মুম্বই, 22 এপ্রিল : মহেন্দ্র সিং ধোনির মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ আইপিএলের প্রথম উইকেট রক্ষক হিসেবে 150টি আউট করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই মাইলফলক স্পর্শ করেন মাহি ৷
কলকাতা নাইট রাইডার্সদের ইনিংসের পঞ্চম ওভারে দীপক চাহারের বলে নীতীশ রাণার ক্যাচ ধরে এই কৃতিত্ব অর্জন করেন ধোনি ৷ এটি তাঁর আইপিএল ক্যারিয়ারে 111 তম ক্যাচ ৷ এছাড়া 39টি স্ট্যাম্পিং করেছেন ধোনি ৷ মাহির পরেই আছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ৷ উইকেটের পিছনে 143টি উইকেটে তাঁর অবদান আছে ৷ এরমধ্যে আছে 112টি ক্যাচ ও 31টি স্ট্যাম্প ৷
আরও পড়ুন : রাজস্থান বনাম ব্যাঙ্গালোর, কাদের দিকে থাকবে নজর
এছাড়া কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আরও একটি নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি ৷ আইপিএলে প্রথম বার সুনীল নারাইনের বলে চার হাঁকান তিনি ৷ এর আগে সুনীল নারাইনের 65টি বল খেললেও একটিও চার মারতে পারেননি তিনি ৷ ম্যাচের 17 তম ওভারে সুনীল নারাইনের একটি ফ্রি-হিট বলে চার মারেন মহেন্দ্র সিং ধোনি ৷