ETV Bharat / sports

ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াই লক্ষ্য সিরাজের - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের হয়ে সবচেয়ে বেশ উইকেট নেওয়াই তাঁর স্বপ্ন বলে জানালেন মহম্মদ সিরাজ ৷ আরসিবি ক্যাম্পে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনটাই জানালেন হায়দরাবাদের এই তরুণ ৷

my-dream-is-to-be-the-highest-wicket-taker-for-india-says-mohammed-siraj
ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াই লক্ষ্য সিরাজের
author img

By

Published : Apr 8, 2021, 4:49 PM IST

চেন্নাই, 8 এপ্রিল : ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে নিজেকে দেখতে চান মহম্মদ সিরাজ ৷ এমনটাই তাঁর স্বপ্ন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলতে গিয়ে ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সিরাজ ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 5টি টেস্ট, 1টি ওয়ান ডে এবং 3টি টি-20 ম্যাচ খেলেছেন সিরাজ ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 2017 সালের নভেম্বর মাসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ তারপর থেকে চোট এবং সিনিয়র ক্রিকেটারদের ভালো পারফর্মেন্সের কারণে প্রথম একাদশে বিশেষ সুযোগ পাননি ৷ তবে, অস্ট্রেলিয়ায় মহম্মদ সামি চোট পেয়ে ছিটকে যেতে টেস্ট দলে প্রথম একাদশে নিজের জায়গা করে নেন সিরাজ় ৷

আরও পড়ুন :কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট

সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, তিনি জসপ্রীত বুমরা এবং ইশান্ত শর্মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের হয়ে পারফর্ম করতে চান ৷ আর তাঁর সেই চেষ্টায় তাঁকে অনেকটাই সাহায্য করেছেন বুমরা ৷ এ নিয়ে সিরাজ বলেন, ‘‘যখনই আমি বল করতে যাই, জসপ্রীত বুমরা আমার পাশে এসে দাঁড়ায় ৷ উনি আমাকে বোলিং-র বেসিকে স্থির থাকতে বলেন ৷ এতে আমার বোলিং-র অনেক উপকার হচ্ছে ৷’’

চেন্নাই, 8 এপ্রিল : ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে নিজেকে দেখতে চান মহম্মদ সিরাজ ৷ এমনটাই তাঁর স্বপ্ন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলতে গিয়ে ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সিরাজ ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 5টি টেস্ট, 1টি ওয়ান ডে এবং 3টি টি-20 ম্যাচ খেলেছেন সিরাজ ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 2017 সালের নভেম্বর মাসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ তারপর থেকে চোট এবং সিনিয়র ক্রিকেটারদের ভালো পারফর্মেন্সের কারণে প্রথম একাদশে বিশেষ সুযোগ পাননি ৷ তবে, অস্ট্রেলিয়ায় মহম্মদ সামি চোট পেয়ে ছিটকে যেতে টেস্ট দলে প্রথম একাদশে নিজের জায়গা করে নেন সিরাজ় ৷

আরও পড়ুন :কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট

সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, তিনি জসপ্রীত বুমরা এবং ইশান্ত শর্মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের হয়ে পারফর্ম করতে চান ৷ আর তাঁর সেই চেষ্টায় তাঁকে অনেকটাই সাহায্য করেছেন বুমরা ৷ এ নিয়ে সিরাজ বলেন, ‘‘যখনই আমি বল করতে যাই, জসপ্রীত বুমরা আমার পাশে এসে দাঁড়ায় ৷ উনি আমাকে বোলিং-র বেসিকে স্থির থাকতে বলেন ৷ এতে আমার বোলিং-র অনেক উপকার হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.