ETV Bharat / sports

IPL 2023: মেগা ম্যাচে উজ্জ্বল সূর্য-গ্রিন, শেষবেলায় নেহালের ব্যাটে বড় রান পল্টনদের

চিপকে আইপিএল 2023 এলিমিনেটর । মেগা ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস । প্রথমে ব্যাট করে 182 রান তুলল মুম্বই ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 7:07 PM IST

Updated : May 24, 2023, 9:32 PM IST

চেন্নাই, 24 মে: পি চিদম্বরম স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস । কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস । মোতেরায় ফাইনালে ফ্র্যাঞ্চাইজি লিগের ডার্বি দেখতে হলে পরপর দু'টি গাঁট পেরতে হবে মুম্বইকে । আইপিএল গ্রহে প্রবেশের দ্বিতীয় বছরেই ট্রফি জিততে মরিয়া লখনউ'ও । চিপকের মেগা ম্যাচে প্রথমে ব্যাট করেছেন রোহিত শর্মারা । অধিনায়ক ব্যর্থ হলেও সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরাদের ব্যাটে ভর করে বড় রান তুলল মুম্বই । কুড়ি-বিশের লড়াইয়ে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে 183 রানের লক্ষ্যমাত্রা দিল পল্টনরা ।

অঙ্কের বিচারে শেষ চারে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স । হায়দরাবাদকে হারিয়েও তাকিয়ে থাকতে হয়েছিল ব্যাঙ্গালোরের দিকে । অন্যদিকে গ্রুপ পর্বে সমসংখ্যক ম্যাচ জিতলেও শেষ চারে জায়গা করে নিতে বিশেষ সমস্যা হয়নি লখনউ সুপার জায়ান্টসের । যদিও ধারেভারে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে । গ্রুপ পর্বে একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল । 5 রানে ম্যাচ জিতে নিয়েছিল লখনউ ।

আরও পড়ুন: অনবদ্য সিএসকে, দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি'

টুর্নামেন্টের শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স । সমস্ত সামলে মাঝপথ থেকেই পরিচিত ফর্মে ফিরেছে নীল জার্সিধারীরা । যদিও এই আইপিএলে এখনও কথা বলেনি রোহিত শর্মার ব্যাট । 14 ইনিংসে শর্মাজি'র চওড়া ব্যাটে এসেছে মাত্র 313 রান, গড় 22.36 । যা মোটেই রোহিতসুলভ নয় । ফলে মেগা ম্যাচে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন পল্টনদের নেতাও । রোহিতের ব্যাট কথা বললে অ্যাডভান্টেজ পেয়ে যাবে মুম্বই ।

পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে ভরসা যোগাচ্ছেন সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, তিলক বর্মারাও । যারা ছন্দে থাকলে স্কোরবোর্ডে স্বচ্ছন্দে বড় রান তুলে ফেলে দল । মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপকে ভাঙার দায়িত্বে থাকবেন লখনউয়ের স্পিনাররাই । দুরন্ত খেলছেন রবি বিষ্ণোই, ক্রুণাল পান্ডিয়া । ফর্মে রয়েছেন নবীন-উল-হকও ।

আরও পড়ুন: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডন, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল

বিকল্প: নেহাল ওয়াধেরা, রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়, সন্দীপ ওয়ারিয়ার

লখনউ সুপার জায়ান্টস একাদশ: ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), প্রেরক মানকড়, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, দীপক হুডা, কে গৌথাম, নবীন-উল-হক, রবি বিষ্ণোই, মহসিন খান, যশ ঠাকুর

বিকল্প: কেইল মায়ার্স, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, স্বপ্নিল সিং, অমিত মিশ্র

চেন্নাই, 24 মে: পি চিদম্বরম স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস । কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস । মোতেরায় ফাইনালে ফ্র্যাঞ্চাইজি লিগের ডার্বি দেখতে হলে পরপর দু'টি গাঁট পেরতে হবে মুম্বইকে । আইপিএল গ্রহে প্রবেশের দ্বিতীয় বছরেই ট্রফি জিততে মরিয়া লখনউ'ও । চিপকের মেগা ম্যাচে প্রথমে ব্যাট করেছেন রোহিত শর্মারা । অধিনায়ক ব্যর্থ হলেও সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরাদের ব্যাটে ভর করে বড় রান তুলল মুম্বই । কুড়ি-বিশের লড়াইয়ে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে 183 রানের লক্ষ্যমাত্রা দিল পল্টনরা ।

অঙ্কের বিচারে শেষ চারে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স । হায়দরাবাদকে হারিয়েও তাকিয়ে থাকতে হয়েছিল ব্যাঙ্গালোরের দিকে । অন্যদিকে গ্রুপ পর্বে সমসংখ্যক ম্যাচ জিতলেও শেষ চারে জায়গা করে নিতে বিশেষ সমস্যা হয়নি লখনউ সুপার জায়ান্টসের । যদিও ধারেভারে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে । গ্রুপ পর্বে একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল । 5 রানে ম্যাচ জিতে নিয়েছিল লখনউ ।

আরও পড়ুন: অনবদ্য সিএসকে, দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি'

টুর্নামেন্টের শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স । সমস্ত সামলে মাঝপথ থেকেই পরিচিত ফর্মে ফিরেছে নীল জার্সিধারীরা । যদিও এই আইপিএলে এখনও কথা বলেনি রোহিত শর্মার ব্যাট । 14 ইনিংসে শর্মাজি'র চওড়া ব্যাটে এসেছে মাত্র 313 রান, গড় 22.36 । যা মোটেই রোহিতসুলভ নয় । ফলে মেগা ম্যাচে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন পল্টনদের নেতাও । রোহিতের ব্যাট কথা বললে অ্যাডভান্টেজ পেয়ে যাবে মুম্বই ।

পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে ভরসা যোগাচ্ছেন সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, তিলক বর্মারাও । যারা ছন্দে থাকলে স্কোরবোর্ডে স্বচ্ছন্দে বড় রান তুলে ফেলে দল । মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপকে ভাঙার দায়িত্বে থাকবেন লখনউয়ের স্পিনাররাই । দুরন্ত খেলছেন রবি বিষ্ণোই, ক্রুণাল পান্ডিয়া । ফর্মে রয়েছেন নবীন-উল-হকও ।

আরও পড়ুন: 8-9 মাস সময় আছে ভাবার, আইপিএলে অবসর জল্পনায় মন্তব্য ধোনির

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডন, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল

বিকল্প: নেহাল ওয়াধেরা, রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়, সন্দীপ ওয়ারিয়ার

লখনউ সুপার জায়ান্টস একাদশ: ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), প্রেরক মানকড়, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, দীপক হুডা, কে গৌথাম, নবীন-উল-হক, রবি বিষ্ণোই, মহসিন খান, যশ ঠাকুর

বিকল্প: কেইল মায়ার্স, ড্যানিয়েল সামস, যুধবীর সিং, স্বপ্নিল সিং, অমিত মিশ্র

Last Updated : May 24, 2023, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.