কলকাতা, 7 মে: শাহরুখ বনাম প্রীতি জিন্টা। 'বীরজারা' ছবির হিট জুটি ক্রিকেটের বাইশ গজে যুযুধান প্রতিপক্ষ। কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস। চলতি আইপিএলে মোহালিতে দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল প্রীতি জিন্টার পঞ্জাব। কিন্তু মাঝের সময়ে আইপিএল পয়েন্ট টেবিলে অনেক রদবদল হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কলকাতা এবং পঞ্জাব দু'টো দলের কাছেই সোমবারের ম্যাচটি অস্তিত্ব রক্ষার। নাইটরা হারলে ছিটকে তো যাবেই, হারলে বিদায় কার্যত নিশ্চিত পঞ্জাবেরও ৷ পরিস্থিতি কঠিন বুঝতে পারছেন দু'দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে নাইট অধিনায়ক নীতীশ রানা বলেছেন তারা প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান। তবে শুধু জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেই হবে না, রানরেটের বিষয়টিও মাথায় রাখতে হবে।
সানরাইজার্স হায়দরাদের বিরুদ্ধে জয় এলেও তা এসেছে হৃদস্পন্দন দু'শোয় পৌঁছে দিয়ে। সোমবার সেটাই অনায়াসে চাইছে নাইটরা। জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা রানের মধ্যে রয়েছেন। কিন্তু তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। সোমবার তাঁদের ব্যাটে প্রত্যাশিত ছন্দ দেখতে চাইছে কেকেআর। একইভাবে আন্দ্রে রাসেলের ব্যাটে রান চাইছে নাইটরা। শনিবার অনুশীলন করলেও রবিবার ইডেন-মুখো হননি ক্যারিবিয়ান অলরাউন্ডার। হায়দরাবাদ ম্যাচে শুরুটা আশা জাগিয়ে করলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছিলেন। সোমবার তাঁর ব্যাটেও প্রত্যাশিত ঝড় দেখতে চায় কেকেআর।
-
Full 🔥 mode, Aarya bhai!#AmiKKR | #TATAIPL | #AaryaDesai pic.twitter.com/UWo76oJWrt
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Full 🔥 mode, Aarya bhai!#AmiKKR | #TATAIPL | #AaryaDesai pic.twitter.com/UWo76oJWrt
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2023Full 🔥 mode, Aarya bhai!#AmiKKR | #TATAIPL | #AaryaDesai pic.twitter.com/UWo76oJWrt
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2023
একইভাবে দলের বোলারদের কাছ থেকেও নিয়ন্ত্রিত বোলিং আশা করছে ম্যানেজমেন্ট। হায়দরাবাদ ম্যাচে ভালো বোলিং করা বৈভব অরোরা বলছেন, "আমরা যেকোনও টার্গেট তাড়া করতে পারি। তা রিঙ্কু সিংয়ের ব্যাট দেখিয়েছে। তাই আমরা চাপে নেই। নিজেরা সেরাটা দিতে তৈরি।" হিমাচল প্রদেশের ক্রিকেটার বৈভব গতবছর পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। এবার পুরানো দলের বিরুদ্ধে ম্যাচ। শিখর ধাওয়ানের মতো ব্যাটারকে সামলাতে হবে। বৈভব বলছেন, "প্রতিপক্ষ পঞ্জাব দলটি আমার চেনা। ওদের শক্তি দুর্বলতা জানা রয়েছে।" তবে রবিবাসরীয় অনুশীলনে তাঁর প্রিয় ব্যাটটি ভেঙে বেজায় চটলেন 'গব্বর' ৷ তারপর মেজাজ হারিয়ে প্র্যাকটিসের মাঝপথেই সাজঘরে ফিরে গেলেন ৷
আরও পড়ুন: ঘরের মাঠে বদলার লক্ষ্যে মিশন পঞ্জাবে নাইট শিবির
তবে ইডেনে নাইটদের ফের হারানোর প্রচেষ্টায় ত্রুটি নেই পঞ্জাবের। প্রথম সাক্ষাতে জয় পেলেও এখন ছবি বদল হয়েছে। খাতায় কলমে পঞ্জাব এগিয়ে কেকেআরের থেকে। কিন্তু প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছুটা হলেও এগিয়ে কলকাতা। তবে বাইশ গজে দিনের পারফরম্যান্সই শেষ কথা। সেখানে শাহরুখের নাইট কি প্রীতির কিংসদের টেক্কা দিতে পারবেন? উত্তর দেবে সোমবারের ইডেন।