চেন্নাই, 8 এপ্রিল : ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে নিজেকে দেখতে চান মহম্মদ সিরাজ ৷ এমনটাই তাঁর স্বপ্ন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলতে গিয়ে ফ্র্যাঞ্চাইজ়ির ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সিরাজ ৷
আন্তর্জাতিক ক্রিকেটে 5টি টেস্ট, 1টি ওয়ান ডে এবং 3টি টি-20 ম্যাচ খেলেছেন সিরাজ ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 2017 সালের নভেম্বর মাসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ তারপর থেকে চোট এবং সিনিয়র ক্রিকেটারদের ভালো পারফর্মেন্সের কারণে প্রথম একাদশে বিশেষ সুযোগ পাননি ৷ তবে, অস্ট্রেলিয়ায় মহম্মদ সামি চোট পেয়ে ছিটকে যেতে টেস্ট দলে প্রথম একাদশে নিজের জায়গা করে নেন সিরাজ় ৷
-
Bold Diaries: Mohammed Siraj 2.0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Siraj talks about his Indian team debut, how he regained his confidence during last year’s IPL, goals for this season and much more, on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/pcSRgy6OQu
">Bold Diaries: Mohammed Siraj 2.0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 8, 2021
Siraj talks about his Indian team debut, how he regained his confidence during last year’s IPL, goals for this season and much more, on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/pcSRgy6OQuBold Diaries: Mohammed Siraj 2.0
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 8, 2021
Siraj talks about his Indian team debut, how he regained his confidence during last year’s IPL, goals for this season and much more, on @myntra presents Bold Diaries.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/pcSRgy6OQu
আরও পড়ুন :কে সেরা দৌড়বীর? এবি ও বিরাটকে মনে করিয়ে দিলেন বোল্ট
সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, তিনি জসপ্রীত বুমরা এবং ইশান্ত শর্মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের হয়ে পারফর্ম করতে চান ৷ আর তাঁর সেই চেষ্টায় তাঁকে অনেকটাই সাহায্য করেছেন বুমরা ৷ এ নিয়ে সিরাজ বলেন, ‘‘যখনই আমি বল করতে যাই, জসপ্রীত বুমরা আমার পাশে এসে দাঁড়ায় ৷ উনি আমাকে বোলিং-র বেসিকে স্থির থাকতে বলেন ৷ এতে আমার বোলিং-র অনেক উপকার হচ্ছে ৷’’