ETV Bharat / sports

আইপিএলের সম্ভাব্য ভেনুতে বাদ মোহালি, বিসিসিআইকে চিঠি নেস ওয়াদিয়ার - নেস ওয়াদিয়া

কেন আইপিএলের সম্ভাব্য ভেনুর তালিকায় নেই মোহালি স্টেডিয়াম, এই প্রশ্ন তুলে এবার বিসিসিআইকে চিঠি দিলেন পঞ্জাব কিংসের অন্যতম কর্তা নেস ওয়াদিয়া ৷

punjab-kings-ness-wadia-writes-to-bcci-questions-omission-of-mohali-from-ipl-2021
আইপিএলের সম্ভাব্য ভেনুতে বাদ মোহালি, বিসিসিআইকে চিঠি নেস ওয়াদিয়ার
author img

By

Published : Mar 2, 2021, 7:42 PM IST

দিল্লি, 2 মার্চ : আইপিএল 14-র সম্ভাব্য ভেনুর তালিকা থেকে মোহালিকে বাদ দিয়েছে বিসিসিআই ৷ আর সেই নিয়েই এবার সরব হলেন পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ৷ আজ বিসিসিআই-কে এর কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, মুম্বই, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্য়ে করোনার সংক্রমণ বাড়ায় সম্ভাব্য ভেনুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্টেডিয়ামকে ৷

এদিন নেস ওয়াদিয়া জানিয়েছেন, ‘‘আমরা বিসিসিআইকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, কীসের ভিত্তিতে এই ভেনু বাছাই করা হয়েছে এবং আমাদের বেস ক্যাম্প মোহালিকে সেখান থেকে কেন বাদ দেওয়া হয়েছে? আমরা আশা করছি মোহালিতে ম্যাচ পাব৷’’ প্রসঙ্গত, দিল্লি, আমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইকে আইপিএল 2021 সালের সম্ভাব্য ভেনুর তালিকায় রাখা হয়েছে ৷ যদিও এই তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি ৷

আরও পড়ুন : একটি নয়, আইপিএল 2021 হতে পারে একাধিক শহরে

পঞ্জাবে নতুন করে 635টি করোনা সংক্রমণের কেস সামনে এসেছে ৷ যা ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ তবে, এই যুক্তি মানতে নারাজ পঞ্জাব কিংস কর্তৃপক্ষ ৷ তারা ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের উদাহরণ টেনে আনছে ৷ যেখানে 50 শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই ৷ তবে, বর্তমানে করোনার সংক্রমণ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ৷ ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না ৷

দিল্লি, 2 মার্চ : আইপিএল 14-র সম্ভাব্য ভেনুর তালিকা থেকে মোহালিকে বাদ দিয়েছে বিসিসিআই ৷ আর সেই নিয়েই এবার সরব হলেন পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ৷ আজ বিসিসিআই-কে এর কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, মুম্বই, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্য়ে করোনার সংক্রমণ বাড়ায় সম্ভাব্য ভেনুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি স্টেডিয়ামকে ৷

এদিন নেস ওয়াদিয়া জানিয়েছেন, ‘‘আমরা বিসিসিআইকে চিঠি দিয়ে জানতে চেয়েছি, কীসের ভিত্তিতে এই ভেনু বাছাই করা হয়েছে এবং আমাদের বেস ক্যাম্প মোহালিকে সেখান থেকে কেন বাদ দেওয়া হয়েছে? আমরা আশা করছি মোহালিতে ম্যাচ পাব৷’’ প্রসঙ্গত, দিল্লি, আমেদাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইকে আইপিএল 2021 সালের সম্ভাব্য ভেনুর তালিকায় রাখা হয়েছে ৷ যদিও এই তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি ৷

আরও পড়ুন : একটি নয়, আইপিএল 2021 হতে পারে একাধিক শহরে

পঞ্জাবে নতুন করে 635টি করোনা সংক্রমণের কেস সামনে এসেছে ৷ যা ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ তবে, এই যুক্তি মানতে নারাজ পঞ্জাব কিংস কর্তৃপক্ষ ৷ তারা ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের উদাহরণ টেনে আনছে ৷ যেখানে 50 শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করেছে বিসিসিআই ৷ তবে, বর্তমানে করোনার সংক্রমণ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ৷ ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.