শারজা, 24 সেপ্টেম্বর : 2021 আইপিএলের শুরুটা দারুণ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ টানা ম্যাচ জিতে অন্যদের চমকে দিয়েছিল কোহলি অ্যান্ড কোং ৷ তবে মরু শহরে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে শুরুটা ভাল হয়নি বিরাট কোহলিদের ৷ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে নাস্তানাবুদ হয়ে শুক্রবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে আরসিবি ৷
মরু শহরে ধোনির সুপার কিংসের শুরুটা অবশ্য দারুণ হয়েছে ৷ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ধোনি অ্যান্ড কোং ৷ লিগ তালিকায় 'সেকেন্ড বয়' হয়ে এদিন শারজায় কোহলিদের বিরুদ্ধে নামছে সিএসকে ৷ প্রথম আটটি ম্যাচের মধ্যে 6টি জিতে 12 পয়ন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে সুপার কিংস ৷
ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম পর্বে দারুণ শুরু করা কোহলির আরসিবিও প্লে-অফের দৌড়ে রয়েছে ৷ কিন্তু প্রথম ম্য়াচে কেকেআর-এর কাছে হারায় এদিন ধোনিদের বিরুদ্ধে একটু ব্যাকফুটে থেকেই শুরু করবে কোহলি অ্যান্ড কোং ৷ 8 ম্যাচে 5টি জিতে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আরসিবি ৷ এই ম্যাচ জিতে কোহলিরা আত্মবিশ্বাস ফিরে ফেলেও পয়েন্ট তালিকায় তাদের কোনও পরিবর্তন হবে না ৷ তবে ধোনিরা জিতলে দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে শীর্ষ চলে যাবে সিএসকে ৷ কারণ দিল্লি ও চেন্নাইয়ের পয়েন্ট এক হলেও রান-রেটে ঋষভ পন্থদের থেকে এগিয়ে রয়েছে ধোনিবিগ্রেড ৷
আরও পড়ুন : আমার ব্যাটিংয়ে দাদার অনেক বড় ভূমিকা রয়েছে : আইয়ার
2021 আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচ হতে চলেছে শারজায় ৷ ছোট এই মাঠ ব্যাটারদের কাছে অত্যন্ত প্রিয় ৷ স্বাভাবিকভাবেই ধোনি-বিরাটদের ব্যাটে এখানে ছক্কার ফুলঝুড়ি দেখার প্রত্যাশায় মাঠে থাকবেন দর্শকরা ৷ গত আইপিএলে শারজার বাইশ গজে একাধিক ম্যাচে বড় রান উঠেছিল ৷ চলতি আইপিএলে এখনও পর্যন্ত আবুধাবি ও দুবাইয়ে বড় স্কোর না-উঠলে এদিন তার প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা ৷ দলের জয়ের পাশাপাশি দুই অধিনায়ক রান পেতে মরিয়া ৷ কারণ প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি ধোনি ৷ মাত্র 3 রান করেছিলেন সিএসকে ক্যাপ্টেন ৷ আর কেকেআর-এর বিরুদ্ধে কোহলিও ব্যর্থ হন ৷ মাত্র 5 রানে বোল্ড হয়ে ডাগ-আউটে ফিরেছিলেন বিরাট ৷