পুনে, 27 এপ্রিল : পুনের এমসিসি স্টেডিয়ামের পাটা উইকেটেও ধরাশায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ হায়দরাবাদের বিরুদ্ধে 68 রান বান্ডিল হওয়ার পর, এবার রাজস্থানের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ আরসিবি’র নামভারী ব্যাটিং লাইনআপের ৷ 145 রান তাড়া করতে নেমে 115 রানে অল আউট ব্যাঙ্গালোরের রয়্যালরা (Rajasthan Royals Win by 29 Runs Against Royal Challengers Bangalore) ৷ সেই সঙ্গে 29 রানে হেরে পয়েন্ট তালিকায় 5 নম্বরেই থেকে গেল ফাফ ডু’প্লেসির দল ৷ ম্যাচের সেরা হয়েছেন, রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ৷
টস জিতে পুনের গতিতে ভরা বাউন্সি পিচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি’র অধিনায়ক ডু’প্লেসি ৷ তাঁর সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করেন বোলাররা ৷ পাওয়ার প্লে’তে 3 উইকেট তুলে নেয় ব্যাঙ্গালোরের পেসাররা ৷ ওপেনার দেবদত্ত পাডিক্কল এবং তিন নম্বরে ব্যাট করতে নামা রবিচন্দ্রন অশ্বিনকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ ৷ টুর্নামেন্টে 3টি সেঞ্চুরি করা জস বাটলারকেও মাত্র 8 রানে আউট করেন অজি মিডিয়াম পেসার জস হ্যাজেলউড ৷
পাওয়ার প্লে-তে 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল রাজস্থান ৷ কিন্তু, উল্টোদিকে অধিনায়ক সঞ্জু স্যামসন দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু, শ্রীলঙ্কান স্পিনার হাসারঙ্গাকে গুগলি বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড হন তিনি ৷ এরপর পুরোপুরি ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তবে, গত 3 সিজন ধরে রাজস্থানের হয়ে খেলে আসা রিয়ান পরাগ আইপিএল-এ তাঁর দ্বিতীয় অর্ধশতরান করে যান ৷ তাঁর 31 বলে 56 রানের অপরাজিত ইনিংসে ভর করেই 8 উইকেট হারিয়ে 144 রান তোলে রাজস্থান ৷
আরও পড়ুন : Shastri on National Team Job : চামড়া মোটা ছিল বলে টিকে গিয়েছি, জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে বললেন শাস্ত্রী
কিন্তু, সেই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এ দিন রানের খোঁজে অধিনায়ক ডু’প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি ৷ মনে করা হয়েছিল অল্প রানের লক্ষ্যমাত্রা হওয়ায় ৷ এদিন হয়তো চাপমুক্ত হয়ে খেলবেন তিনি ৷ সেই সঙ্গে নিজের ছন্দও ফিরে পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কিন্তু, কোথায় কী ? 10 বল খেলে মাত্র 9 রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন কোহলি ৷
ডু’প্লেসিকে 23 রানে আউট করেন স্পিনার কুলদীপ সেন ৷ তিনি এই ম্যাচে 4 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিনও এদিন সফল হয়েছেন ৷ তিনি 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট নেন ৷ মূলত এই দুই স্পিনারের দাপটে মাত্র 115 রানে শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ইনিংস ৷ গতিতে ভরা বাউন্সি পিচে কোহলি, ডু’প্লেসি, ম্যাক্সওয়েল এবং কার্তিকদের অসহায় আত্মসমর্পণে হতবাক সমর্থকরা ৷
আরও পড়ুন : IPL 2022 : পঞ্জাবের বিরুদ্ধে হেরে আরও কঠিন হল চেন্নাইয়ের শেষ চারের লড়াই
এদিন 51 রান ও 4টি ক্যাচ নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন রিয়ান পরাগ ৷ এ দিনের ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে 1 নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস ৷ তারা 8 ম্যাচ খেলে 12 পয়েন্টে রয়েছে ৷ দুইয়ে থাকা গুজরাত টাইটন্স এক ম্যাচ কম খেলে 12 পয়েন্টে রয়েছে ৷