েছে ৷ তবে, চোট কতটা গুরুতর, তা স্ক্যান রিপোর্ট না-এলে বোঝা যাবে না ৷

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় তাঁর হাঁটু মাঠের ঘাসে আটকে যায় ৷ এর পরেই ডান কাঁধের উপরে পড়ে যান টরিস টপলে ৷ সঙ্গে সঙ্গে ডান কাঁধ ডিসলোকেট হয়ে যায় ৷ মাঠেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন তিনি ৷ টিম ফিজিও তাঁকে সাপোর্ট দিয়ে মাঠের বাইরে নিয়ে যায় ৷ পড়ে ড্রেসিং রুমে তাঁর কাঁধের হাড় সেট করা হয় ৷ সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে স্ক্যান করা হয় ৷ সেই রিপোর্ট এখনও আসেনি ৷ মাইক হেসন জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট ভালো আসবে এমনটাই আশা করছেন তিনি ৷ সেই রিপোর্টের উপরেই নির্ভর করছে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিনা ৷ আর তা না হলে, বিকল্প ভাবনা শুরু করবে আরসিবি ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন: চিন্নাস্বামীতে 'বিরাট' প্রত্যাবর্তন, চিপকে 'মসিহা' হয়ে উঠতে পারবেন মাহি ?

ইতিমধ্যেই গতবারের দুই স্টার পারফর্মার রজত পাতিদার এবং জস হেজলউড চোটের জন্য আইপিএল এর প্রথম পর্বে নেই ৷ অন্তত প্রথম 6-7 ম্যাচে খেলতে পারবেন না তাঁরা ৷ রজত পাতিদার গোড়ালির চোটের কারণে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ৷ তিনি খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন ৷ কিন্তু, ম্যাচ ফিট হতে সময় লাগবে ৷ অন্যদিকে, জস হেজলউড হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ভারতের বিরদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি ৷ তিনি কবে আরসিবি শিবিরে যোগ দেবেন, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.