ETV Bharat / sports

IPL 2023: সূর্যচ্ছটায় ম্লান গুজরাত, কাজেই এল না রশিদের 10 ছক্কার ইনিংস

27 রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল । পয়েন্ট তালিকায় তিনে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স ।

IPL 2023
সূর্যকুমার যাদব
author img

By

Published : May 13, 2023, 12:51 AM IST

মুম্বই, 13 মে: আরব সাগরের তীরে দুরন্ত সূর্যকুমার যাদব । স্কাইয়ের ব্যাটে আকাশে মুম্বই ইন্ডিয়ান্স । মি. টি-20 এর প্রথম আইপিএল সেঞ্চুরিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল । শেষদিকে রশিদ খানের বিস্ফোরক ইনিংস ওয়াংখেড়ের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও শেষ হাসি হাসল 'রোহিত অ্যান্ড কোং' । 27 রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স ।

মুম্বইয়ের দেওয়া 219 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে গুজরাত । পরপর ফেরেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া । পালটা ঘুরে দাঁড়ান বিজয় শংকর ও ডেভিড মিলার । 14 বলে 29 রান করেন শংকর, মিলার খেলেন মাত্র 26 বলে 41 রানের ইনিংস । দুই ব্যাটার ফেরার পর হাল ধরেন রশিদ খান । আফগান বোলারের ব্যাটে এদিন এল 32 বলে 79 রানের বিস্ফোরক ইনিংস । 10 ছক্কায় সাজানো খানসাহেবের ইনিংস রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছিল পল্টন বাহিনীর বুকে । যদিও লক্ষ্যমাত্রা অনেক বেশি থাকায় 27 রান আগেই থেমে গেল হার্দিক পান্ডিয়াদের ইনিংস ।

আরও পড়ুন: অভিষেকের মাঠেই টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারের মুকুট চাহালের মাথায়

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছিল মুম্বই । ঈশান কিষাণ ও রোহিত শর্মার দাপটে পাওয়ার প্লে'তেই ম্যাচের রাশ নিয়েছিল পল্টনরা । যদিও পরপর ক্রিজ ছাড়েন দুই ওপেনার । 18 বলে 29 রান করে ডাগ-আউটে ফেরেন রোহিত । ঈশান বাইশ-গজ ছাড়েন 20 বলে 31 রানে । তারপর শুধুই সূর্যর কেরামতি । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের অন্যতম সেরা ব্যাটারের জাদুতেই এদিন তন্দ্রাচ্ছন্ন ওয়াংখেড়ে । মাত্র 49 বলে 103 রানের বিশাল ইনিংস গড়েন সূর্য ।

আরও পড়ুন: আগামী টি-20 বিশ্বকাপ দলে হার্দিকের মতামতের গুরুত্ব থাকবে, মত শাস্ত্রীর

মুম্বই, 13 মে: আরব সাগরের তীরে দুরন্ত সূর্যকুমার যাদব । স্কাইয়ের ব্যাটে আকাশে মুম্বই ইন্ডিয়ান্স । মি. টি-20 এর প্রথম আইপিএল সেঞ্চুরিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল । শেষদিকে রশিদ খানের বিস্ফোরক ইনিংস ওয়াংখেড়ের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও শেষ হাসি হাসল 'রোহিত অ্যান্ড কোং' । 27 রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স ।

মুম্বইয়ের দেওয়া 219 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে গুজরাত । পরপর ফেরেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া । পালটা ঘুরে দাঁড়ান বিজয় শংকর ও ডেভিড মিলার । 14 বলে 29 রান করেন শংকর, মিলার খেলেন মাত্র 26 বলে 41 রানের ইনিংস । দুই ব্যাটার ফেরার পর হাল ধরেন রশিদ খান । আফগান বোলারের ব্যাটে এদিন এল 32 বলে 79 রানের বিস্ফোরক ইনিংস । 10 ছক্কায় সাজানো খানসাহেবের ইনিংস রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছিল পল্টন বাহিনীর বুকে । যদিও লক্ষ্যমাত্রা অনেক বেশি থাকায় 27 রান আগেই থেমে গেল হার্দিক পান্ডিয়াদের ইনিংস ।

আরও পড়ুন: অভিষেকের মাঠেই টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারের মুকুট চাহালের মাথায়

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেছিল মুম্বই । ঈশান কিষাণ ও রোহিত শর্মার দাপটে পাওয়ার প্লে'তেই ম্যাচের রাশ নিয়েছিল পল্টনরা । যদিও পরপর ক্রিজ ছাড়েন দুই ওপেনার । 18 বলে 29 রান করে ডাগ-আউটে ফেরেন রোহিত । ঈশান বাইশ-গজ ছাড়েন 20 বলে 31 রানে । তারপর শুধুই সূর্যর কেরামতি । ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের অন্যতম সেরা ব্যাটারের জাদুতেই এদিন তন্দ্রাচ্ছন্ন ওয়াংখেড়ে । মাত্র 49 বলে 103 রানের বিশাল ইনিংস গড়েন সূর্য ।

আরও পড়ুন: আগামী টি-20 বিশ্বকাপ দলে হার্দিকের মতামতের গুরুত্ব থাকবে, মত শাস্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.