ETV Bharat / sports

করোনা থেকে সুস্থ হয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন নীতীশ রানা - ভিডিয়ো পোস্ট

করোনা থেকে সুস্থ হয়ে কলকাতা নাইট রাইর্ডাস শিবিরে যোগ দিলেন নীতীশ রানা ৷ কেকেআরের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

nitish-rana-joins-kkrs-training-session-after-testing-negative-for-covid-19
করোনা থেকে সুস্থ হয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন নীতীশ রানা
author img

By

Published : Apr 3, 2021, 7:52 PM IST

মুম্বই, 3 এপ্রিল : করোনা থেকে সুস্থ হয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন নীতীশ রানা ৷ শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আশার পর, আজ দলের সঙ্গে ট্রেনিং-এ যোগ দেন তিনি ৷ গত 22 মার্চ নীতীশ রানা করোনা আক্রান্ত হন ৷ তার পর সুস্থ হয়ে দলের সঙ্গে টিম হোটেলে এলেও ৷ তাঁর শরীরের প্রতি নজর দিয়ে অতিরিক্ত সময় কোয়ারেন্টাইনে রাখা হয় এই বাঁ হাতি ব্যাটসম্যানকে ৷ অবশেষে গতকাল আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর আজ দলের সঙ্গে বায়ো সিকিওর বাবল জ়োনে প্রবেশ করলেন নীতীশ রানা ৷

একদিকে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে ভারতীয় ক্রিকেট জগতে ৷ ওয়াংখেড়ের 8 গ্রাউন্ডসম্যান করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হয়েছেন ৷ তবে, খুশির খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে ৷ গত 22 মার্চ করোনা আক্রান্ত হওয়ার পর বিসিসিআই-র নিয়ম মেনে 12দিনের কোয়ারেন্টাইনে থেকে আজ দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিলেন দিল্লির এই তরুণ ক্রিকেটার ৷ আর এ নিয়ে কেকেআর-র সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ যেখানে দলের সঙ্গে যোগ দিতে পেরে খুব খুশি বলে জানালেন নীতীশ ৷

  • Nitish Rana joined his teammates last evening, after two consecutive negative results for Covid-19 💜

    Having just beaten the virus, he urged everyone to stay safe and take all necessary precautions against Corona virus.@NitishRana_27 #KKRHaiTaiyaarhttps://t.co/G6aVZigXQT

    — KolkataKnightRiders (@KKRiders) April 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে, কোভিড পজ়িটিভ অক্ষর প্যাটেল

নীতীশ রানা সেই ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ‘‘অবশেষে আমি বাইরে বেরতে পেরেছি এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি ৷ এটা আমার অনুশীলনের প্রথমদিন এবং আমি কিছুক্ষণ ব্যাটও করলাম ৷ আমার কেকেআর দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে খুব খুশি ৷’’ সেই সঙ্গে সবার উদ্দেশ্যে সতর্কতা পালনের বার্তাও দিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান ৷ তিনি বলেন, ‘‘দয়া করে সবরকমের সুরক্ষা অবলম্বন করুন এবং বিষয়টিকে হালকাভাবে নেবেন না ৷ আপনি জানতেও পারবেন না এর পরে কী হতে পারে ৷ তাই নিজের এবং পরিবারের খেয়াল রাখুন ৷ নিরাপদে থাকুন !’’ প্রসঙ্গত, আগামী 11 এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ে নিজেদের আইপিএল সফর শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইর্ডাস ৷

মুম্বই, 3 এপ্রিল : করোনা থেকে সুস্থ হয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন নীতীশ রানা ৷ শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আশার পর, আজ দলের সঙ্গে ট্রেনিং-এ যোগ দেন তিনি ৷ গত 22 মার্চ নীতীশ রানা করোনা আক্রান্ত হন ৷ তার পর সুস্থ হয়ে দলের সঙ্গে টিম হোটেলে এলেও ৷ তাঁর শরীরের প্রতি নজর দিয়ে অতিরিক্ত সময় কোয়ারেন্টাইনে রাখা হয় এই বাঁ হাতি ব্যাটসম্যানকে ৷ অবশেষে গতকাল আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর আজ দলের সঙ্গে বায়ো সিকিওর বাবল জ়োনে প্রবেশ করলেন নীতীশ রানা ৷

একদিকে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে ভারতীয় ক্রিকেট জগতে ৷ ওয়াংখেড়ের 8 গ্রাউন্ডসম্যান করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হয়েছেন ৷ তবে, খুশির খবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে ৷ গত 22 মার্চ করোনা আক্রান্ত হওয়ার পর বিসিসিআই-র নিয়ম মেনে 12দিনের কোয়ারেন্টাইনে থেকে আজ দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিলেন দিল্লির এই তরুণ ক্রিকেটার ৷ আর এ নিয়ে কেকেআর-র সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ যেখানে দলের সঙ্গে যোগ দিতে পেরে খুব খুশি বলে জানালেন নীতীশ ৷

  • Nitish Rana joined his teammates last evening, after two consecutive negative results for Covid-19 💜

    Having just beaten the virus, he urged everyone to stay safe and take all necessary precautions against Corona virus.@NitishRana_27 #KKRHaiTaiyaarhttps://t.co/G6aVZigXQT

    — KolkataKnightRiders (@KKRiders) April 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনার হানা দিল্লি ক্যাপিটালস শিবিরে, কোভিড পজ়িটিভ অক্ষর প্যাটেল

নীতীশ রানা সেই ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ‘‘অবশেষে আমি বাইরে বেরতে পেরেছি এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি ৷ এটা আমার অনুশীলনের প্রথমদিন এবং আমি কিছুক্ষণ ব্যাটও করলাম ৷ আমার কেকেআর দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে খুব খুশি ৷’’ সেই সঙ্গে সবার উদ্দেশ্যে সতর্কতা পালনের বার্তাও দিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান ৷ তিনি বলেন, ‘‘দয়া করে সবরকমের সুরক্ষা অবলম্বন করুন এবং বিষয়টিকে হালকাভাবে নেবেন না ৷ আপনি জানতেও পারবেন না এর পরে কী হতে পারে ৷ তাই নিজের এবং পরিবারের খেয়াল রাখুন ৷ নিরাপদে থাকুন !’’ প্রসঙ্গত, আগামী 11 এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ে নিজেদের আইপিএল সফর শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইর্ডাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.