আবুধাবি, 24 অগস্ট : সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি ৷ ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ অনুশীলনে গিয়ে এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে ৷ অনুশীলন চলাকালীন প্রতিটি বলেই ছয় মারেন তিনি ৷ পরে সেই বল হারিয়ে যায় ৷ বল খুজতে নিজেই হাত লাগান তিনি ৷
তবে বল খুঁজতে গিয়ে দেখা যায় মাঠের বেড়া টপকে সাইড স্ক্রিনের পিছনে ঢুকছেন তিনি ৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে কয়েকজন সতীর্থও ছিলেন ৷ সম্প্রতি টুইটারে চেন্নাই সুপার কিংস একটি ভিডিয়ো পোস্ট করে ৷ তার ক্যাপশনে লিখেছে, "ধোনি সিক্সেস আওয়ার লাভ ফর থালা ৷ আউট অফ বাউন্স ৷" মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷
-
Dhoni's Sixes 🤝🏻 Our love for Thala
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Out of bounds#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/PA8smfxuw5
">Dhoni's Sixes 🤝🏻 Our love for Thala
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 24, 2021
Out of bounds#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/PA8smfxuw5Dhoni's Sixes 🤝🏻 Our love for Thala
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 24, 2021
Out of bounds#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/PA8smfxuw5
আরও পড়ুন: 1971 সালে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের মনোবল বাড়িয়েছিল : রবি শাস্ত্রী
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে ৷ সেই অনুযায়ী বিভিন্ন দল সেদেশে পৌঁছে অনুশীলন শুরু করেছে ৷ অনুশীলন করছে ধোনির চেন্নাই সুপার কিংসও ৷