ETV Bharat / sports

IPL 2023: চিপক থেকেই অবসর নিতে পারেন ধোনি - সিএসকে ফ্র্যাঞ্চাইজি

2023 সালের আইপিএল (IPL 2023) মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম হতে পারে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিএসকে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Mar 27, 2023, 1:43 PM IST

চেন্নাই, 27 মার্চ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 16তম সিজন শুরু হচ্ছে আগামী 31 মার্চ থেকে ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত জায়েন্ট এবং চারবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস ৷ এই ম্যাচে সবার নজর থাকবে সিএসকে-র ক্যারিশম্যাটিক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে ৷ বলা ভালো ধোনির আইপিএল অবসরের দিকে ৷ মনে করা হচ্ছে এই বছরেই শেষবার কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে এমএস ধোনিকে (MS Dhoni IPL Retirements Plan from Chepauk Stadium) ৷ উল্লেখ্য, সিএসকে-র একটি অনুষ্ঠানে ধোনি জানিয়েছিলেন, তিনি চেন্নাইয়ের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলতে চান ৷

15 বছরের দীর্ঘ আইপিএল কেরিয়ার

15 বছরের দীর্ঘ আইপিএল এর 16 তম সিজন খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 2016 এবং 2017 সালে চেন্নাই সুপার কিংসের সাসপেনশন বাদ দিলে ৷ এই লম্বা সময়ে তিনি একমাত্র ক্রিকেটার, যিনি একটানা সিএসকে-র অধিনায়কত্ব করেছেন ৷ গতবছর আইপিএল এর শুরুতেই রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন ধোনি ৷ কিন্তু, জেদাজা সেই চাপ সামলাতে ব্যর্থ হন ৷ বাধ্য হয়ে ফের নিজের হাতে দলের দায়িত্ব নিয়ে নেন মাহি ৷ অধিনায়ক হিসেবে চেন্নাইকে যেমন টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে তুলে ধরেছেন ৷ তেমনি দলের পতনও দেখেছেন শেষ কয়েকবছরে ৷

2018 সালে কামব্যাক সিজনেই চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি ৷ কিন্তু, পরের বছর 2019 সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনাল মাত্র 1 রানে হারে সিএসকে ৷ তবে, 2021 এর আইপিএল-এ সিএসকে দাপটের সঙ্গে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় ৷ 2010 এবং 2011 সালের পরপর দু’বার চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হয় ধোনির নেতৃত্বে ৷ 15 বছরের দীর্ঘ এই আইপিএল জার্নিতে 4 বার খেতাব জয়ের স্বাদ সিএসকে ফ্যানদের দিয়েছেন তিনি ৷

কর্মভূমি চেন্নাই থেকে অবসর

রাঁচি ধোনির জন্মস্থান ও নিজের শহর হলেও আইপিএলের দিক থেকে চেন্নাই তাঁর কর্মভূমি ৷ চেন্নাইয়ের সমর্থক ভরা চিপক স্টেডিয়ামে নিজের আইপিএল কেরিয়ার শেষ করার কথা জানিয়েছেন ধোনি ৷ 14 মে চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ে শেষবারের মতো ব্যাট হাতে দেখা যেতে পারে ধোনিকে ৷ এমনটাই সিএসকে-র একটি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস ৷ সেই ম্যাচের জন্য সিএসকে ফ্র্যাঞ্চাইজি বিশেষ আয়োজনও করছে বলে শোনা গিয়েছে ৷

আরও পড়ুন: বিরাটের ব্যাটিং প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় ইউনিভার্স বস

উল্লেখ্য, আইপিএল 2023 এ চেন্নাই সুপার কিংস লিগে তাদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে ৷ আর সিএসকে প্লে-অফসে কোয়ালিফাই করলে, চেন্নাইয়ে কোনও ম্যাচ হবে কিনা, তা এখনও ঠিক হয়নি ৷ তবে আইপিএল-এর নিয়ম অনুযায়ী, ফাইনাল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্সের ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ৷

চেন্নাই, 27 মার্চ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 16তম সিজন শুরু হচ্ছে আগামী 31 মার্চ থেকে ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত জায়েন্ট এবং চারবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস ৷ এই ম্যাচে সবার নজর থাকবে সিএসকে-র ক্যারিশম্যাটিক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে ৷ বলা ভালো ধোনির আইপিএল অবসরের দিকে ৷ মনে করা হচ্ছে এই বছরেই শেষবার কিপিং গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে এমএস ধোনিকে (MS Dhoni IPL Retirements Plan from Chepauk Stadium) ৷ উল্লেখ্য, সিএসকে-র একটি অনুষ্ঠানে ধোনি জানিয়েছিলেন, তিনি চেন্নাইয়ের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলতে চান ৷

15 বছরের দীর্ঘ আইপিএল কেরিয়ার

15 বছরের দীর্ঘ আইপিএল এর 16 তম সিজন খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 2016 এবং 2017 সালে চেন্নাই সুপার কিংসের সাসপেনশন বাদ দিলে ৷ এই লম্বা সময়ে তিনি একমাত্র ক্রিকেটার, যিনি একটানা সিএসকে-র অধিনায়কত্ব করেছেন ৷ গতবছর আইপিএল এর শুরুতেই রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন ধোনি ৷ কিন্তু, জেদাজা সেই চাপ সামলাতে ব্যর্থ হন ৷ বাধ্য হয়ে ফের নিজের হাতে দলের দায়িত্ব নিয়ে নেন মাহি ৷ অধিনায়ক হিসেবে চেন্নাইকে যেমন টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে তুলে ধরেছেন ৷ তেমনি দলের পতনও দেখেছেন শেষ কয়েকবছরে ৷

2018 সালে কামব্যাক সিজনেই চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি ৷ কিন্তু, পরের বছর 2019 সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনাল মাত্র 1 রানে হারে সিএসকে ৷ তবে, 2021 এর আইপিএল-এ সিএসকে দাপটের সঙ্গে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় ৷ 2010 এবং 2011 সালের পরপর দু’বার চেন্নাই আইপিএল চ্যাম্পিয়ন হয় ধোনির নেতৃত্বে ৷ 15 বছরের দীর্ঘ এই আইপিএল জার্নিতে 4 বার খেতাব জয়ের স্বাদ সিএসকে ফ্যানদের দিয়েছেন তিনি ৷

কর্মভূমি চেন্নাই থেকে অবসর

রাঁচি ধোনির জন্মস্থান ও নিজের শহর হলেও আইপিএলের দিক থেকে চেন্নাই তাঁর কর্মভূমি ৷ চেন্নাইয়ের সমর্থক ভরা চিপক স্টেডিয়ামে নিজের আইপিএল কেরিয়ার শেষ করার কথা জানিয়েছেন ধোনি ৷ 14 মে চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইয়ে শেষবারের মতো ব্যাট হাতে দেখা যেতে পারে ধোনিকে ৷ এমনটাই সিএসকে-র একটি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস ৷ সেই ম্যাচের জন্য সিএসকে ফ্র্যাঞ্চাইজি বিশেষ আয়োজনও করছে বলে শোনা গিয়েছে ৷

আরও পড়ুন: বিরাটের ব্যাটিং প্যাশন এবং পরিশ্রমের প্রশংসায় ইউনিভার্স বস

উল্লেখ্য, আইপিএল 2023 এ চেন্নাই সুপার কিংস লিগে তাদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে ৷ আর সিএসকে প্লে-অফসে কোয়ালিফাই করলে, চেন্নাইয়ে কোনও ম্যাচ হবে কিনা, তা এখনও ঠিক হয়নি ৷ তবে আইপিএল-এর নিয়ম অনুযায়ী, ফাইনাল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্সের ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.