কলকাতা, 12 মে: মরুঝড়ে বিধ্বস্ত কলকাতা । রাজস্থান রয়্যালসের কাছে গো-হারা হেরে চলতি আইপিএলে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল কলকাতা নাইট রাইডার্সের । অঙ্কের বিচারে এখনও আশা থাকলেও নাইটদের ওপর বাজি ধরতে পারছেন না দলের অতি বড় সমর্থকও । ফলে বাকি দু'টি ম্যাচ এখন 'রানা অ্যান্ড কোং'য়ের কাছে কার্যত নিয়মরক্ষার ।
এদিন ব্যাট করতে নেমে ধস নামে নাইটদের ব্যাটিং লাইন-আপে । ভেঙ্কটেশ আইয়ারের 42 বলে 57 রান বাদ দিলে বাকিরা তথৈবচ । কলকাতার দেওয়া 150 রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল প্রথম সংস্করণের চ্যাম্পিয়নরা । খাতা না-খুলেই জস বাটলার ফেরায় প্রতিপক্ষকে মাত করে ম্যাচের মোড় ঘোরানোর আশায় ছিল নাইটরা ।
যদিও যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ইনিংস ও সঞ্জু স্যামসনের যোগ্য সঙ্গত নাইটদের সেই আশায় কার্যত জল ঢেলে দিল । চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন তরুণ ব্যাটার । এই ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করলেন যশস্বী । এদিন মাত্র 47 বলে 98 রানের ইনিংস গড়লেন ইয়ংস্টার । মারলেন 12টি চার ও 5টি ছয় । রেয়াত করলেন না নাইটদের কোনও বোলারকেই । দলের তরুণ ব্যাটারকে যোগ্য সঙ্গত করলেন অধিনায়ক । সঞ্জুর ব্যাটে এল 29 বলে 48 রানের ঝকঝকে ইনিংস ।
আরও পড়ুন: সূর্যচ্ছটায় পুড়ে খাক বিরাট-বাহিনী, ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারাল মুম্বই
যশস্বী-স্যামসনের দাপটে 41 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান । এই ম্যাচ হেরে 12 ম্যাচে কেকেআর-এর সংগ্রহ 10 পয়েন্ট । এখনও পর্যন্ত 7টি ম্যাচে হেরেছে নাইটরা । পয়েন্ট টেবিলে শাহরুখ খানের দলের অবস্থান 7 নম্বরে । ফলে বাকি দু'ম্যাচ জিতলে 14 পয়েন্টে পৌঁছবে কেকেআর । ফলে চলতি আইপিএলে কার্যত নাইট বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল ইডেনের মরুঝড় ।
আরও পড়ুন: মাহি মন্ত্রে নিজের ক্রিকেট উন্নত করতে চান অভিষেক পোড়েল